নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Freelance Blogger | Photographer | Contributor to @GettyImages | @HuffingtonPost | BG: O+(ve) Mail: [email protected]

রাজু রহমান

ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD

রাজু রহমান › বিস্তারিত পোস্টঃ

রুপন্তি আড়চোখে সেই ছেলেটির দিকে দেখছিল

০৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:০০

চট্টগ্রাম যাওয়ার জন্য ট্রেনে বসে আছে “রুপন্তি” তার ঠিক সামনেই একটা সুদর্শন ছেলে বসা। রুপন্তি আড়চোখে সেই ছেলেটির দিকে দেখছিল। এমন সময় একটা ভিক্ষুক এসে ছেলেটির কাছে হাত পেতে বলল “ভাইজান পাঁচট্যা ট্যাকা ভিক্ষা দ্যান ভাইজান”। ছেলেটি কিছুক্ষণ চুপ করে থেকে বলল; “তুমি ভিক্ষা কর কেন? কাজ করে খেতে পার না?” ভিক্ষুকটা বলল; “ভাইজান কাম কই পামু? কাম পাইলে কি আর ভিক্ষা করতাম?”। ছেলেটি বলল; “আচ্ছা আমি যদি তোমাকে কাজ দেই তুমি করবে?”

রুপন্তি বিস্ময়ে তাকিয়ে থেকে তাদের কথা শুনছিল। ছেলেটি ট্রেন থেকে নেমে গিয়ে সামনের দোকান থেকে ৫০০ টাকা দিয়ে কিছু ম্যাগাজিন ও খবরের কাগজ কিনে দিল ঐ ভিক্ষুকটাকে।

ভিক্ষুক বলল; “ভাইজান আমি ৫ ট্যাকা ভিক্ষা চাইলাম আপনে দিলেন না, আর অহন আমারে ৫০০ ট্যাকার জিনিষ কিন্না দিলেন?”।
ছেলেটি বলল; “উঁহু আমি একেবারে তোমাকে টাকা টা দেই নি, তুমি এইগুলো বিক্রি করে তোমার লাভের অংশ রেখে বাকি টাকা আমাকে ফেরত দিবে। আর বিক্রি করার সময় কিছু টাকা চেয়ে নিবে। খুশি হয়ে যে যা দেয় সেটাই নিবে”।

রেললাইনে দুর্ঘটনাজনিত কারণে ট্রেনটি ষ্টেশনেই থেমে ছিল। ঠিক দু’ঘণ্টা পর ঐ ভিক্ষুকটি ৭০০ টাকা নিয়ে ফিরে আসল। ছেলেটিকে ৫০০ টাকা ফেরত দিতে চাইল কিন্তু ছেলেটি বলল; “এটা তোমার কাছেই রেখে দাও, এই টাকা দিয়ে আরও ম্যাগাজিন ও খবরের কাগজ কিনে সেগুলো বিক্রি কর এবং এভাবে লাভের টাকা জমিয়ে একটা দোকান দাও”।

ভিক্ষুকটার দুচোখ বেয়ে অঝরে জল ঝরতে লাগল, কাঁদতে কাঁদতে সে বলল; “ভাইজান আপনে মানুষ না ফেরেশতা, আল্লাহ্‌ আপনের ভালা করুক ভাইজান”।

রুপন্তি বিস্ময়ে অবাক হয়ে সবকিছু দেখছিল। মাত্র দু’ঘন্টা আগে যে ছেলেটি ভিক্ষা করত তাকে কিভাবে পাকা ব্যবসায়ী বানিয়ে দিল এই অসাধারণ ছেলেটি। মুহূর্তেই ছেলেটির প্রেমে পড়ে গেল "রুপন্তি"।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:০২

শায়মা বলেছেন: তারপর?

০৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৪

রাজু রহমান বলেছেন: তারপর সমাপ্ত :D

২| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৯

ফা হিম বলেছেন: ইন্টারেস্টিং গল্প, কিন্তু......হটাৎ করেই শ্যাষ !!

০৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৩

রাজু রহমান বলেছেন: ছোট গল্প ;)

৩| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৭

জেনারেশন সুপারস্টার বলেছেন: সুন্দর হ্যান্ডসাম ছেলেদের মন ফেরেশতার মত হয়।

৪| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:১১

শতদ্রু একটি নদী... বলেছেন: উপরের কমেন্টের প্রতিবাদ জানাচ্ছি। আমরা কি তাইলে দাঁড় কাক?

০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪৩

রাজু রহমান বলেছেন: ভালো বলেছেন :D

৫| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৬

মনিরা সুলতানা বলেছেন: ভালো ছেলে
আর লক্ষি মেয়ে :)

০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪৩

রাজু রহমান বলেছেন: লক্ষি প্রেম কাহিনী ;)

৬| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৯

জেনারেশন সুপারস্টার বলেছেন: চার নম্বর কমেন্টকারীকে বলছি, ঠিক ধরেছেন।

মানুষের মনের সৌন্দর্য ও কদর্য না হলেও অন্তত মনের মাহাত্য,বিশালত্বের উপর তার চেহারার প্রভাব থাকে।

০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪২

রাজু রহমান বলেছেন: যথার্থ বলেছেন :)

৭| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৬

তানভীরএফওয়ান বলেছেন: হ্যান্ডসাম ছেলেদের মন sometime ugly

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.