নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরলতাই আমার পথেয় জটিলতার ধার ধারি না!!!

দিনে সূর্য রাতে চাদঁ, নতুন আলোয় করবো মাত !

rakibmbstu

আমি বিশেষ কেউ নই!!!

rakibmbstu › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ: ধর্ষক ও মেশিন, মালালা ও বাংলা, সংস্কৃতি ও আমাদের মা,বোন

০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

কথা ভাই একটাই যারা আদারে বাদারে খালি প্যান্ট খুলে তাদের মেশিন কাটার জন্য মেশিন চাই।তাইলেই সহজে মেশিন টান দিয়া খুইলা মেশিন বাইর করবো না।ওহ হা! একবার বিচারে মেশিন কাইডা দিলে জান থাকতে কোন পুরুষ মানুষ (যারা এই কম্ম করবার চাইবে) মেশিন বাইর করবো না। X( X(



এক ছোট্ট পিচ্চি কোথায় কি লিখলো তা নিয়ে এত মাতামাতি কি আছে বুঝলাম না।আমরা যে কেউ ওর অবস্থানে থাকলে একই কইতাম।আমাগো পরিস্থিতি যতই খারাপ হইক না কেন অন্য দেশ মোগো দেশে খেলতে না আইলে বিরক্ত হইয়া কটু কথা কইতেই পারি। B:-) B:-) B:-) :( :( :(

দাবি বলতে দেও যা বলার



বিদেশি সংস্কৃতি আমাদের পুরুষদের কাম ভাব উগ্র করে তুলছে।সারাদিন বিভিন্ন জায়গায় অবচেতন বা চেতন মনে এই সব দেইখা যদি বাস্তবে হাতের কাছে পায় তয় কি আর কত বয়স মানে? ভারতের বাসের ঘটনা প্রমাণ করে তাদের সিনেমাগুলো প্রত্যক্ষভাবে তাদের জীবনে প্রভাব ফেলে।আজ যা হচ্ছে তা হঠাৎ নয় বরং ধীরে ধীরে ধর্ষণ কালচার ওদের সংস্কৃতিতে গড়ে উঠেছে।আমাদের দেশও কিন্তু অতি সত্ত্বর এই অবস্থায় পড়বে ভারত ইতিমধ্যেই ওদের নাটক দিয়ে আমাদের মা, বোনদের মাথা খেয়ে ফেলেছে।এখন তারা সালোয়ার, কামিজ না বরং শিলা, মুন্নি কাপড় চায়।যা আগে ঘরেও পরে থাকতো কিনা সন্দেহ এখন তা বাইরে পড়ে বিপরীত লিঙ্গের বিশেষ স্থানে সুড়সুড়ি দেয়। ছাঁই চাপা আগুন কিন্তু এইটু খোচা দিলেই.......:( :( :( :( :(

আবার মডেলিং, উপস্থাপনা, ডিজে/আরজে এর নামে যা চলছে তাতে.........কিছুই কমুনা.....বুইঝা লন।





[শুধু প্রবাসীদের জন্য:

কিছু বোরখা দেখি শরীরের সাথে লেপ্টে থাকে ওইডার নাম জানেন নাকি? আবার দেহি জামার হাতা ট্রান্স পারেন্ট যদি দেহাবারই ইচ্ছা অয় তাইলে আর ট্রান্সপারেন্ট পরস ক্যান না পরলেই ত অয়।আবার কিছু শাড়ি পড়ে ভিতরে ব্লাউজের অস্তিত্ব রং সহ বুঝা যায়।আরও কত প্রকারের কত ঢংয়ের স্বচ্ছ কাপড় পড়ে তা বলার বাইরে।



আমেরিকা বা প্রবাসে থাইকা বাংলাদেশের অবস্থা বুঝা যাইবো না। দেশে আইসা ঢাকায় কিছু পার্ক, মার্কেট, এক দলের প্রতিষ্ঠাতার কবরের পাশে কি হয় জানেন B:-) B:-) B:-/ B:-/ :( :( /:) /:) /:) ]

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

ডক্টর মুশফিক ইমতিয়াজ চৌধুরী বলেছেন: রবীন্দ্রনাথ প্রায় শতবর্ষ আগে বাঙালির যে ভীরু কাপুরুষ চরিত্রের বর্ণনা দিয়েছিলেন দুরন্ত আশা কবিতায়, মালালার লেখনিতেও সেই একই বর্ণনা। জাতি হিসেবে বাঙালি বিড়াল, বাঘ নয়। কোন দেশে বাঘ থাকলেই সেই দেশের চরিত্র বাঘের মত হয় না। একটা কৌতুকের কথা মনে পড়ে গেল - একবার এক বাঙালি তার প্রাণীকে নিয়ে বিদেশে গেল, বিড়াল ফাইট প্রতিযোগিতায় অংশ নিতে এবং সকলকে হারিয়ে বাঙালি বিড়াল হলো চ্যাম্পিয়ন। তাই দেখে আমেরিকার প্রতিযোগী বলে - আরে ভাই, তোমরা বাঙালিরা তো দুবেলা দুমুঠোই খেতে পাওনা। তো সেই দেশের বিড়াল কিভাবে চ্যাম্পিয়ন হলো ? উত্তরে বাঙালিটা বলে - আরে এতো বিড়াল না। এটা বাঘ ! রয়েল 'ব্যাং-গোল' টাইগার। না খেতে পেয়ে পেয়ে বিড়ালে পরিণত হয়েছে ! এই হলো বাঙালির দুর্নীতি ! এই হলো বাঙালির বিড়ালপনা ! বাংলাদেশের জাতীয় পশু বাঘ, রয়েল বেঙ্গল টাইগার। পাকিস্তানের জাতীয় পশু মারখোর, এক ধরনের ছাগল। অথচ ক্রিকেটে দেখা যায়, ১০টি ম্যাচের ৯টি ম্যাচেই তথাকথিত বাংলার বাঘেরা পাকিস্তানী ছাগলদের কাছে অসহায় আত্মসমর্পণ করে। তাহলে নিজেদের সম্পর্কে আমাদের কি বলা উচিত, রয়েল বেঙ্গল টাইগার নাকি বিড়াল/কাগুজে বাঘ ? বাঙালি বাঘ এখন পর্যন্ত পারমাণবিক শক্তিহীন, অথচ পাকিস্তানের ছাগলরা পারমাণবিক শক্তিধর ! এই মুখসর্বস্ব বাঘ হওয়ার মধ্যে আদৌ কোন গৌরব আছে কি ? উপরন্তু, বাংলাদেশের স্বাধীনতার মূলে ভারতীয় সেনাবাহিনী ও ভারত সরকারেরই আসল অবদান, মুক্তিযোদ্ধাদের নয়। এদেশে মুক্তিযুদ্ধ হলো সবচেয়ে বড় ব্যবসা। মুক্তিযুদ্ধের অতিরঞ্জিত গল্প করে মানুষকে খুব সহজেই ইমোশনালি ব্ল্যাকমেইল করা যায়। মালালাকে অভিনন্দন বাঙালির জাতিগত সঙ্কীর্ণমনতা ও দৈন্য চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। রবীন্দ্রনাথ এমনি এমনি বলেননি -

সাত কোটি বাঙালির হে বঙ্গ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করোনি !

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

rakibmbstu বলেছেন: উপরন্তু, বাংলাদেশের স্বাধীনতার মূলে ভারতীয় সেনাবাহিনী ও ভারত সরকারেরই আসল অবদান, মুক্তিযোদ্ধাদের নয়।

তীব্র ভাবে দুইমত।

২| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

নতুন বলেছেন: আমাদের দেশও কিন্তু অতি সত্ত্বর এই অবস্থায় পড়বে ভারত ইতিমধ্যেই ওদের নাটক দিয়ে আমাদের মা, বোনদের মাথা খেয়ে ফেলেছে।এখন তারা সালোয়ার, কামিজ না বরং শিলা, মুন্নি কাপড় চায়।

মুন্নী শীলা কাপড় কিন্তু মেয়েরা আমদানী করেনা...

করেন পুরুষ ব্যবসায়ীরা.... তারাই ইন্ডীয়া থেকে এই নামের পোষাখ আমদানী করেন.... তাদের টারগেট আমাদের দেশৈর মা বোনরা যারা ইন্ডিয়ার টিভি সিরিয়াল দেখে ঐ রকমের পোষাখ দেখৈ....

তারপরে বাজারে ব্যবসায়ীরা তাদের খবর দেয়ে... মুন্নী..শীলার পোষাখ এসেছে....

মেয়েরা বরারবই একটু সহজ সরল.... তাদের ভোলানো সহজ.... কালেমেয়ের জন্য রংফরসা ক্রিম না হলে সমাজে কেউই তাকে চেনেনা... তাই সকলেই সমাজে দেখতে ভাল হয়....

ব্যবসায়ীরাও কিন্তু নারীদের এই সরলতাকে তাদের ব্যবসা// বাজারের বিক্রি বাড়াতে ব্যবহার করে... সেটাও পাল্টাতে হবে..

আমাদের সমাজের দৃস্টিভঙ্গী বদলাতে হবে... বিদেশের অনুকরন কমাতে হবে...

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

rakibmbstu বলেছেন: মুন্নী শীলা কাপড় কিন্তু মেয়েরা আমদানী করেনা...

করেন পুরুষ ব্যবসায়ীরা.... তারাই ইন্ডীয়া থেকে এই নামের পোষাখ আমদানী করেন.... তাদের টারগেট আমাদের দেশৈর মা বোনরা যারা ইন্ডিয়ার টিভি সিরিয়াল দেখে ঐ রকমের পোষাখ দেখৈ....


তারা আনে কারন এসব চাহিদা বাজারে হয়।মেয়েরা আজ হতে এসব পোষাক পরা বন্ধ করুক।কাল হতেই এসব পোষাক আমদানী বন্ধ হবে।ফ্যাশন নাম নিয়ে দেহের বিভিন্ন অংশের ত্বক দেখানো বন্ধ হোক এসব পোষাকে রুচি অবশ্যই পাল্টাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.