নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিটল রাইটার এবং জার্নালিস্ট

মোঃ রাকিব খান

লিটল রাইটার এবং জার্নালিস্ট

মোঃ রাকিব খান › বিস্তারিত পোস্টঃ

ধারাবাহিক গোয়েন্দা উপন্যাস : নিখোঁজ বিমান রহস্য (পর্ব :৪)

১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১২:০৪


কিছুক্ষণের মধ্যেই একটি সামরিক প্রাইভেটকার এসে গেটের সামনে কড়া নাড়তে লাগল। রেমেজ একটি রেইনকোর্ট গায়ে চড়িয়ে বাইরে বেরিয়ে পড়ল। তাঁর জন্য অপেক্ষমান গাড়িতে উঠামাত্র গাড়ি ছেড়ে দিল। ইতিমধ্যে বৃষ্টির তীব্রতা আরো বেড়ে গেছে। গাড়িতে সে ছাড়া মাত্র দুজন লোক। একজন গাড়ির চালক আর অপরজন পেছনের সিটে বসে আছে। রেমেজও তার পাশে বসেছে। লোকটি কৌতুহলোদ্দীপক চোখে তাকিয়ে রেমেজকে জিজ্ঞেস করল, 'আপনিই তাহলে রেমেজ? '
'জ্বী। '
'আমি মনসূর স্যারের সহকারী। কিছু মনে করবেন না, আপনি তো মিডিয়াতে আপনার ছবি খুব একটা প্রচার করতে দেন না। তাই চিনতে একটু অসুবিধা হয়েছিল। স্যার আপনার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। '

রেমেজ নিশ্চুপ। হয়তো বা পরিস্থিতি সম্পর্কে কিছু ভাবছে। দুজন সেনা ফটক খুলতেই গাড়িটি গোয়েন্দা সদর দফতরের অভ্যন্তরে প্রবেশ করল। রেমেজ গাড়ি থেকে বাইরে বেরুতেই একজন লম্বা -চওড়া লোক এগিয়ে আসলো করমর্দন করতে। ইনিই মনসূর আলী। ভারিক্কী চালচলন দেখেই বোঝা গেল বেশ চৌকস। মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। বোঝাই যাচ্ছে চরম ব্যস্ততার সাথে সময় অতিবাহিত করছেন। রেমেজকে সসম্মানে ভেতরে নিয়ে গেল। দুজনে সামনাসামনি বসল। সমস্ত জায়গাই সি.সি ক্যামেরার আওতাভুক্ত। পরিবেশটা কেমন যেন থমথমে। মনসূর আলী বললেন, 'আপনাকে আমাদের সাথে পেয়ে আমি আনন্দিত। আপনি পূর্বেও আমাদেরকে সহায়তা করেছেন। এখানে আমরা সকল সদস্যকে কতগুলো ইউনিটে বিভক্ত করে দিয়েছি। প্রত্যেক ইউনিট পরস্পরের সাথে সামঞ্জস্য বজায় রেখে পৃথকভাবে কাজ করছে। নতুন একটা ইউনিট গঠন করা হয়েছে, সেটার নেতৃত্ব দেবেন আপনি নিজে। আপনার মনঃপুত বাছাই করা সদস্যদের নিয়েই ইউনিটটি গঠন করা হয়েছে। প্রয়োজনে আপনি সদস্য পরিবর্তন করতে পারবেন।'
'নৌ, আকাশ, স্থল তিন পথেই দক্ষ তো? '
'অবশ্যই। প্রশিক্ষণ প্রাপ্ত। ও হ্যাঁ আরেকটি কথা- সি.আই.এ, এফ.বি.আই, কে.জি.বি সহ যুক্তরাজ্যের এম.আই-৬ও আমাদের সাথে সামঞ্জস্য রেখে তৎপরতা চালাচ্ছে। '

রেমেজের ভ্রুজোড়া কুঁচকে উঠতে দেখে তিনি আবার বললেন, 'এটা মামুলি ব্যাপার নয়,বুঝতেই পারছেন। তাই আমরা উল্লেখযোগ্য কয়েকটা সংস্থাকে আহ্বান করেছি। যেকোনো প্রয়োজনে আমাদের জানাবেন। আমরা আপনাকে সাহায্য করতে বদ্ধ পরিকর। '

রেমেজের ইউনিটের সদস্য সংখ্যা তের। তাদের মধ্য থেকে রেমেজ ছয়জনকে বাছাই করল। বাকিদের প্রয়োজন হলে ডাকবেন বলে আশ্বাস দিলেন। ছয়জনের মধ্যে একজন মেয়ে বাকি পাঁচজন পুরুষ সদস্য। মনসূর আলী জিজ্ঞেস করলেন,' তাহলে কোথা থেকে তদন্ত শুরু করছেন? '
'এয়ারপোর্ট থেকে। '
.....চলবে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.