নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিটল রাইটার এবং জার্নালিস্ট

মোঃ রাকিব খান

লিটল রাইটার এবং জার্নালিস্ট

মোঃ রাকিব খান › বিস্তারিত পোস্টঃ

ধারাবাহিক গোয়েন্দা উপন্যাস : নিখোঁজ বিমান রহস্য(পর্ব : ২)

০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫০

.....বিমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইন্ঞ্জিনিয়াররা দাবি করছেন বিমানটির যান্ত্রিক ত্রুটি হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। কারণ ইন্ঞ্জিনিয়াররা বেশ ভালোভাবেই খুঁটিয়ে খুঁটিয়ে পরিক্ষা -নিরীক্ষা করেছিলেন। তাদের চোখে কোনো ত্রুটি ধরা পড়েনি। আর এ বিমানটি সাধারণ লোকজনের জন্য ব্যবহার করা হত না। এর অবকাঠামোও বেশ উন্নতমানের। ড. ইমরুল হাঁটতে হাঁটতে দেখতে পেল প্রতিটি রাস্তায়ই সামরিক বাহিনীর সদস্যরা সক্রিয় হয়ে পড়েছে। তার সামনের রাস্তা বরাবর কয়েকটি আর্মি কার চেঁচাতে চেঁচাতে চোখের পলক পড়তে না পড়তেই অদৃশ্য হয়ে গেল! ড. ইমরুল আজ মর্নিং ওয়াকে বেশি সময় দিতে পারলেন না। মনের মাঝে চাঁপা অস্থিরতা অনুভব করলেন তিনি। পরিস্থিতি খুব সুবিধার না হওয়ায় আজ তাড়াতাড়ি বাসায় ফিরে এলেন।

বসবার কক্ষে রেমেজ টিভি সংবাদ দেখছিলেন, হাতে ক্রিমিনোলজি বিষয়ক একটি বই। ড. ইমরুলও তার সাথে যোগদান করল। রেমেজ(গোয়েন্দা) নিরুত্তাপ স্বরে জিজ্ঞেস করল, 'রাস্তার টহলদারদের উপস্থিতি ভাল লাগলো না বুঝি?'
'হ্যাঁ, তা তো বটেই।এমন একটি অভূতপূর্ব ঘটনা ঘটায় তাঁরা চুপ করে থাকবে কি করে? '
' সমস্যার কেন্দ্রবিন্দুর দিকেই বেশি নজর দেওয়া উচিৎ। '
' বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন ধরণের তথ্য পাওয়া যাচ্ছে, কিন্তু কোনোটাই তো নির্ভরযোগ্য বলে মনে হচ্ছে না। '
' ঠিক বলেছেন। রহস্যের জটটা একটু জটিল বলেই মনে হচ্ছে। তবে আশা করি তা সমাধানযোগ্য। '
' আপনার হাতের বইটি কি একটু দেখতে পারি? '
' অবশ্যই। এই নিন। '
' আরে এ যে দেখছি আপনারই লেখা বই! মনে হয় না বাজারে এর চেয়ে ভাল তথ্যসমৃদ্ধ বই খুঁজে পাওয়া যাবে। '
' তা বলতে পারছি না। তবে এখনও দেখি নি। বইটায় আমার নিজের অভিজ্ঞতালব্ধ জ্ঞান,তথ্য, সূত্র উপস্থাপন করেছি। '
' এতেই তো অনেকের ভিরমী খাওয়ার উপক্রম দেখলাম। বিভিন্ন ম্যাগাজিন,পত্র-পত্রিকায় বেশ জোড়ালো আলোচনাও হল। '
' সংবাদ পত্রেও বিভিন্ন আজগুবি তথ্য উপস্থাপন করা হচ্ছে। কর্তৃপক্ষ যখন যেটা পাচ্ছে তখন সেটাই বুলি আউড়ে যাচ্ছে। সবাই গোলক ধাঁধাঁর মধ্যে ঘুরপাক খাচ্ছে। দেখুন, ব্যাপারটা কেমন জগাখিচুঁড়ি পাকিয়ে যাচ্ছে। ক্রমেই নানান জল্পনা -কল্পনার বিস্তার ঘটছে। '
' প্রধানমন্ত্রী নিখোঁজ, সুতরাং এমন পরিস্থিতির সৃষ্টি হওয়াটা অস্বাভাবিক কিছু না। '
' তা বটে। শুধু কি আমাদের প্রধানমন্ত্রী? চল্লিশজন লোক ছিল বিমানটিতে।তাদের মধ্যে একজন মার্কিন সেলিব্রেটি, দক্ষিণ আফ্রিকার স্বনামধন্য একজন ক্রিকেটারও ছিল। এছাড়া যাত্রীদের সবাই বেশ অবস্থাপন্ন পরিবারের লোক। আর একটু ঘাটাঘাটি করলে আরো কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তির নাম ও উঠে আসে। বাংলাদেশের তরুণ গবেষক ড. মাহমুদ, উদ্যোক্তা সাজিদ আলম, সাবেক মিস ওয়ার্ল্ড পদক প্রাপ্ত মিমি আফরোজ তাদের মধ্যে অন্যতম। '

টিভির পর্দায় দেখা যাচ্ছে স্বজনহারা মানুষগুলোর বেদনাবিধুর কান্নার দৃশ্য।...........চলবে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.