নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

সত্যকা

সত্যকা › বিস্তারিত পোস্টঃ

রাগ

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫২



রাজু আহমেদ



একেক মানুষ একেক ভাবে,

হয়না কারো মিল।

এইতো জীবন সোনালী ঊষার .

সূবর্ন সোনালী দিন।।



আমিও মানূষ আমারও ভাবনা,

হয়ত জানোনা তোমরা কেউ।

কষ্টের মাঝে সোনালী সাঁঝে,

রাগে বিরাগে কাটে দিন।।



ভালো কথাও মন্দ লাগে,

সময়ের চলমান ধারায়।

আবার অনেক অন্যায় আবদারও,

মাঝে মাঝে মেনে নিতে হয়।।



রাগ হতে হয় অনেক সময়,

অনেক সহজ সরল কথায়।

আবার কঠিন কঠিন কথাগুলোকেও,

গায়ে মেখে নিতে হয়।।



তবুও জানি রাগ করিলে,

মনস্তাত্তিক বড় ক্ষতি হয়।

অকারনে রাগ করো না,

তাহলে তুমি হবে লক্ষীসোনা।।



ইতিহাস পানে চেয়ে দেখ,

মহামনীষিদের জীবন থেকে শেখ।

তাদের থেকে শিক্ষা নিলে,

জীবন ভরবে ফুলে ফলে।।



তারা সবাই এমন ছিল,

একটু তাদের জীবনী শোন।

শেক্সপিয়র ছিল এমন,

রাগ করতেন না যখন তখন।।



ডেল কনের্গীর কথাই বলি,

এতদা তিনি বাজারে গেছেন চলি।

ভূলবুজে এক বাজরী তারে,

মারল এক থাপ্পর।।



সকল কথা শুনে তিনি,

হেসে তারে বুঝালেন ভূল।

উপস্থিতরা দেখে তার কান্ড,

সবাই যেন হইল আকুল।।



এই হোক জীবন ব্রত,

রাগ করিবনা যত্রতত্র।

এই শপথ এখন থেকে,

পারি যেন পালন করিতে।।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.