নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিটল রাইটার এবং জার্নালিস্ট

মোঃ রাকিব খান

লিটল রাইটার এবং জার্নালিস্ট

মোঃ রাকিব খান › বিস্তারিত পোস্টঃ

ধারাবাহিক গোয়েন্দা উপন্যাস : নিখোঁজ বিমান রহস্য( পর্ব : ৩)

০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৫৮


অনেকেই এয়ারপোর্টে জড়ো হয়েছে। কেউ কেউ প্রলাপ বকে চলেছে। তাদের এ অবর্ণনীয় দুঃখ -দুর্দশা দেখে যেকোনো কঠিন হৃদয়ের লোকের অন্তরও কেঁপে ওঠে। ইতিমধ্যে শুরু হয়েছে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা। মার্কিন সরকারও এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। এমনকি অনুসন্ধান কার্যে সহায়তার আশ্বাসও দিয়েছেন। জাতিসংঘ ও ও.আই.সি অনুসন্ধান কাজে অংশগ্রহণ করেছে। দেখা যাচ্ছে বেশ কিছু তন্ত্র -মন্ত্রবিদেরও আবির্ভাব ঘটেছে। সাধারণ মানুষ যারা ঝাড় -ফুকে বিশ্বাসী তারা অনেকেই তন্ত্র -মন্ত্রবিদদের শরণাপন্ন হয়েছে। তারাও তাদের নানান অদ্ভুত কেরামতিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারী গোয়েন্দাদেরও এবার মাথার ঘাম পায়ে পড়তে শুরু করেছে। দেশ -বিদেশের বেশ কিছু গোয়েন্দা সংগঠনকেও আহ্বান জানানো হয়েছে।

আতিক সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ঢু মেরে চলেছে। ফেসবুক, টুইটারসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতেও ব্যাপক তোলপাড় চলছে। অনেকে হারানো স্বজনদের ছবি, ভিডিও আপলোড করে হা - হুতাশ করছে।
রেমেজ ড. ইমরুলকে বলল, 'মনে হচ্ছে আমারও যেকোনো সময় ডাক পড়তে পারে। যদিও এখন পর্যন্ত কোনো ইঙ্গিত পাইনি। '
' আমারও তাই মনে হচ্ছে। ব্যাপারটা নেহাৎ তুচ্ছ নয়। আজকের পত্রিকাটি দেখেছেন? '
'হ্যাঁ। আজগুবি তথ্যে কলামের পর কলাম ভরপুর। যা মনে হচ্ছে তাই উগলে দিচ্ছে। '
'কিছু তো সত্যও হতে পারে। '
' তা বটে, অস্বীকার করছি না। এ সময় কলাম লেখকদের পসার বেড়ে যায়। নানাবিধ অত্যাশ্চর্য তথ্য সম্বলিত কলাম লিখে অনেকে পকেট ভারী করে খ্যাতির শীর্ষে আরোহন করে। অন্ধকারে ঢিল ছু্ঁড়ে মানুষকে বিভ্রান্ত করে লাভ কি? '
' যেকোনো পত্রিকা অফিসই তো তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য সংগৃহিত অত্যাশ্চর্য তথ্যগুলো প্রচার করবেই। তাদের প্রধান কাজই হলো প্রচার করা। '

হঠাৎ রেমেজের ফোন বেঁজে উঠল। আতিক ফোনটা রেমেজের হাতে তুলে দিল। কল রিসিভ করতেই গম্ভীর একটা পুরুষকণ্ঠ সসম্মানে বলল, 'মি. রাফিন রেমেজ বলছেন? '
' হ্যাঁ। '
' বাংলাদেশ জাতীয় গোয়েন্দা সংস্থা প্রধান মনসূর আলী বলছি। গতকালের ঘটনা আপনার অবগত আছে নিশ্চয়। এক্ষেত্রে আমরা আপনার সহায়তা কামনা করছি। আশা করি আপনি আমাদের নিরাশ করবেন না। আপনাকে অবশ্য আরো আগেই বলা উচিৎ ছিল। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। '
' ঠিক আছে, আমি রাজি। '
'তাহলে আর দেরী নয়, আপনার জন্য এক্ষুনি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। আপনি প্রস্তুত থাকুন।'
' হুম। '

বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে। দুর্যোগময় আবহাওয়ার মধ্যেও কয়েকটি বিশেষ ধরনের যুদ্ধবিমানকে এদিক- সেদিক ছুটোছুটি করতে দেখা গেল।

.....চলবে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.