নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিবেকী বসতির মস্তকহীন বাসিন্দা

মশিউল ইসলাম রাজু

গূঢ় অনুভূতির সহজ আস্ফালন

মশিউল ইসলাম রাজু › বিস্তারিত পোস্টঃ

অবস্থা বুঝে অবস্থান

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:১৬



প্রতিটি ঘটনা চর্চায় সাধারণত দুটি পক্ষের প্রয়োজন পড়ে। একটি নায়কীয় পক্ষ এবং একটি নারকীয় পক্ষ। নায়কীয় পক্ষঃ- যাদের ঘটনায় উদ্ধারকারী বা ভুক্তভোগী বানানো হয়। আর নারকীয় পক্ষঃ- যাদের ঘটনায় অন্যায়কারী বা বলির পাঁঠা বানানো হয়।

এই দুটি পক্ষ বানানোর সুবিধা হচ্ছে, এতে করে ঘটনায় নিজেকে একটি সুবিধাজনক স্থানে দাড় করানো যায়, নিজের বিশ্বাসের পক্ষসমর্থন করা যায় আর একটি পরস্পরবিরোধী 'আমরা↔তোমরা' পরিবেশের সৃষ্টি করা যায় যেটি কিনা ঘটনা চর্চায় উৎসাহ বলবৎ রাখতে সাহায্য করে।
.
.
একজন ছেলেধরা মহিলা একটি স্কুলে বাচ্চা অপহরণ করতে গিয়ে সন্দেহজনকভাবে ধরা পড়লে লোকজন তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলে।

- এই ঘটনায় গণ হচ্ছে হচ্ছে উদ্ধারকারী বা নায়কীয় পক্ষ আর ছেলেধরা মহিলাটি হচ্ছে অন্যায়কারী বা নারকীয় পক্ষ!

এবার ঘটনাটি উল্টো করে দেখা যাক...

একজন মা তার সন্তানকে স্কুল থেকে আনতে গেলে লোকজন তাকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে মেরে ফেলে।

- এই ঘটনায় মা হচ্ছে ভুক্তভোগী বা নায়কীয় পক্ষ আর গণ হচ্ছে অন্যায়কারী বা নারকীয় পক্ষ!
.
.
দুটি ঘটনা। কিন্তু সঠিক নিশানা আর বেঠিক নিশানার কারণে ঘটনায় জড়িত গণদের ব্যাপারে বাকি গণদের দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন। একই কাজে এক গণকে বানানো হলো নায়ক এবং আরেক গণকে বানানো হলো খলনায়ক।

এই গণ হচ্ছে একটি জটিল পদার্থ। এরা আইন বহির্ভূত যে কোন অপরাধীর খুন হওয়াকে সমর্থন করে কিন্তু যেই না খবর পায় খুনের শিকার আসলে নির্দোষী তখন সেই তারাই আবার উক্ত খুনিকে আইনের আওতায় আনার জন্য হাউকাউ শুরু করে দেয়।

যাইহোক, এখন কথা হচ্ছে, প্রথম ঘটনার গণকে যদি তাদের ভূমিকার জন্য উদ্ধারকারী বানানো হয় তবে দ্বিতীয় ঘটনার গণকে দোষারোপ করে বলির পাঁঠা বানানোটা কতটুকু যুক্তিসঙ্গত? কাউকে যদি দোষারোপ করতেই হয় তবে তো উভয় পক্ষকেই করতে হয়, নইলে কোন পক্ষকেই নয়।

রাস্তায় পকেটমারের মার খাওয়া দেখে পিছন থেকে 'পিটা শালারে' বলে হুংকার দিবে, বাজারের ব্যাগে বাচ্চা ছেলের কাটা মাথা বহনকারির খুন হওয়ার ভিডিওতে 'এদের সাথে এমনই হওয়া উচিৎ' কমেন্ট করবে, হারকিউলিস নামধারী ব্যক্তির দ্বারা ধর্ষণে অভিযুক্তদের খুনের খবরে খুশিতে আত্মহারা হয়ে উঠবে, আবার সন্তানকে স্কুল থেকে আনতে যাওয়া মাকে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে মেরে ফেলার অভিযোগে গণর বিচারও চাইবে, সেটা তো হতে পারে না জনাব।

#নিজের_অবস্থান_পরিষ্কার_করুন।
#আইন_মোতাবেক_বিচার_হওয়া_চান নাকি
#আইন_নিজের_হাতে_তুলে_নেওয়া_চান?
#rajubdeshi

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: এই নষ্ট শহরে- সব মানূষ নষ্ট হয়ে গেছে।
এখানে ভালো কিছু আশা করাটাই ভুল।

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪৮

মশিউল ইসলাম রাজু বলেছেন: শ্রুতিকটু হলেও কথা সত্য। ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.