নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Freelance Blogger | Photographer | Contributor to @GettyImages | @HuffingtonPost | BG: O+(ve) Mail: [email protected]

রাজু রহমান

ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD

রাজু রহমান › বিস্তারিত পোস্টঃ

কোন কিছু করার স্বপ্ন থাকলে প্ল্যাটফর্ম খোঁজার অপেক্ষায় থেকো না

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫২

অনেকের অনেক কিছু করার স্বপ্ন থাকে। কিন্তু সেটা বাস্তবায়ন করার সাহস পায় না। কেউ আবার প্ল্যাটফর্ম পায় না। আবার কেউ কেউ ভালো একটা প্ল্যাটফর্ম খুঁজতে খুঁজতে সারা জীবনই পার করে দেয়।

একটা কথা মনে রাখবে। কোন কিছু করার স্বপ্ন থাকলে প্ল্যাটফর্ম খোঁজার অপেক্ষায় না থেকে নিজেকেই সেটার পেছনে ছুটে চলতে হয়। দেখবে প্ল্যাটফর্মই তোমাকে তোমার যোগ্যতা অনুযায়ী খুঁজে নিচ্ছে, তোমাকে প্ল্যাটফর্ম খোঁজার জন্য জীবন পার করে দিতে হবে না।

একা করা সম্ভব না! এমন কথা অনেকেই বলে থাকে। ধর তুমি শাহবাগ যাবে, ঢাকা শহরে নতুন, তুমি কিছুই চেন না। একা সম্ভব না তাই বন্ধুদের ফোন করলে, কিন্তু সবাই খুব ব্যস্ত। এখন কি তুমি কি শাহবাগ যাবে না? তোমার কাজ কি অসামাপ্ত থাকবে?

একাই বেরিয়ে পড় না। একদিন বনানী ও মহাখালী পর্যন্ত যাও। পরেরদিন পুরান এয়ারপোর্ট ও ফার্মগেট পর্যন্ত যাও। এর পরেরদিন কাওরান বাজার হয়ে বাংলামটর যাও। এভাবে তুমি ঠিকই শাহবাগ পৌঁছে যাবে।

জীবনের চলার পথগুলো ঠিক এমনই। কারও জন্য অপেক্ষা না করে, প্ল্যাটফর্ম না খুঁজে নিজেই নেমে পড়। দেখবা তোমার গন্তব্যস্থলে একদিন তুমি ঠিকই পৌঁছে গেছো।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০০

মুসাফির নামা বলেছেন: অনেক অনেক দামী কথা।

২| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১৭

রায়হানুল এফ রাজ বলেছেন: মূল্যবান উপদেশের জন্য ধন্যবাদ।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.