নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরলতাই আমার পথেয় জটিলতার ধার ধারি না!!!

দিনে সূর্য রাতে চাদঁ, নতুন আলোয় করবো মাত !

rakibmbstu

আমি বিশেষ কেউ নই!!!

rakibmbstu › বিস্তারিত পোস্টঃ

গণজাগরণের মঞ্চে কেন ছাত্রলীগ!!!!!!!!!!!!!!!!!!!! কেন কোন রাজনৈতিক দলের ব্যক্তিত্ব?????? এমন তো কথা ছিল না!!!!!!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

এইটা কেমন কথা? বলা হয়েছিল গণজাগরণের মঞ্চে থাকবে কেবল আমরা সাধারন মানুষ ও নাগরিক সমাজ সহ সকল অরাজনৈতিক দল।



কিন্তু এইটা কি দেখতাছি? মঞ্চে কেন ছাত্রলীগ????????????????? তাদের কে কে অনুমতি দিয়েছে জনতার মঞ্চে উঠার? তবে কি এটাই সত্যি , সত্যি যে এটা আদৌ গণজাগরণ নয় বরং আওয়ামী লীগেরই কূটচাল?????????? X( X( X( X( X( X( X(



বক্তৃতা দেবার আগে তাদের পরিচয় দেয়া হচ্ছে আওয়ামী লীগের অমুক, তমুক যা রীতিমত এই গণজাগরণ বিরুদ্ধ।!!!!!!!!!!!! তারা আসতে পারেন জনসাধারন হিসেবে, কিন্তু কোন রাজনৈতিক দল হিসেবে নয়।তারা কেন মঞ্চে????????????????



এই গণজাগরণ কেবল কি তাহলে আওয়ামী কূটচালের অংশ????????? মনে সায় দেয়না।কিন্তু যা দেখছি তা সহ্যও হচ্ছেনা।



রাজাকাররা যদি ১৯৭১ সালে নির্যাতন করে থাকে তবে আজ করছে এই ছাত্রলীগরা আমরা কি তা জানি না। তবে কেন তারা এখানে??????? কেন তাদের কে সুযোগ দেয়া হলো এ মঞ্চে উঠার!!!!!!!!!! X(( X(( X(( X((



তবে কি আর আমাদের জনগণের আশার পূর্ণতা পাবেনা????????? তবে কি আওয়ামী, বিএনপি সহ সকল দলের অভ্যন্তরে যে সকল রাজাকার আছে তাদের বিচার হবে না???????



তাদের কে বিচারের মুখোমুখি করতে বলবে কে?????? আজ জনতার মঞ্চ তো অন্যের দখলে।আমাদের কি সতর্ক হওয়া উচিত না এ ব্যাপারে?????????কেন আমরা এমন করলাম। তবে কি আওয়ামী লীগ এভাবে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে।তাদের হাতের পুতুল হয়ে আমাদের থাকতে হবে????????



প্রতিনিধি যত ইচ্ছা পাঠাক।তাদের মঞ্চে উঠে কথা বলতে দেয়া হবে কেন???????



বর্তমানের সব রাজনৈতিক দলই তো যুদ্ধপরাধী পুষছে।তারা এক্ষেত্রে কি করবে তা কি কিছু বলছে??????



কেন গত দুদিনে রাজনৈতিক দলের দুজনকে মঞ্চে বক্তৃতা দেয়া হলোনা ? কি মনে হয় আপনার??????







আজ আমরা এ সমাবেশেও দেখছি দুযোর্গের ঘনঘটা।এখনও সময় আছে শুধরে নেবার।কান্ডারী হও হুশিয়ার!!!!!!!!! হও হুশিয়ার!!!!!!!!!!

মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

সবখানে সবাই আছে বলেছেন: ছাগলের মত কথা বলবেন না। গতকালই ছাত্রলীগের কেন্দ্রীয় লীডারদের সাথে কথা হইসে, তারা স্পষ্ট করে বলে দিসে তারা নিজেরাও এই রায়ে সন্তুষ্ট না। তাই তারাও সরকারকে চাপে রাখবে, আন্দোলনে থাকবে। প্রথম দিন ব্যানার নিয়ে আসার পর জনতার অনুরোধে তারা আজকে ব্যানার না নিয়ে আসে। আন্দোলনকে সমর্থন জাশি ছাড়া যে কেউ করতে পারবে কিন্তু তাকে অবশ্যই রাজনৈতিক পরিচয় মুছে ফেলে আসতে হবে। শাহবাগে আমার ছাত্রদলের বন্ধুদের বেশির ভাগ গেছে। সবার আগে দেশ, এরপরে দেশের মানুষ তারপর দল। বুঝলেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯

rakibmbstu বলেছেন: রাজনৈতিক পরিচয় মুছে আসা মানে বক্তব্য দেয়ার আগে বলা এখন বলবেন ছাত্রলীগের অমুক সম্পাদক, তমুক ইত্যাদি........... X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X((

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

rakibmbstu বলেছেন: তাদের পরিচয় কেন ছাত্রলীগের কর্মী হিসেবে দেয়া হচ্ছে???????????? কেন বক্তব্য দেয়ার আগে উপস্থাপকদের মুখে তাদের পরিচয় ছাত্রলীগের অমুক, তমুক বলা হচ্ছে?????????????? X( X( X( X(

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

অসীম িবশ্বাস বলেছেন: এই গণজাগরণ কেবল আওয়ামী কূটচালের অংশ????!!!!! মনে সায় দেয়না।কিন্তু যা দেখছি তা সহ্যও হচ্ছেনা।

রাজাকাররা যদি ১৯৭১ সালে নির্যাতন করে থাকে তবে আজ করছে এই ছাত্রলীগরা আমরা কি তা জানি না। তবে কেন তারা এখানে??????? কেন তাদের কে সুযোগ দেয়া হলো এ মঞ্চে উঠার?????!........!!!!!!!!!!!!!!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

rakibmbstu বলেছেন: তারা মঞ্চ উঠার মানে হলেও হতে পারে গণজাগরণের মঞ্চ তাদের দখলে।একথা এখই ভাবা উচিত!!!!!!!!!!!!!!

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯

সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: নটক রে ভাই নাটক, জানিনা এই নাটকের শেষ কোথায়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

rakibmbstu বলেছেন: নাটক হোক বা না হোক! সব দলের চিন্হিত যুদ্ধাপরাধীদের বিচার চাই!!!!!!!চাই!!!!!!!!!!! এবং চাই!!!!!!!!!!!!!

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯

ইফতেখার ভূইয়া বলেছেন: ব্যনার আর নেতা ছাড়া আসতে বলুন, নয়তো জুতাপেটা করুন ধন্যবাদ। এই লিখাটাও সময় করে পড়ুন : আন্দোলনের শুরুটা এখান থেকেই হোক

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

rakibmbstu বলেছেন: ধন্যবাদ! সবাইকে জানানো দরকার।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

এস এম তৌহিদ বলেছেন: আপনাদের কেউ যদি মন্চের আশেপাশে থেকে থাকেন,জুতার দাম যদি বেশি না হয়,আর যদি ক্রিকেট খেলার অভ্যাস থেকে থাকে তবে আপনার পায়ের জুতা নিখুত ভাবে থ্রো করার চেষ্টা করুন লীগের ছাগুদের লক্ষ করে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

rakibmbstu বলেছেন: সবাইকে জানানো দরকার। তারা বক্তৃতা দিবে তবে দলীয় ব্যানারে কেন????????

দিলে কথা দিতে হবে কবে তারা তাদের দলের যুদ্ধাপরাধীদের ধরিয়ে দেবে???????

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

এ্যাডভোকেট ইয়াসিন বলেছেন: শিবির আর ছাত্রদল ছাড়া সব দলই প্রতিনিধি পাঠিয়েছে। আপনি শিবির নাতো আবার ? লক্ষণ তো ভাল না ..........

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

rakibmbstu বলেছেন: আবার পড়ুন লেখা।

প্রতিনিধি যত ইচ্ছা পাঠাক।তাদের মঞ্চে উঠে কথা বলতে দেয়া হবে কেন???????

বর্তমানের সব রাজনৈতিক দলই তো যুদ্ধপরাধী পুষছে।তারা এক্ষেত্রে কি করবে তা কি কিছু বলছে??????

কেন গত দুদিনে রাজনৈতিক দলের দুজনকে মঞ্চে বক্তৃতা দেয়া হলোনা ? কি মনে হয় আপনার??????/ তখন কি সবাই শিবির ছিল?????? যে আমি সত্য কথা বলাতে শিবির মনে করলেন?????? X(( X(( X(( X(( X((

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

ফারহানা শারমিন বলেছেন: মানুষ সত্যিকার অর্থে মুক্তি যুদ্ধের চেতনা থেকে ই শাহবাগ এ যাচ্ছে। কিন্তু আসলে সবাই বলদ হচ্ছে। চিকনে আসলে আওয়ামীলীগ জমি চাষ করে নিতে চাচ্ছে।

আর ছাত্রলীগ যে অপরাধ করেছে স্বাধীনতার পর সেটা জামাত রাজাকার দের ছাড়িয়ে গেছে।

আমি ভেবেছিলাম যুদ্ধাপরাধীদের ফাসির দাবিতে সাধারন মানুষের গন জমায়েত। আমি ও গিয়েছিলাম। ছিলাম কিছুক্ষণ। কিন্তু পরে বুজলাম এটি আসলে একটি দলের এজেন্ডা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

rakibmbstu বলেছেন: ধন্যবাদ।

আমি ভেবেছিলাম যুদ্ধাপরাধীদের ফাসির দাবিতে সাধারন মানুষের গন জমায়েত। আমি ও গিয়েছিলাম। ছিলাম কিছুক্ষণ। কিন্তু পরে বুজলাম এটি আসলে একটি দলের এজেন্ডা।

যদি এমন হয় তবে তারা অতি সহজে রেহাই পাবেনা। কোন না কোন দিন তারা এর শাস্তি পাবেই।৪০ বছর পর যদি আমরা তাদের বিচারের ফয়সালা করতে পারি তবে আরও ৪০ বছর পর হলেও এখনকার নব্য রাজাকার, রাজাকার ঘেষা লীগার বা বর্তমানে লোক দেখানো কাজ করা স্বার্থপরদের বিচার আবার হবেই হবে!!!!!!!!!!!!

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

ধৈঞ্চা বলেছেন: X(( X(( X((

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭

rakibmbstu বলেছেন: কি হিসাবে রাগ করলেন????? আমার প্রতি না......... যা হচ্ছে তার প্রতি????

কেন যেন মনে হয় , জাফর ইকবাল কে ব্যবহার করা হচ্ছে অর্নামেন্ট হিসেবে যে এখানে সব সাধারন ও সুশীল সমাজের মানুষই কেবল আছে!!!!!!!!

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

আইজ্যাক নিউটন বলেছেন: এটা আদৌ গণজাগরণ নয় বরং আওয়ামী লীগেরই কূটচাল

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

rakibmbstu বলেছেন: হতেও পারে। তবে তা বলার সময় এখনও আসেনি। আমরা আশা করবো, এর শেষ দেখে ছাড়বো।

আপনারা পজিটিভ হোন।জয় বাংলারই হবে।

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১

আখিলিস বলেছেন: Chhatrodol na ashle ki Chhatroleague to ashte parbe na naki ?!?! Tena penchanor try koiren na.

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

rakibmbstu বলেছেন: আবার পুরাটা পড়েন এহনও বুঝেন নাই।

মোটা করা লেখা গুলা পড়লেও চলবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.