নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Freelance Blogger | Photographer | Contributor to @GettyImages | @HuffingtonPost | BG: O+(ve) Mail: [email protected]

রাজু রহমান

ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD

রাজু রহমান › বিস্তারিত পোস্টঃ

প্রথম চ্যাট তাই তার পরিবারে কে কে আছে ...

১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

এই প্রথম একটা মেয়ে আমাকে 'Touch' করল... .

সেদিন চ্যাট করছিলাম একটা মেয়ের সাথে।
প্রথম চ্যাট তাই তার পরিবারে কে কে আছে সেটা জানতে চাইলাম।

উত্তরে সে বলল...
" আমার মা, ছোট বোন ও একটা ছোট ভাই এবং আমি"
আমি জিজ্ঞেস করলাম, "আপনার বাবা?"

উত্তরে সে বলল...
"জানেন আমার বাবা অনেক আগেই মারা গিয়েছে। আমি দেখতে একদম আমার বাবার মত। যখন আমার বাবার কথা মনে পড়ে, বাবার ছবি দেখার প্রয়োজন হয় না। আমি নিজেকে আয়নায় দেখি এবং আমার মুখের মধ্যে আমার বাবার প্রতিচ্ছবি ভেসে উঠে, আই লাভ ইউ বাবা। কিন্তু এই কথাটা কোনদিন তোমাকে বলা হয় নি- আমি সত্যি তোমাকে খুব খুববব মিস করি বাবা।"
---------------------------------------------

অনেকেই বলে;
- আমি আমার বাবা-মা'কে ভীষণ ভালোবাসি। কিন্তু মুখ ফুটে কখনও বলা হয় নি।
- আমার আগে যেন কোনদিন আমার বাবা-মা'র মৃত্যু না হয়, তাহলে আমি মরেই যাব।

যদিও...
"বাবা-মা'কে "ভালোবাসি" বলার জন্য কোন উপলক্ষ প্রয়োজন পড়ে না, যে কোন সময় পা ছুঁয়ে বলে দেয়া যায়; "বাবা/ মা তোমাকে অনেক ভালোবাসি, দোয়া কর যেন সারাজীবন তোমাদের মনের মত করে চলতে পারি"

তবুও...
আমি কিছু উপাই বলে দিচ্ছি, এভাবে বাবা-মা'কে ভালোবাসি বলতে কারও লজ্জাবোধ হবে না।

- প্রতিদিন বাসার বারিরে যাওয়ার সময় মায়ের পা ছুঁয়ে সালাম করে যাওয়া।
- বাসায় ফিরেই মাকে/ বাবা'কে সালাম দেয়া এবং কেমন আছেন জিজ্ঞেস করা।
- "তোমাকে অনেক ভালোবাসি মা/ বাবা" কাগজে লিখে টেবিলের উপর রেখে যাওয়া।

পরিশেষে...
"রাব্বীর হামহুমা কামা রাব্বাইয়ানী সাগীরা"
বাংলা অর্থঃ হে পালনকর্তা, তাদের (মা-বাবা) উভয়ের প্রতি রহম কর, যেমনিভাবে তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।
(সুরা বনি ইসরাইল, আয়াত-২৪)

এই দোয়াটা সবসময় পড়া।
আল্লাহ্‌ আমাদের সবার বাবা-মা'কে সুস্থ রাখুন এবং অনন্তকাল হায়াত দান করুন।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৩

তামান্না তাবাসসুম বলেছেন: ভাল লাগল :)

১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৮

রাজু রহমান বলেছেন: ধন্যবাদ আপনাকে তামান্না :)

২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩১

মুহাম্মদ তৌহিদ বলেছেন: রাব্বীর হামহুমা কামা রাব্বাইয়ানী সাগীরা

১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৯

রাজু রহমান বলেছেন: আল্লাহ্‌ আমাদের সবার বাবা-মা'কে সুস্থ রাখুন এবং অনন্তকাল হায়াত দান করুন।

আমীন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.