নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Freelance Blogger | Photographer | Contributor to @GettyImages | @HuffingtonPost | BG: O+(ve) Mail: [email protected]

রাজু রহমান

ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD

রাজু রহমান › বিস্তারিত পোস্টঃ

আমার বাস্তব জীবনের একটা ঘটনা শেয়ার করছি আজ...

০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৫

ছেলে এবং মেয়ে দুজনেরই শিক্ষার একটা ঘটনা। আশা করি এটা পড়ার পর সবাই সচেতন হবেন।



আমার স্কুল জীবনের বন্ধু আসিফ। এস.এস.সি পাশের পরে ঢাকায় ভালো কলেজে ভর্তি হতে না পেরে ওর গ্রামের বাড়ি পাবনা চলে যায়। তারপর থেকে বেশি যোগাযোগ হত না আমাদের।



তখন আমি নতুন কলেজে ভর্তি হই, প্রায় ৩ বছর আগের ঘটনা। হটাৎ একদিন আসিফ ফোন করে আমাকে বললঃ

"রাজু আমার খালাত বোন ঢাকায় যাচ্ছে তুই প্লীজ ওকে ষ্টেশন (ঢাকা বিমানবন্দর রেলওয়ে ষ্টেশন) থেকে তোর বাসায় নিয়ে যা, আমি ট্রেনে আছি, আসতে বিকেল হয়ে যাবে"।



কি আর করার, এতদিন পর বন্ধু ফোন করল আর তার বিপদে সাহায্য করব না? আমি আমার বন্ধু রাকিব কে সাথে নিয়ে গেলাম ষ্টেশনে এবং অপেক্ষা করতে থাকলাম। আসিফ ম্যাসেজে তার খালাত বোনের ফোন নাম্বার দিয়ে দিয়েছিল এবং ঐ মেয়েকেও আমার নাম্বার দিয়েছিল।



মেয়েটি ষ্টেশনে নেমে আমাকে ফোন করে, এবং একটু খোঁজাখুঁজি করেই আমরা মেয়েটিকে পেয়ে যাই। মেয়েটির হালকা বর্ণনা দিচ্ছিঃ



"মেয়েটি দেখতে মোটেও সুন্দর না। লম্বায় ৫ ফুট ৫ ইঞ্চি হবে, ছিপছাপ গড়ন, লম্বা চুল আর দুহাতে রাঙা মেহেদী ও হাত ভর্তি চুড়ি, পরনে ছিল একটা সাদাসিধে থ্রি -পিস, পায়ে লম্বা হাই হিল, গায়ের রং হালকা ফর্সা, মুখে হাসি কিন্তু চেহারায় গভীর ভয়ের ছাপ"



আমি আর আর রাকিব মেয়েটিকে নিয়ে আসছি আমার বাসায়, মেয়েটি বার বার আসিফের সাথে ফোনে কথা বলছিল। এর মাঝখানে আসিফ আমাকে ফোন দিয়ে বললঃ

"দোস্ত ওটা আমার খালাত বোন না, ওটা তোর ভাবি। ফোনে রিলেশন, ও ওর বাসা থেকে পালিয়ে চলে আসছে তুই প্লীজ তোর বাসায় একটু রাখ আমি আসছি" বলেই ফোনটা কেটে দিল।



আমার মাথায় বাজ পড়ে গেল এটা শুনে। আমি মেয়েটিকে জিজ্ঞেস করলামঃ কত দিনের রিলেশন তোমাদের? "৩ মাস" তুমি আসিফকে দেখেছ? "না, কিন্তু ওকে অনেক ভালোবাসি"



মেয়েটিকে বাসায় আনলাম। আমার আম্মুকে বলেই গিয়েছিলাম যে আসিফের খালাত বোনকে নিতে যাচ্ছি। পরে বাসায় এসে আর কিছুই বলি নি।



সন্ধা ৭ টা বেজে গেল কিন্তু আসিফের খবর নাই। হটাৎ ফোন করে বলল রাজু তুই ওকে ষ্টেশনে রেখে আয়, আমি আসছি। আমি আর রাকিব মেয়েটিকে নিয়ে যাবার জন্য বের হব এই সময় আমার আব্বু বলল আসিফকে ফোন করে বাসায় এসে মেয়েকে নিয়ে যেতে বল। ঠিক এই সময় আসিফের মায়ের ফোন আমার আম্মুর মোবাইলে, ফোন করেই কান্নাকাটি শুরু করে দিয়েছে আসিফের মা, আর বলল আমি আসিফকে অনেক কষ্টে আটকে রাখছি, আপনারা মেয়েকে যেখান থেকে নিয়ে আসছেন সেখানে রেখে আসেন দয়া করে। আসিফের রিলেশনের কথাও বলেছে আমার আম্মুকে।



এখন মেয়েটিকে নিয়ে তো আমরা চরম বিপদে পড়ে গেলাম। মেয়েটি বার বার বলছেঃ

"আমি আসিফের কাছে যাব, আসিফ ষ্টেশনে বসে আছে আমার জন্য, দয়া করে আমাকে ষ্টেশনে রেখে আসেন" বার বার সিঁড়ির কাছে ছুটে যাচ্ছিল মেয়েটি। আমার আম্মু হাতধরে টেনে বাসার মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন।



আব্বু, আম্মু, আমি, রাকিব আর আমার ছোট ভাই সবাই ভয়ে কি করব, কি বলব কিছুই বুঝছিলাম না। আশেপাশের ফ্ল্যাটের কেউ যদি জেনে ফেলে? তারা তো ভাববে হয়ত মেয়েটি আমার পেছনেই আসছে! সত্যি মান সন্মানের বিষয়! এদিকে মেয়েটি কান্নাকাটি শুরু করে দিয়েছে।



শেষ পর্যন্ত মেয়েটিকে বোঝাতেই পারলাম না কেউ যে, আসিফ এখনও তার মায়ের কাছেই। ও ঢাকা আসবে না। কিন্তু মেয়েটি মানতে রাজী না, তাই আব্বু বাধ্য হয়ে মেয়েটিকে নিয়ে ষ্টেশনে গেল এবং আধাঘণ্টা পর আবার মেয়েটিকে নিয়ে ফিরে এল।



মেয়েটি তার ভুল বুঝতে পেরে অনেক কান্না করছিল। আমাকে বার বার অনুরোধ করছিল আসিফের একটা ছবি দেখানোর জন্য। আমি আমার কম্পিউটার থেকে অনেক খুঁজে স্কুলের শিক্ষাসফরের একটা গ্রুপ ফটো থেকে আসিফকে দেখালাম। এই প্রথম মেয়েটি আসিফকে দেখল।



রাতে মেয়েটি আম্মুর সাথে ঘুমিয়েছিল এবং পরদিন সকালবেলা আব্বু মেয়েটিকে "মাওয়া ফেরি ঘাটের" একটা বাসে তুলে দেয়।



আমার সাথে যা যা ঘটতে পারতঃ--

১/ মেয়েটিকে দিয়ে আসিফ আমাকে ফাঁসাতে পারত।

২/ মেয়েটি যদি বলত আসিফ না, রাজু ই আমাকে ডেকে এনেছে ঢাকায়, তাহলে?

৩/ আশেপাশের সবাই যদি জেনে যেত, তাহলে কেউ বিশ্বাস করত না, সবাই ভাবত মেয়েটির প্রেমের সম্পর্ক আমার সাথেই।

৪/ আমার মা-বাবার এবং আমার পরিবারের সুনাম নষ্ট হত, কারও সামনে আমরা মুখ দেখাতে পারতাম না।।

৫/ মেয়েকে ধোঁকা দেয়ার জন্য আমাকে পুলিশে ধরত।



"এটাই আমার জীবনের সবথেকে ভয়ংকর ঘটনা, সেই ভয় কোনদিন ভোলার মত নয়"

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:১০

মুদ্‌দাকির বলেছেন: কত যে আসিফ আছে বাংলাদেশে , আহা........................!!!!!

২| ০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:৩০

জনাব মাহাবুব বলেছেন: আসলেই ভয়ংকর ঘটনা। এইরকম বিপদে যেন আল্লাহ পাক কাউকে না ফেলে। :( :(

মেয়েটির জন্য দুঃখ লাগলো। না জেনে, না শুনে মোবাইলে প্রেম করে হুট করে বাসা থেকে পালিয়ে এসে এইরকম বিপদে পড়ছে অনেক মেয়ে।

০২ রা জুলাই, ২০১৪ রাত ১০:১৩

রাজু রহমান বলেছেন: আপনি একদম ঠিক বলেছেন ভাই। অনেক ধন্যবাদ আপনার মন্তব্য করার জন্য। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.