নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিটল রাইটার এবং জার্নালিস্ট

মোঃ রাকিব খান

লিটল রাইটার এবং জার্নালিস্ট

মোঃ রাকিব খান › বিস্তারিত পোস্টঃ

বিদেশী ফল রামবুটান এখন বাংলাদেশে

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৩


স্বাদে, গন্ধে অতুলনীয় রামবুটান একটি বিদেশি ফল। কাঁচা অবস্থায় দেখতে সবুজ আর পাকলে লাল বা গোলাপী রং ধারণ করে। ওপরের অংশ ফেলে দিলে ভেতরের অংশ দেখতে লিচুর মতো, বেশ সুস্বাদু। এ ফলটি মালয়েশিয়া, লাওস, ইন্দোনেশিয়া সহ এ অঞ্চলের আরো কিছু দেশেও বেশ জনপ্রিয়। খোসার গায়ে চুল বা কাঁটার মতো প্রলম্বিত অংশ থাকে এবং কিছুটা কদম ফুলের মতো দেখায়।এটি লিচু পরিবারের ফল। ' রামবুট ' মালয় ভাষার শব্দ, এর অর্থ চুল। তাই কেউ কেউ একে হেয়ারি লিচু বলে থাকে। অনেকে একে ফলের রানীও বলেন। এতে যথেষ্ট পরিমাণ ঔষধি গুণ বিদ্যমান।

বর্তমানে দেশের নরসিংদী, নেত্রকোনাসহ বেশ কিছু এলাকায় এই ফলের চাষাবাদ শুরু হয়েছে। এটি খুবই লাভজনক। প্রতি পিসের দাম 25- 30 টাকা। আর প্রতি কেজির দাম 800-1000 টাকা। মোটামুটি বীজ রোপনের 5-6 বছরের মধ্যেই গাছ ফল দিতে শুরু করে। ইতিমধ্যে অনেকেই রামবুটান আবাদের প্রতি আশাবাদী। স্থানীয় নার্সারী গুলোতে রামবুটানের চারা বিক্রি হচ্ছে 300-400 টাকা দরে।

ফল গাছে থাকে আষাঢ়ের মাঝামাঝি সময় থেকে শ্রাবণের শেষ সপ্তাহ পর্যন্ত। গাছ ভেদে 50-100 কেজি ফল পাওয়া সম্ভব। বাঁদুড়, ইদুর ও পাখির হাত থেকে রক্ষা করার জন্য ফল গাছে জাল দিয়ে পেঁচিয়ে দেওয়া উচিত।

আমাদের দেশের আবহাওয়ার সাথে রামবুটান খাপ খাইয়ে নেওয়ার ফলে ব্যাপক সম্ভাবনার সৃষ্টি হয়েছে। রামবুটান চাষ করে মানুষ অচিরেই স্বাবলম্বী হতে পারবে। যা দেশের বেকারত্ব হ্রাস ও দারিদ্র্যতা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।




মো. রাকিব খান
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫৭

উদাস মাঝি বলেছেন: এই রামবুটান গাছ কত বড় হয় ? মানে টবে করে ছাদে লাগান যাবে কি ?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৩

মোঃ রাকিব খান বলেছেন: বড় টবে লাগানো যেতে পারে। তবে মাটিতে রোপন করাই ভালো

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫৮

শিখণ্ডী বলেছেন: আপনদের ওখানে কি চারা আছে? কয়েক বছর আগে একটি গাছ লাগিয়েছিলাম। বন্যার পানিতে ডুবে মার গিয়েছে। বছরে দুবার ফল হয় শুনেছি, আর বিচি নাকি বাদামের মত ভেজে খাওয় যায়? জানা থাকলে উত্তর দেবেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৪

মোঃ রাকিব খান বলেছেন: ক্যাম্পাসে নেই। তবে পাশের নার্সারীতে আছে

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০৬

মলাসইলমুইনা বলেছেন: মালয়েশিয়া, লাওস, ইন্দোনেশিয়ার কোটি নাকবোচাদের দেশের কি এই অদ্ভুত নামের ফলকে আমাদের প্রিয় লিচুর সাথে তুলনা করলেন ! ইয়াক | ঠিকানায় পাঠিয়ে দিন হালি কয়েক | খেয়ে দেখি | না হয় মনে করবো এগুলো সবই শুধুই ছবি |

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৬

মোঃ রাকিব খান বলেছেন: হা হা হা। বাস্তব থেকেই তো ছবিগুলো এসেছে

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:১৬

সাদা মনের মানুষ বলেছেন: ভালো খবর

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৬

মোঃ রাকিব খান বলেছেন: ধন্যবাদ

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫১

স্বল্প বাঁধন বলেছেন: ড্রাগন ফলও তো বেশ জনপ্রিয় হচ্ছে চাষের জন্য।আপনার মন্তব্য কি ড্রাগন ফলের ব্যাপারে?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩১

মোঃ রাকিব খান বলেছেন: হ্যাঁ ওটাও বেশ লাভজনক

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৮

বারিধারা বলেছেন: ৮০০-১০০০ টাকা কেজি দরে এই ফল কেনে কারা?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩২

মোঃ রাকিব খান বলেছেন: বাংলাদেশে যারা এই ফল খায় তারা কেনে

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৪

সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: প্রাকৃতিক লীলাভূমি আর এক ঋতুর দেশ মালয়েশিয়া। প্রতিদিনই যেখানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও হেমন্তের দেখা মিলে।তাই রামবুটান সারাবছর পাওয়া যায় এখানে,আমার খুব প্রিয় ফল।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৪

মোঃ রাকিব খান বলেছেন: ভালো জিনিস ভালো লাগাটাই যুক্তিসঙ্গত। ধন্যবাদ

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪০

রক বেনন বলেছেন: অসাধারণ একটি ফল। যে একবার খেয়েছে সে বারবার খেতে চাইবেই।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৫

মোঃ রাকিব খান বলেছেন: হুমম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.