নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Freelance Blogger | Photographer | Contributor to @GettyImages | @HuffingtonPost | BG: O+(ve) Mail: [email protected]

রাজু রহমান

ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD

রাজু রহমান › বিস্তারিত পোস্টঃ

একটি গ্রাম্য মেয়ে ও একটি শহুরে মেয়ের দৈনিক রুটিন...

১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৬

একটি গ্রাম্য মেয়ের দৈনিক রুটিন...



ভোর পাঁচটায়; ঘুম থেকে উঠে ঘরবাড়ি, উঠান, বাড়ির বাহিরে ঝাড়ু দিয়ে হাঁস-মুরগীর খোপ খুলে সেগুলোকে খেতে দেয়া।



সকাল সাতটায়; গোসল করে, চুলে তেল দিয়ে, দুপাশে দুটো বেণী করে, বুকের সাথে ২-৪ টা বইখাতা চেপে ধরে গ্রামের এঁকেবেঁকে সরু মেঠোপথ দিয়ে হেঁটেহেঁটে স্কুলে। কলেজে যাওয়া।



দুপুর বারটায়; স্কুল থেকে এসে, থালা-বাসন পরিষ্কার করে মাটিতে মাদুর বিছিয়ে সবাইকে খাবার বেড়ে দেয়, খাওয়া শেষে আবার থালা-বাসন পরিষ্কার করা।



বিকেল তিনটায়; ছাগলের দড়ি ধরে সবুজ ঘাসে আবৃত জমির আইল দিতে হেঁটে হেঁটে বিলে ছাগলকে ঘাস খাওয়ানো। ছাগল ঘাস খেতে থাকে আর মেয়েটি পাখির ডানা ঝাপটানোর মত দুহাত আকাশে তুলে সবুজ গালিচার উপর দৌড়ে বেড়ায়। মাঝেমাঝে পাশের জমিতে কাজ করা রহিমের ছেলের দিকে তাকিয়ে নিজের অজান্তেই হেসে উঠে।



সন্ধ্যা ছয়টায়; হাঁস-মুরগী খোপে তুলে, হারিকেন জ্বালিয়ে, আঙ্গিনায় মাদুর বিছিয়ে পড়তে বসে। এদিকে পড়ার ফাঁকেফাঁকে চুলায় জ্বাল দিয়ে আসে, ছোট ভাইবোন থাকলে তাদেরকে দেখে আসে। মায়ের হাতের কাজ করে, বাবার কাজে সাহায্য করে। এভাবে রাত আটটা/ নয়টা পর্যন্ত পড়ার পর ঘুমিয়ে পড়ে।



একটি শহুরে মেয়ের দৈনিক রুটিন...



সকাল এগারটায়; ঘুম থেকে উঠে কফি/ চা পান করে বাসার মধ্যে কিছুক্ষণ ঘোরাফেরা করে আয়নার সামনে দাঁড়িয়ে থাকা। আর যাদের স্কুল/ কলেজ আছে তারা সকাল সাতটায় ঘুম থেকে উঠে গোসল করে, চোখে কাজল, আইলাইনার, মাশকারা, মুখে ফেইস পাউডার, দামী বডি স্প্রে, ব্র্যান্ডের জুতা পায়ে দিয়ে ৫ মিনিটের রাস্তা রিকশায় চড়ে স্কুলে/ কলেজে যাওয়া।



দুপুর বারটায়; স্কুল থেকে এসে, ড্রেস পরেই বিছানায় শুয়ে, হাতে দামী মোবাইল নিয়েই ফেইসবুকে ঢুকা। বিছানায় উবু হয়ে শুয়ে দুই'পা নাচাতে নাচাতে ফেইসবুক ব্রাউজিং করবে আর মাঝেমাঝে মুচকি মুচকি হাসবে। এদিকে মা চিল্লাবে সাথে মেয়েটিও চিল্লাবে এবং অনির্দিষ্ট কালের জন্য চলতে থাকবে আদরের দুলালীর চিল্লাচিল্লি।



বিকেল তিনটায়; কোচিং এ যাবে। একটা ক্লাস করে হাজিরা দিয়েই রিকশা করে চলে যাবে বন্ধুবান্ধবের সাথে ফুসকা/ চটপটি/ আইসক্রিম খেতে। এভাবে ঘুরেঘুরে সন্ধ্যা ছয়টা/ সাতটায় বাসায় আসবে।



সন্ধ্যা ছয়টায়; এসেই বিছানায় শুয়ে পড়বে। মা একগ্লাস দুধে হরলিক্স মিশিয়ে জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন, আর বলবেন "ইশ আমার বেবীটার কত্ত কষ্ট হয়েছে, টেক রেস্ট বেবী ইয়ু উইল ফিল রিলেক্সড"



রাত আটটায়; বুকের উপর বই নিয়ে দু' পা দুলিয়ে দুলিয়ে বইয়ের ভেতর মোবাইলে ফেইসবুক ব্রাইজ করতে থাকবে। মাকে দেখার সাথেসাথেই সেটা সযত্নে লুকিয়ে ফেলবে। এভাবে এগারটা/ বারোটা পর্যন্ত পড়ার অভিনয় করে, "গুড নাইট মম" বলে দরজা লাগিয়ে সারারাত ফোনে কথা বলবে। ভোর তিনটা পর্যন্ত কথা বলে ঘুমিয়ে পড়বে।



বিঃদ্রঃ ব্লগার রাজুর এই স্ট্যাটাস ম্যাক্সিমাম মেয়েদের জন্য প্রযোজ্য। আমি আবারও বাংলায় রিপিট করছি "বেশিরভাগ মেয়েদের জন্য প্রযোজ্য"। অযথা কমেন্টে হৈহুল্লোড় করে ব্লগের পরিবেশ নষ্ট না করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৫

সুস্মিতা গুপ্তা বলেছেন: অযথা কমেন্টে হৈহুল্লোড় করে ফেইসবুকের পরিবেশ নষ্ট না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। :|

১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫০

রাজু রহমান বলেছেন: ওপ্স, আসলে স্ট্যাটাস টা এডিট করা হয় নি, সরাসরি আমার ওয়াল থেকে তুলে দিলাম,

এখনই এডিট করে দিচ্ছি :)

ধন্যবাদ আপনাকে

২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫১

আরজু পনি বলেছেন:

=p~ =p~


সুস্মিতা গুপ্তা বলেছেন: অযথা কমেন্টে হৈহুল্লোড় করে ফেইসবুকের পরিবেশ নষ্ট না করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৬

আরজু পনি বলেছেন:

:|

আমি কিন্তু ফেসবুকে শেয়ার দিয়ে দিয়েছি ।

আর আমার সামনের ক্লাসে আমার প্রশিক্ষণার্থীদের গ্রুপ ওয়ার্ক দিব গ্রামের আর শহরের মেয়েদের সারাদিনের কাজের তুলনামূলক চিত্র ।
দেখা যাক তারা কী লেখে ।

১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

রাজু রহমান বলেছেন: ধন্যবাদ ভাই। কি ফিডব্যাক পান অবশ্যই আমাকে জানাবেন :)

আইডিঃ Click This Link

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৮

রাজিব বলেছেন: রাত ৩ টা পর্যন্ত মোবাইল ফোনে কথা বলে আবার সকাল ৭ টার সময় স্কুল। বলতেই হবে শহরের মেয়েদের স্ট্যামিনা অসাধারণ।

১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

রাজু রহমান বলেছেন: হাহাহাহা যথার্থ বলেছেন রাজিব ভাই

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১২

তোজি বলেছেন: আপনার লেখাটির সাথে একশত ভাগ সহমত

১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

রাজু রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই :)

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১১

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: ভাল লিখছেন।

১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

রাজু রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই :)

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ঠিকই কইছেন।

১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

রাজু রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই :)

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন

১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

রাজু রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে বোন :)

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৮

সোহেল মাহমুদ বলেছেন:
সুন্দর বিশ্লেষন।+++

ফেবুতে আরজুপনি আপুর শেয়ার দেখে কমেন্ট করতে এলাম। :)

১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

রাজু রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই :)

আপনাদের শেয়ারের লিংক যদি পেতাম ভালো লাগত?

আইডিঃ Click This Link

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪০

মাছুম আহ্‌মেদ বলেছেন: গ্রামের মেয়েগুলাও আজকাল কম যায় নাহ্।

১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

রাজু রহমান বলেছেন: হ্যাঁ, তবে তারা এখনও শহরের মেয়েদের ছাড়িয়ে যেতে পারে নি, পারবেও না :)

গ্রামের সেই ন্যাচারাল গুণাবলী অনেক মেয়ের মাঝেই লক্ষ্য করা যায়।

ধন্যবাদ আপনাকে মাছুম ভাই :)

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: রাজিব বলেছেন: রাত ৩ টা পর্যন্ত মোবাইল ফোনে কথা বলে আবার সকাল ৭ টার সময় স্কুল। বলতেই হবে শহরের মেয়েদের স্ট্যামিনা অসাধারণ।

হা হা হা!
একমত।
রাজিব ভাই এর সাথে এবং আপনার লেখার সাথে।

১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১১

রাজু রহমান বলেছেন: ধন্যবাদ ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.