নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরলতাই আমার পথেয় জটিলতার ধার ধারি না!!!

দিনে সূর্য রাতে চাদঁ, নতুন আলোয় করবো মাত !

rakibmbstu

আমি বিশেষ কেউ নই!!!

rakibmbstu › বিস্তারিত পোস্টঃ

আপীলের ক্ষেত্রে ছোট্ট তথ্য:

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪

সাধারনত যে কোন রায়ের পর আপীল করা হয় উক্ত সাজা কমানোর জন্য।একবার রায় হয়ে গেলে তা বাড়িয়ে এর চেয়ে অধীক সাজা প্রদান আপীল বেঞ্চের ক্ষমতার বাহিরে।





যারা একমত নন তারা বলতে পারেন ।আমি আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রে কি নিয়ম ফলো করে তা দেখিনি তবে সাধারন ভাবে ক্রিমিনাল কেসে এই নিয়ম প্রযোজ্য।



তবে যিনি মামলার রায় দিবেন তার ইচ্ছায় আবার পুনরায় রায় ঘোষণা হতে পারে কিনা তা অবশ্য জানা নেই।




দু:খিত কিছুটা বক্তব্য আমি ফিরিয়ে নিচ্ছি।



ফৌজদারী কার্যবিধির ধারা-৪২৩ অনুযায়ী-

আপীল বিভাগ সাজা বাড়াতে পারে এবং



আপীলের ক্ষেত্রে তিনটির একটি ধাপ হয়:



১. কেসটি পুন:বিবেচনার জন্য পুনরায় যে কোন এখতিয়ার সম্পন্ন কোর্টকে অনুরোধ করা।

২. প্রদত্ত রায় বহাল।

৩. প্রাপ্ত দন্ডের পরিমান হৃাস বৃদ্ধি করা।(সাধারনত দন্ড বৃদ্ধি মৃত্যুদন্ড বাদে অন্যান্য দন্ডের ক্ষেত্রে বেশী উদাহরন পাওয়া যায় )



তবে উল্লেখ্য এসব ক্ষেত্রে আসামীর বক্তব্য শুনতে হবেই।নিম্ন আদালতে এ অপরাধের ক্ষেত্রে যে রায় দিয়েছে সে অপরাধের সর্বোচ্চ শাাস্তি যা তা দিতে পারে। কিন্তু উল্লেখ্য এ ক্ষেত্রে সর্বোচ্চ শাাস্তি মৃত্যু দন্ড হলে তা দেয়ার এখতিয়ার আপীল বেঞ্চের আছে কিনা তা সুনির্দিষ্ট ভাবে বলা হয়নি।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

ঘুড্ডির পাইলট বলেছেন:
তাইলে কি আপিলের নামে আরও একটা রসিকতার সম্ভবনা আছে ?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

rakibmbstu বলেছেন: সাধারনত যে কোন রায়ের পর আপীল করা হয় উক্ত সাজা কমানোর জন্য।একবার রায় হয়ে গেলে তা বাড়িয়ে এর চেয়ে অধীক সাজা প্রদান আপীল বেঞ্চের ক্ষমতার বাহিরে।

এটাই বাস্তবতা

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:
রাজাকারদের ফাঁসি চাই,
দাবি এই একটাই!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

rakibmbstu বলেছেন: প্রকাশ্যে দিলেও খারাপ হতো না। তবে -

সাধারনত যে কোন রায়ের পর আপীল করা হয় উক্ত সাজা কমানোর জন্য।একবার রায় হয়ে গেলে তা বাড়িয়ে এর চেয়ে অধীক সাজা প্রদান আপীল বেঞ্চের ক্ষমতার বাহিরে।

এটাও সত্যি

যদি না-
তবে যিনি মামলার রায় দিবেন তার ইচ্ছায় আবার পুনরায় রায় ঘোষণা হতে পারে কিনা তা অবশ্য জানা নেই।

হয়

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০১

শিপু ভাই বলেছেন:
সাজা বাড়ানো বা কমানো- উভয় ক্ষেত্রেই আপিল করা যায়!!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৯

rakibmbstu বলেছেন: উৎস?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০০

rakibmbstu বলেছেন: করাতো যায় তবে দেয়ার ক্ষমতা আছে কিনা? এটাই প্রশ্ন!!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০২

rakibmbstu বলেছেন: নাহ আপনার জন্য, খুলবনা খুলবনা করে 'ফৌজদারী কার্যবিধি,১৮৮৯' খুলেই ফেললাম। আপডেট দিছি দেখেন।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫২

শিপু ভাই বলেছেন:
প্রয়োজনে নতুন আইন পাশ করে নিতে হবে!!!


তবুও "ফাঁসি" চাই!!!


আপডেটের জন্য ধন্যবাদ!!!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২২

rakibmbstu বলেছেন: আপনাকেও

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০০

রাইসুল সাগর বলেছেন: রাজাকারের ফাঁসি চাই
বাংলার বুকে হাঁসি চাই।

সব রাজাকার নিপাত যাক
বাংলা এবার মুক্তি পাক । । X(( X(( X(( X(( X(( X((


এতো কিছু বুঝি না । প্রয়োজনে নতুন আইন বানাক, কিন্তু ফাঁসি চাই। X(( X(( X(( X(( X(( X(( X((

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১

rakibmbstu বলেছেন: আচ্ছা যদি তার বিরুদ্ধে প্রমাণ না থাকে তবুও কি ফাঁসি দিবে বলে মনে করেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.