নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরলতাই আমার পথেয় জটিলতার ধার ধারি না!!!

দিনে সূর্য রাতে চাদঁ, নতুন আলোয় করবো মাত !

rakibmbstu

আমি বিশেষ কেউ নই!!!

rakibmbstu › বিস্তারিত পোস্টঃ

যারা শাহবাগ মোড়ে রাতব্যাপী অবস্থান করছেন বা থাকতে চাইছেন তাদের জন্য:

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

১. মাঝে মাঝে আপডেট জানাবেন

২. আজ হরতাল সুতরাং সকাল হবার আগেই কেটে পড়বেন

৩. হরতাল শেষ হতেই আবার শুরু করতে পারেন

................পোস্ট শেষ...........

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

শামা বলেছেন: কাপুরুষ সব সময় অন্যকে কাপুরুষ ভাবে..! হরতালে কেটে পড়বে কেন???কাদের ভয়ে..!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

rakibmbstu বলেছেন: তা আপনি এখন কোথায়? ক্ষ্যাতা বালিশ নিয়া ঘুমের আয়োজন করতাছেন না বিদেশে বইসা বুলি কপচাইতাছেন??????

কি বুঝাতে চাইছি তা বুঝার ক্ষমতা কম বইলাই মনে হইতাছে।(আবাল টাইপ হইলে যা হয় আরকি!!!!)

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

কালো স্বপ্ন বলেছেন: স্বাধীনতা বিরোধীদের ডাকা হরতালে কেটে পড়বে মানে কি?? X( X( X(

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

rakibmbstu বলেছেন: হরতালে থাকাটা কতটা বুদ্ধিমানের কাজ হবে?????????

যদিও যতদুর দেখলাম আমার তো বিশ্বাস হয়না যে রাত ১২ টা অবধি যারা
অবস্থান করতেছেন তারা কাল সকাল পর্যন্ত থাকার সাহস রাখেন।

প্রতিটা কাজেরই প্রতিক্রিয়া আছে।

"পিছিয়ে আসা সবসময় কিন্তু পেছানো নয়।যে কোন যুদ্ধে এটা একটা কৌশল মাত্র"

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪

ফাহীম দেওয়ান বলেছেন: পিছ পা হবার জন্য তো কেউ যায়নি শেখানে<
ফাইজলামি করেন নাকি ???? X( X( X(

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

rakibmbstu বলেছেন:
"পিছিয়ে আসা সবসময় কিন্তু পেছানো নয়।যে কোন যুদ্ধে এটা একটা কৌশল মাত্র"

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

বুরি বলেছেন: শামা বলেছেন: কাপুরুষ সব সময় অন্যকে কাপুরুষ ভাবে..! হরতালে কেটে পড়বে কেন???কাদের ভয়ে..!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

rakibmbstu বলেছেন: কখনো কখনো কাপুরুষতাই পুরুষত্বের লক্ষণ।

তারাই সাহসী যারা ভর পায়, পেছায় কিন্তু সুযোগ বুঝে এগিয়েও যায়।যারা সবসময় জয়ী হতে চায় তারা নির্বোধ।তারা দেশকে শুধু স্বপ্নই দেখানোর বুলি ছাড়ে কিন্তু শেষ সময়ে কিছু করার মানসিকতা থাকেনা

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

আমি ব্লগার হইছি! বলেছেন: শামা বলেছেন: কাপুরুষ সব সময় অন্যকে কাপুরুষ ভাবে..!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

rakibmbstu বলেছেন:
"পিছিয়ে আসা সবসময় কিন্তু পেছানো নয়।যে কোন যুদ্ধে এটা একটা কৌশল মাত্র"

এটা যদি কাপুরুষতা হয় তবে আমি কাপুরুষ।
যারা ঐ রকম সাহসী তারা নির্বোধ।
আমি সাহসী না হতে পারি তবে নির্বোধ হতে চাইনা।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯

লালন রিটার্ন বলেছেন: ঐসব শিবির ছানা যদি সকালে চোখের সামনে পড়ে। চিবিয়ে খেয়ে ফেলবো। দেখা যাক কালকে সকালে কারা রাজপথে থাকে। আপনার মতো মানুষ থাকলে এইদেশ স্বাধীন হতোনা

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

rakibmbstu বলেছেন: হয়তোবা।আমি হয়তোবা মুক্তিযোদ্ধা হবার আগেই পটল তুলতাম

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১

স্বপ্নবাজ শোয়েব বলেছেন: বাসায় যাইয়া চুরি পইরা বইসা থাকো যাও বুদ্ধিমান কাপুরুষ। কাপুরুষরা বুদ্ধিমানই হয় কিন্তু সাহসি হয়না।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫১

rakibmbstu বলেছেন: আপনি শাহবাগ আচেন তো?

"নাকি চোরের মার বড় গলা, লী'গাররা করে সমঝোতা"

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

বিভ্রান্ত মানুষ বলেছেন: X((

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২২

rakibmbstu বলেছেন: B:-)

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

অচিন.... বলেছেন: abal kothakar

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩

rakibmbstu বলেছেন: পাগলে পাগল চিনে, আবালে আবাল

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১

বিপদেআছি বলেছেন: নিজেরে বেশী চালাক ভাইবনা??? শিবির বাংগালী কি জিনিস এখনো জানে না্ই , যারা US এম্বাসীর সামান্য একটা গাড়ি ভাইংগা হাতজোড় করে ক্ষমা চায় , অন্যের লেহন করা যাদের স্বভাব, তাদের জিহাদী জোশ যে কেমন জানা আছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

rakibmbstu বলেছেন: ও! হয়তো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.