নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Freelance Blogger | Photographer | Contributor to @GettyImages | @HuffingtonPost | BG: O+(ve) Mail: [email protected]

রাজু রহমান

ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD

রাজু রহমান › বিস্তারিত পোস্টঃ

"ভালো" কিছু হচ্ছে "সন্দেশের মত মিষ্টি" আর খারাপ কোনকিছু হচ্ছে "নিমপাতার মত তিতা।"

২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৭

প্রতিটা মানুষের "খারাপ" হওয়ার পেছনে কোন না কোন কারণ থাকে। ঠিক তেমনি প্রতিটা মানুষের "ভালো" হওয়ার পেছনেও কোন না কোন কারণ থাকে।

আমরা "ভালো" মানুষের, সৎ মানুষের গল্প শুনি। সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করি। তাদেরকে আমাদের আদর্শ মনে করি।

কেননা "ভালো" কিছু হচ্ছে "সন্দেশের মত মিষ্টি" আর খারাপ কোনকিছু হচ্ছে "নিমপাতার মত তিতা।" এখন একজনের সামনে যদি পাশাপাশি "সন্দেশের হাড়ি" আর "নিমপাতার রসের হাড়ি" রাখা হয়, তাহলে সে কোনটা আগে খাবে?

"সন্দেশের হাড়িতে" হাত না দিয়ে "নিমপাতার রসের হাড়িতে" হাত দিন। "খারাপ" মানুষের "খারাপ" হওয়ার পেছনের গল্পগুলো জানার চেষ্টা করুন। হয়ত যে "খারাপ" হয়ে গিয়েছে তাকে "খারাপ" পথ থেকে ফেরাতে পারবেন না, কিন্তু কেউ একজন সেই "খারাপের" পথে হাঁটছে তাকে তো আটকাটে পারবেন?

এবং এটা অনেক বেশি জরুরী
"নিমপাতার রসের হাড়িতে" হাত দেয়ার মত সাহস কি কারও নাই?

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১০

নিলু বলেছেন: অনেকেই দেয় বলে মনে হয়

২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৬

রাজু রহমান বলেছেন: হ্যাঁ আপনার সাথে একমত :)

২| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৭

খেলাঘর বলেছেন:

আসলে নিমপাতা সন্দেশ থেকে অনেক ভালো; লেখাটা তেমন ওজন বহন করছে না।

২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৭

রাজু রহমান বলেছেন: মিষ্টি-তিতা = ভালো-মন্দ

আসলে এই পার্থক্য বোঝাতে চেয়েছি।

নিমপাতা যে উপকারী এটা আমিও জানি।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৫

শায়মা বলেছেন: এত কঠিন কথা !!:(


বুঝলাম না ভাইয়া!!!:(

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৯

রাজু রহমান বলেছেন: আবারও পড়ুন ;)

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৫

সেলিম আনোয়ার বলেছেন: দূর্দান্ত শিরোনাম । +

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৯

রাজু রহমান বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১০

অন্তর চৌধুরী বলেছেন: পৃথিবীতে ভাল ও সৎ হয়ে বাচঁতে গেলে,প্রতিনিয়ত সংগ্রাম করে বাচঁতে হয়। জম্ম গ্রহনের পর প্রতিটা মানুষই ভাল মানুষ হিসাবে জম্ম গ্রহন করে,কিন্তু পরবর্তীতে সে খারাপ মানুষ হয়।সুতরাং অবশ্যই সেই খারাপ হওয়ার উৎপত্তির স্থানটা আমাদের খুজে বের করতে হবে।



সুন্দর ও ভালই লিখছেন,,,ধন্যবাদ।

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪০

রাজু রহমান বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করেছেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.