নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Freelance Blogger | Photographer | Contributor to @GettyImages | @HuffingtonPost | BG: O+(ve) Mail: [email protected]

রাজু রহমান

ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD

রাজু রহমান › বিস্তারিত পোস্টঃ

কাফেলার উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকী

২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪২



কাফেলার উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকীর উপস্থাপনায় প্রতিদিন "কাফেলা" দেখতাম পরিবারের সবাই মিলে।



আমার আম্মু বলতেনঃ

"এই লোকটা যদি কষ্ট করে আরবের এত যায়গায় না যেত, তাহলে আমরা দেশে থেকে কিভাবে আরবের এই মহান জায়গা গুলো দেখতে পেতাম? কিভাবে নবী দের ঘরবাড়ি দেখতে পেতাম?"



আসলেই ভালো মানুষ বেশীদিন পৃথিবীতে থাকে না।



উনার মৃত্যুর খবর শুনে বার বার চোখের সামনে ভেসে আসছিল কাফেলায় সেই সিড়ি বেয়ে উপরে উঠার দৃশ্য। কি কষ্ট করেই না সিঁড়ি বেয়ে উঠতেন তিনি । বার বার বলতেন আহ আর পারছি না, বয়স হয়ে গিয়েছে তো। কিন্তু মুখ থেকে হাসি কখনও মুছে যেত না তার।



আজ তার সেই হাসিমাখা মুখখানি চোখের সামনে ভেসে উঠছে !!!



মোনাজাতের সময় কি কান্নায় না কাঁদতেন। তার সাথে টিভির সামনে বসে কতদিন মোনাজাত ধরেছি।



আল্লাহ উনাকে বেহেশতে নসীব করুন

আমীন !!!

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪৯

ইমামুল ইসলাম বলেছেন: আমিন..........

২| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫৯

ইনফা_অল বলেছেন: উইথ ডিঊ রেস্পেক্ট টু ইউ, নবীদের ঘড় বাড়ি দেখা কোন বরকতের কাজ নয়। যদি তাইই হয় তবে কুরআন হাদীসের রেফারেন্স দেন।

নূরুল ইসলাম ফারুকীর আলমে বরযখ কি হবে আল্লাহই ভাল যানেন।

জান্তে হবে বরযখ কী? বরযখ এবং আখেরাতের জীবন কি একই?

উত্তর: বরযখ শব্দের অর্থ অন্তরায় ও পৃথককারী। শরী‘আতের পরিভাষায় মৃত্যর পর হতে ক্বিয়ামত পর্যন্ত সময়কালকে বরযখ বলা হয়। এটা দুনিয়া ও আখেরাতের জীবনের মধ্যেকার প্রাচীর। আল্লাহ বলেন, তাদের সামনে পর্দা থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত (ম’ুমিনূন ১০০) ।

ক্বিয়ামতের পর থেকে আখেরাতের জীবন শুরু। যেহেতু আখেরাতই শেষ জীবন, তাই তাকে আখেরাত বা শেষদিবস বলা হয় (তাফসীর ত্বাবারী, বাক্বারাহ ৮ আয়াতের ব্যাখ্যা) । তারপর যার নেকী বেশি হবে সে যাবে জান্নাতে, আর যার গুনাহ বেশি হবে, সে যাবে জাহান্নামে (সুরা আল-ক্বারি‘আহ ৬-১১) ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৯

রাজু রহমান বলেছেন: ভাই রেফারেন্স পড়লাম ভালো লাগল।

আপনার প্রথম লাইনের উত্তর নিচের কমেন্টে রাজীব ভাই দিয়ে দিয়েছেন, একটু কষ্ট করে দেখে নিবেন।

ধন্যবাদ :)

৩| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪৩

রাজীব বলেছেন: উইথ ডিঊ রেস্পেক্ট টু ইউ, নবীদের ঘড় বাড়ি দেখা কোন বরকতের কাজ নয়।

খারাপ কাজও তো নয়। হিন্দি সিরিয়াল দেখার চেয়ে বা বাংলা টক শো দেখার চেয়ে তো ভালো।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৮

রাজু রহমান বলেছেন: বাহ চমৎকার প্রতিউত্তর.।

অসংখ্য ধন্যবাদ রাজীব ভাই।

ভালো থাকবেন :)

৪| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ২:২০

পাখির বাপ বলেছেন: আমিন

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৩

ইনফা_অল বলেছেন: রাজীব বলেছেন:......খারাপ কাজও তো নয়। হিন্দি সিরিয়াল দেখার চেয়ে বা বাংলা টক শো দেখার চেয়ে তো ভালো।

লেখক বলেছেন: আপনার প্রথম লাইনের উত্তর নিচের কমেন্টে রাজীব ভাই দিয়ে দিয়েছেন, একটু কষ্ট করে দেখে নিবেন।

হিন্দি সিরিয়াল দেখার চেয়ে বা বাংলা টক শো এবং নবীদের ঘর-বাড়ী দেখা ভাল কাজ। এটাই তো বলতে চাচ্ছেন আপনারা?

কিন্তু নবীদের ঘর-বাড়ী দেখা বরকতের কাজ নয়- এটাই হল আসল কথা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.