নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Freelance Blogger | Photographer | Contributor to @GettyImages | @HuffingtonPost | BG: O+(ve) Mail: [email protected]

রাজু রহমান

ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD

রাজু রহমান › বিস্তারিত পোস্টঃ

কষ্টে গাঁথা (কবিতা)

১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:৩৪

এইখানে দেখেছিলাম প্রথম তারে এই গাছের ছায়াতলে

তারপর থেকে ছুটে আসতাম শুধু তারেই দেখার ছলে



ছোট ছোট ছেলেমেয়েদের সাথে করিত সে খেলা

দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিতাম একেলা



দেখিতে দেখিতে তারে বেলা গড়াইয়া যাইত

বাড়ি ফেরার পথে আন্ধার নেমে আসিত



হটাৎ একদিন নজর পড়ে গেল আমারি উপর

আমার দেখে মুচকি হেসে হেঁটে চলে গেল কিছু দূর



যাইবার কালে পেছন ফিরিয়া দেখিল মুখপান

মনকে শুধালাম যাব নাকি নিয়ে ভালোবাসার ফরমান?



নির্ভয়ে সেদিন গেলাম কাছে চাহিলাম মুখপানে

জিজ্ঞেস করলাম নাম কি তোমার? থাকো তুমি কোনখানে?



বলিল কাজী বাড়ির মেয়ে আমি কথা আমার নাম

মিষ্টি হেসে লাজুক চোখে বলিল আপনার কি কাম?



এইভাবেই কাটিয়া গেল মধুময় কিছু দিন

তাকে নিয়ে এই হৃদয়ে কিছু স্বপ্ন হয়ে উঠিল রঙিন



প্রতিদিনের মত আজিকেও আছি তার অপেক্ষায়

ঘন্টার পর ঘন্টা কেটে যায় তার দেখা নাহি পাই



তাকে দেখিতে না পেরে ব্যাথিত হৃদয়ে

বসিয়া বসিয়া ভাবিতে লাগিলাম পথের ধারে



কি হল তার? কোথায় গেল? নাকি অসুস্থ?

নানান প্রশ্ন নানান চিন্তা করিছে আমায় ব্যস্ত



বিকেল বেলা ছুটিয়া গেলাম সেই গাছের ছায়াতলে

চারিদিকে শুন্য হাহাকার তাহার দেখা নাহি মিলে



বুঝিলাম না মনটা আমার কেমন করিছে থাকি থাকি

ছুটে গেলাম তার বাড়ির পানে সবাইকে পিছু রাখি



কিভাবে লিখিব বাকি কথাগুলি, চলে গেছে সে বহুদূরে

জানিতে পারিলাম সে ভুগিতেছিল নাকি ক্যান্সারে



কি যেন একটা জীবন থেকে হারিয়ে গেল আজ

ইচ্ছে করছে তার কাছে যেতে মাথায় পরে মরণ বিষের তাজ



সেদিন রাতে ঘুমের পরী আসেনি’ক পাড়াতে ঘুম

চাঁদ মামাও আসেনি’ক কপোলে দিতে চুম



আনমনা হয়ে বসিয়া থাকিতাম সেই গাছটির ছায়াতলে

ঘাসগুলি সব ভিজিয়া যাইত আমারি চোখার জলে



সব সৃতিগুলি একসাথে হইয়া দিত আমায় ব্যাথা

ঘুরিয়া ফিরিতাম সারাদিন রাত বলিতাম না কোন কথা



হটাৎ একদিন একটি মেয়ে দিল আমায় একটা টুকরা কাগজের পাতা

লিখা ছিল সেথায় তিনটি শব্দ ও একটি নাম কথা !!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.