নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Freelance Blogger | Photographer | Contributor to @GettyImages | @HuffingtonPost | BG: O+(ve) Mail: [email protected]

রাজু রহমান

ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD

রাজু রহমান › বিস্তারিত পোস্টঃ

নাম রুপন্তি (ছদ্মনাম), থাকে চিটাগাং। ফেইসবুকে রিলেশন হয় ঢাকার একটি ছেলের সাথে।

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬

নাম রুপন্তি (ছদ্মনাম), থাকে চিটাগাং। ফেইসবুকে রিলেশন হয় ঢাকার একটি ছেলের সাথে।
রিলেশনের চলাকালীন সময়ে ছেলেটি যা যা বলেছে;

* তার বাবা একজন আর্কিটেক্ট। অর্থাৎ বড় বড় বিল্ডিংয়ের নকশা তৈরি করেন।
* সে North South University (NSU) এ MBA করছে।
* ঢাকায় তাদের নিজের বাড়ি ও গাড়ি আছে।

উল্লেখ্য যে, ফেইসবুকে শুরু হওয়া তাদের রিলেশনটি বিয়ে পর্যন্ত গড়ায়। বিয়ের পর মেয়েটি যখন চিটাগাং থেকে ঢাকায় আসে,তখন তার কাছে ঐ ছেলেটির সব মিথ্যাচার একের পর এক প্রকাশ পেতে থাকে।

* ছেলেটির বাবা বিল্ডিংয়ের একজন সামান্য কনট্রাক্টর।
* ছেলেটি একটি সাধারণ প্রায়ভেট বিশ্ববিদ্যালয়ে MBA পড়ছে।
* ঢাকায় নিজের বাড়ি তো দূরের কথা, প্রতিমাসে বাসা ভাড়া দিতেই তাদের হিমশিম খেতে হয়।

চিটাগাং এর সেই মেয়েটি ও তার পরিবার সবকিছু মেনে নেয়। মেয়েটি মুখ বুজে সংসার করতে থাকে, এবং তাদের একটা ছেলে সন্তানেরও জন্ম হয়। কিন্তু মিথ্যা দিয়ে যে সম্পর্কের ভিত গঠিত হয় তা কি আর কখনও চিরস্থায়ী হতে পারে?

বিয়ের পরেও ছেলেটি অনেক মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে পরে। নিজের একটা ছেলেসন্তান আছে তারপরেও সে একাধিক মেয়ের সাথে মেলামেশা করে। এমনকি সামান্য ব্যাপারে তার বউয়ের গায়ে হাত তুলে, ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে। দিনের পর দিন ছেলের মুখের দিকে তাকিয়ে নীরবে সংসার করে যায় মেয়েটি। কিন্তু আর কতদিন?

একসময় ছেলেকে নিয়ে পাড়ি জমায় চিটাগাং তার বাবার বাড়ি। বাবা-মায়ের শত অনিচ্ছা সত্ত্বেও ফেইসবুকে রিলেশন করে বিয়ের পরে সাথে একটা বাচ্চা নিয়ে যদি কোন মেয়ে বাবার বাড়ি যেয়ে উঠে, শুধুমাত্র সেই মেয়েটিই বুঝে পৃথিবীটা কেমন? বাবা-মার কথা বাদ'ই দিলাম।

বর্তমানে মেয়েটি পড়াশুনা শেষ করে চাকরি খুঁজে বেড়াচ্ছে।
(আমার ফ্রেন্ডলিস্টের একটি মেয়ের বাস্তব জীবনকাহিনী)

"কর্পোরেট ভালোবাসা" পেইজের এডমিন হওয়ার পরে এমন অনেক ছেলে-মেয়ের সাথে পরিচয় হয় এবং তারা তাদের জীবনের গল্প তুলে ধরে আমার কাছে। আরও অনেক বাস্তব ঘটনা আমি সবার সাথে শেয়ার করতে চাই, যেন তারা যে ভুল করেছে অন্যকেউ তা না করে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৭

অবাক ভালবাসা বলেছেন: দুঃখজনক হলেও এটাই বাস্তবতা আর বর্তমান ফেবু প্রেম :/

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১১

রাজু রহমান বলেছেন: সহমত পোষণ করছি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.