নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরলতাই আমার পথেয় জটিলতার ধার ধারি না!!!

দিনে সূর্য রাতে চাদঁ, নতুন আলোয় করবো মাত !

rakibmbstu

আমি বিশেষ কেউ নই!!!

rakibmbstu › বিস্তারিত পোস্টঃ

জবাব চাই!!! জবাব চাই!!!!!!! বিসিবিকে এর জবাব দিতে হবেই???????

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫

আসুন যারা দেশের ক্রিকেটকে ভালবাসি তারা বিসিবির কাছে জবাব চাই......



* শাহাদৎ ফ্যাক্টর:

১. ক্রমাগত খারাপ খেলা সত্ত্বেও কেন শাহাদৎ কে আবার দলে হলো????



২. তার এই আর্ন্তজাতিক ম্যাচে বারবার কেন দলে আনা হয়? তার খুটিঁর জোর কে?



৩. অভিষেক ম্যাচ হতে আজ পর্যন্ত কয়বার সে ভাল খেলেছে?



৪. আর কত ম্যাচ এভাবে হারলে তাকে ছাড়া দল ঘোষণা করা যাবে?



৫. নির্বাচন কমিটির এই দায়িত্বজ্ঞানহীন কাজ করার পরও কেন তারা পদত্যাগ করবেন না?









*মাহমুদ উল্লাহ ফ্যাক্টর:

১. ইনি আবার গত কয়েক সিরিজ হতে মারাত্বক খেলা দেখিয়ে চলেছেন। শেষ কবে ওয়ানডে/টি২০ তে ৩০+ রান করেছে তা আমি ভুলেই গেছি।



২. এই রকম পঙ্গু মার্কা খেলোয়ার দলের মধ্যে রাখা দলেরই অপমান।



৩. নিরপেক্ষভাবে মূল্যায়ন করে দেখবেন একটু ইনার বোলিং বা ব্যাটিং কি থার্ড ক্লাস মানের নয়?



৪. কেবল কি সহ-অধিনায়ক বলেই দলে আছেন? যা অভিজ্ঞ বলে নির্বাচন করা হয়?



৫. আমি এর মধ্যে কোন ক্রিকেটীয় বেসিক জ্ঞান আছে এরকম দেখিনি। টেস্ট খেলে ওয়ানডে স্টাইল, টি২০ টেস্ট আর ওয়ানডে টি২০ স্টাইল।



৬. বেসিক না বিল্ড আপ করলে অচিরেই এ ঝড়ে যাবে তাতে কোন সন্দেহ নেই তবে সঙ্গে কিছু ভাল মানের প্লেয়ার ( চান্স না পেয়ে খেলা ছেড়ে দেবে নিশ্চিত) নিয়ে যাবে







আরো বিসিবিকে জবাব দিতে হবে

* দলের সবার ফিটনেস লেভেল এত খারাপ হল কিভাবে???????

* কেন এত ক্রিকেটার একসাথে ইনজুরির শিকার? তারা কি কি ব্যবস্থা নিয়েছে তাদের ফিটনেস ঠিক রাখার জন্য??



আমার যা মনে হয়:



# আমি হলফ করে বলি আমাদের পাড়ার গলির ক্রিকেটারদের শাহাদৎ এর এই সব বলে ২০+ রান নিতে খুব কষ্ট করতে হবে না।



# মাহমুদ উল্লাহও বারবার খারাপ করার পর দলে এটা বাংলাদেশের নির্বাচক মন্ডলীর অদুরদর্শীতা অথবা স্বজনপ্রীতি ব্যতিত অন্য কিছু মনে হয়না!!!!!!!



# অন্যসব দেশে খারাপ করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরে দারায়।আমাদের দেশে কি নি:স্বার্থ এমন কেউ বিসিবি তে আছে?



সবাই শেয়ার করুন। আমাদের দেশের ক্রিকেট আমাদের আবেগ, ভালবাসা, চেতনা।একে ঠিক রাখার দায়িত্ব সবার।



না পাওয়ার দেশে আজ কিছু থাকলে যা নিয়ে আমরা গর্ব করতে পারি তা এই ক্রিকেট যা বিশ্বে অন্যদের মাঝে আমাদের আলোকিত করেছে।এত সহজে একে ধ্বংস হতে দেবেন না।



মন্তব্য ৪৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:২২

ক্লান্তিহীন পথচারী বলেছেন: মাহমুদুল্লাহর ব্যাপারে আপনার সাথে একমত নই।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮

rakibmbstu বলেছেন: ঠিক কোথায় দ্বিমত? নিরপেক্ষ ভাবে বিচার করে বলেন।

২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০

যত্নহীন রবি বলেছেন: গুরুত্ব পোষ্ট ভাবছিলাম তবে মাহমুদুল্লাহকে নিয়া আপনার অভজারভেশনে বুঝা গেল আজাইরা পোষ্ট ।।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৮

rakibmbstu বলেছেন: আপনার কমেন্ট দেখে বুঝলাম মাহমুদউল্ল্যাহরে ভালা পান।

ঠিক আছে আপনে কইছেন আপনের কথা। নিরপেক্ষ হয়ে একটু ভাইবেন!

৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৮

বিপদেআছি বলেছেন: শাহাদাতের জায়গায় কেন জিয়াকে নেওয়া হলোনা????!!!!!!!শাহাদাতের খুটির জোর আছে , কোন সন্দেহ নাই।

মাহমুদুল্লাহ ভালো ব্যাটসম্যান , তাঁর ব্যাপারে এখনো বলার সময় আসেনি।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৭

rakibmbstu বলেছেন: একটু এডিট করলাম আরকি?
আজকের মত হঠাৎ করে ভাল করলে তো আর..........

মাহমুদুল্লাহ ভালো ব্যাটসম্যান? , তাঁর ব্যাপারে এখনো বলার সময় আসেনি।

৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯

ছবিকর বলেছেন: মাহমুদুল্লাহর সময়টা খারাপ যাচ্ছে। তবে তাকে বাদ দেয়াটা ভাল হবে বলে মনে হয়না।
শাহাদাতের ব্যাপারে একমত।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯

rakibmbstu বলেছেন: হয়তো মাহমুদউল্লাহর ব্যাপারটা সত্য।তবে সত্যিকার ক্লাস প্লেয়ার বলতে যা বোঝায় তা তার এযাবৎ কালের খেলা দেখে মনে হয়েছে? (নিরপেক্ষভাবে বলবেন)

৫| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৮

ক্লান্তিহীন পথচারী বলেছেন: ১। সে আজকেই টি২০ তে ৩১ করেছে মাত্র ২৭ বলে। স্ট্রাইক রেট ১৭২ মত ছিল। ওইভাবে রান আউট না হলে ম্যাচটা জিততেও পারতাম। হ্যা তার পুরো সিরিজটা খুব বেশি ভালো যায় নি। কিন্তু মাত্র একটা সিরিজ দিয়েই কাউকে বিচার করা ঠিক না। সবমিলিয়ে তার ওয়ানডে অ্যাভারেজ ৩০ এর উপরে, সে যে পজিশনে ব্যাট করে তার হিসাবে যথেস্ট ভালো।

৩। তার ব্যাটিং টেকনিক ভালো। বোলিং খুব বেশি সুবিধার না, পার্ট টাইমার হিসাবে কাজ চালানো যায় আরকি।


৫। হুমম, টেস্টে সে আসলেই বাজেভাবে আউট হয়ছে, অস্বীকার করার কিছু নাই। কিন্তু সে ওয়ানডে আর টি২০ ঠিক মাইন্ডসেটেই খেলে বলে মনে হয়েছে।



৬। বেসিকে কোন জায়গায় প্রবলেম আছে বলে আপনার মনে হয়েছে? আমার খুব বাজে কোনো দুর্বলতা চোখে পড়েনি।



০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৮

rakibmbstu বলেছেন: হুম!!
আগের কমেন্টটা আপনার জন্যও দিলাম

৬| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১

ইয়েন বলেছেন: শাহাদাত এর সাথে একমত হলেও রিয়াদ এর ব্যাপারে একদমই একমত না ......আপনার কথা রিয়াদ এর ব্যপারে একদমই শোভন নয় ...আপনার পাড়ার গলির সাথে মিলাচ্ছেন একজন জাতিয় দলের অলরাউন্ডার কে B:-/ ....আপনার কিরিকেট গিয়ান =p~ =p~ থাক আর বল্লাম না

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:০১

rakibmbstu বলেছেন: আরি!!!!!!

# কেন দিলাম বলেন আগে। ওইটা মাহমুদউল্লার কথা যে না তা তো বুঝার কথা।

# নিশ্চয়ই আপনার পড়ালেখার গিয়ান =p~ =p~ থাক আর বল্লাম না

৭| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪

িনহাজ রিমন বলেছেন: মাহমুদুল্লাহর ফর্মে নেই এবং এই সমস্যাটা সময়িক। কিন্তু দলের জন্য সে পারফেক্ট।
শাহদাতের বেপার আপনার সাথে সহমত।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:০২

rakibmbstu বলেছেন: ওকে।

৮| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:০৫

ইয়েন বলেছেন: আমি ভাই মুখ্খু মানুষ আমারে নিয়া না বললেও চলবে কিন্তু আপনি যে রিয়াদ কে নিয়ে বলেছেন দেখেছেন তো কেউ আপনাকে সাপোর্ট দেয় নাই দিবেও না ......তবে বলে রাখি আমি রিয়াদ এর খুব ভাল কোন ভক্ত/ফ্যান না ...আমি দলে কিছু হলেই দিয়ে দ্যাও বলি! আশরাফুল এর ফ্যান ....

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:০৯

rakibmbstu বলেছেন: রাগ করিয়েন না।

কেউ নিজের মতবাদ দিতেই পারে তা নিয়ে আমি কিছু মনে করিনা।কিন্তু ব্যক্তিগত আক্রমণ করে বললেন তাও আবার নিশ্চিত না হয়ে।এই জন্যই আসলে আরকি.............

৯| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:১০

গগণজয় বলেছেন: শাহাদাতের লাইন লেন্থ বলে কিছু নেই। বাজে বল করে।
কিনতূ রিয়াদ ভালো। তার এই সিরিজ টা খারাপ যাচ্ছে এই যা।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:১৭

rakibmbstu বলেছেন: ওহ!

১০| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:১১

ইয়েন বলেছেন: রাগের তো কিছু নাই .....তবে আ্যাশ এর আউট টা নিয়ে কিছু বলেন ....সঠিক ভাবে আউট হলেতো সবাই ওরে শূলে চরায় :(

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:১৮

rakibmbstu বলেছেন: হা হা হা এইটা দেখেনে সবাই

Click This Link

বিশ্বের সেরা আম্পায়ারিং।

দেখলাম

১১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:১২

ক্লান্তিহীন পথচারী বলেছেন: ভাই, ক্লাস প্লেয়ার তো অন্য জিনিস। ক্লাস প্লেয়ার হল সেসব প্লেয়ার যাদের ন্যাচারালি একটা অন্য ধরনের ট্যালেন্ট আছে। একটা টিমে কি আর সব প্লেয়ারই ক্লাসি হয় নাকি? সাকিব, নাসির, আশরাফুল : এরা হচ্ছে সত্যিকারের ক্লাস প্লেয়ার।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:২৩

rakibmbstu বলেছেন: ভাই, ক্লাস প্লেয়ার তো অন্য জিনিস। ক্লাস প্লেয়ার হল সেসব প্লেয়ার যাদের ন্যাচারালি একটা অন্য ধরনের ট্যালেন্ট আছে।

এইটাই বলছি ভাই।
যতটা শিখে নিয়ে খেলা যায় তাতে আমাদের দেশের তুলনায় অবশ্য মানানসই তা ঠিক।
তবে ব্যাপার কি এখন সহজলভ্য খেলোয়ার কিন্তু বলা যায় আছে।

১২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:১৫

রানা০৯ বলেছেন: ভাই, গত সিরিজে (ও: ইন্ডিজ) রিয়াদের মোট রান আর উইকেট কত ছিল একটু জানাবেন ???

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:২৬

rakibmbstu বলেছেন: ভাই যদি এক সিরিজে কারও খারাপ কিছু না বলা ভাল হয় তবে তো একই কথা বলা যায় কিছুটা ভাল খেললেও তাইনা।

আশরাফুলরে দেখেন। ভাল প্লেয়ার কিন্তু চান্স পায় অন্য প্লেয়ার রিপ্লেসে মানে কি? পারফর্মার এখন সহজলভ্য। ভাল না করলে তো বাদ যাবেই স্বাভাবিক।

টেস্টে মাহমুদউল্লাহর কাছ থেকে সিনিয়র সুলভ খেলা আশা করছিলাম। ওয়ানডে সিরিজ এর কথা বাদই না হয় দিলাম

১৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:২৫

আমি তুমি আমরা বলেছেন: োথায় শাহাদাত আর কোথায় মাহমুদুল্লাহ- কার সাথে কার তুলনা দেন?

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:২৭

rakibmbstu বলেছেন: কেমনে আবার দুইজনরে তুলনা দিলাম?

এইডা আবার কি কন???????

১৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:৩৮

rakibmbstu বলেছেন: পোস্টে পড়ে কোন ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে এজন্য কিছুটা এডিট করলাম

১৫| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৬

শয়ন কুমার বলেছেন: এশিয়া কাপে ফাইনালে, অনেকক্ষন থেকে ব্যাট করতেছিল ,সে সময় মাত্র ১ টি চার চেয়েছিলাম মাহামুদুল্লার কাছ থেকে !!কিন্তু আফসোস !!

সে নাকি একজন পুরো দস্তুর ব্যাটসম্যান !!!!!!!!!

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৯

rakibmbstu বলেছেন: সে বরাবরই এ রকম ব্যাট করে সেট হতে অনেক সময় নেয়।সেট হবার পর কান্ডজ্ঞান হারিয়ে এমন ব্যাট করে যে মনে হয় সে বুঝি কেবল নামলো!!!!!!!!

১৬| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:০৪

লিন্‌কিন পার্ক বলেছেন:
অন্য বোলার ইনজুরিতে তাই শাহাদাত কিন্তু রিয়াদের ক্ষেত্রে আপনার কথা মানতে পারলাম না ! সে ভাল খেলে হয়ত এখন খারাপ খেলতাছে

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৭

rakibmbstu বলেছেন: জিয়াউর রহমান কিন্তু দলে জানেন নিশ্চয়ই। ওরচেয়ে অনেক ভালো বোলার।এখন খেলায় কে কত জোরে বোলিং করলো তা দেখা হয়না কে কত ভালভাবে বলটা ক্রিজে ফেলতে পারলো তাই দেখা হয়।শাহাদৎ এর এই বলের প্রতি দখল প্রচুর নিম্নমানের অথচ জিয়াউরের মিডিয়াম স্পিডের বল স্ট্যাম্প বরাবর যায় যা অসাধারন ওয়ানডেতে দেখেছেন মনে হয়, সঙ্গে ব্যাটিংটাও করতে পারেন

যদি ১০০ বল খেলে ৩০ বা ৪০ করে আউট হয় তবে রানটা দলে অবদান রাখে সত্য কিন্তু তার ব্যাটিং স্টাইল সত্যিই নিম্নমানের। টেস্টে আবুল হাসানের ব্যাটিং স্টাইল দেখেছেন? তার চেয়ে ভাল নয়?

ব্যাটসম্যানের বল গেস করার ক্ষমতা ও সে অনুযায়ী মারাই ভাল ক্রিকেটারের লক্ষণ মাহমুদ উল্লাহর কি তা আছে??

১৭| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:৩৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
১) নজির বিহীন বাজে আম্পায়ারিং যা কেবল বাংলাদেশ এর বিপক্ষে বারবার ঘটে।

২) সাহদাতের মত বোলার! B:-) আবার টি-টুয়েন্টিতে । আফসোস ।

৩) বাজে ফিল্ডিং।

৪)এক্সট্রা রান।

৫) নাসির কে আগে নামানোর কি দরকার ছিল । ও যে পজিশনে খেলে সেখানে নামানোই দরকার ছিল।


:( :( :(

আমাদের হারার কারণ।

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৮

rakibmbstu বলেছেন: ঠিক!!!!

তবে টিম ম্যানেজম্যান্টের বোধগম্যের মধ্যে এসব বিষয় কেন যে থাকে না কে জানে?

১৮| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩০

পাগলাগরু বলেছেন: শাহাদাতরে asap দল থিকা বাইর করা দরকার। আমার মনে হয় তাসকিন এর থিকা অনেক ভালো বোলিং করে। রিয়াদ ভালো প্লেয়ার, হয়তো একটু খারাপ সময় চলছে, কিন্তু ভালো অলরাউন্ডার।

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩২

rakibmbstu বলেছেন: নি:সন্দেহে তাসকিন শাহাদতের চেয়ে ভালো বোলার কিন্তু শুধু জাতীয় দলে না এনে ওর বোলিংকে ক্ষুরধার করার জন্য আন্ত:বিভাগ আরও খেলা দরকার আছে। জাতীয় দলে বোলারদের উন্নতি খুবই কম হয় যার উজ্জল প্রমাণ এই শাহাদৎ এত দিন খেলেও অভিজ্ঞতা বলতে নামের পাশে এত ম্যাচ খেলছে আর কিছু নেই।

রিয়াদের ব্যাপারে বলব হয়তো ঠিক বলেছেন।

১৯| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪২

রাখালছেল০০৭ বলেছেন: আপনার সাথে আমি শতভাগ সহমত..................

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৯

rakibmbstu বলেছেন: ধন্যবাদ

২০| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৫

আবিদ ফয়সাল বলেছেন: ভাই,

চিল্লায়া গলা ফাটায়া লাভটা কি ? এইসমস্ত চিল্লানি কখনো জায়গামতো পৌঁছাবে না । আর পৌঁছাইলে ও কাজ হবে না ।

ব্যাটিং এ নাজিমুদ্দিন আর বোলিং এ শাহাদাৎ এর অত্যাচার সয়ে যেতেই হবে /:)

তবে, নাসিরের প্রতি সবসময় অবিচার করা হয় । ওকে টু/থ্রি ডাউনে নামানো উচিৎ সবসময় ।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৩

rakibmbstu বলেছেন: হুম ঠিক

২১| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩

খোলাচোখে বলেছেন: জুনায়েদ কে চোখে পড়েনা .. .... সুযোগ ... সবাই কে দেয়া উচিৎ সমানভাবে...

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৪

rakibmbstu বলেছেন: ঠিক কথা

২২| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৯

িট.িমম বলেছেন: Click This Link

গতকাল খেলাদেখে ম্যাজাজটা বিলা। আপনার সাথ একমত শাহদাত ই গতকাল্যর ম্যাচের কালপ্রিট। চিন্তাকরতে পারবেন? ২০ ওভার ম্যাচে ২৬ রান অতিরিক্ত এর মাঝে ১৯টা ওয়াইড, আর ফিল্ডিং দেখে মনেহল এরা খেপ খেলতে নেমেছে। কোন দেশের প্রতিনিধিত্ব তাদের ফিল্ডিং এবং বোলিং এর মাঝে দেখলাম না।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৬

rakibmbstu বলেছেন: এগো ধইরযো কম আচে। বোলিং এ মনে অয় কোন মতে ঢেল দিলেই অইলো

২৩| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৭

আহমাদ জাদীদ বলেছেন: মাহমুদুল্লাহ এর কথাটাতে একমত নই.........

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৫

rakibmbstu বলেছেন: তাই!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.