নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরলতাই আমার পথেয় জটিলতার ধার ধারি না!!!

দিনে সূর্য রাতে চাদঁ, নতুন আলোয় করবো মাত !

rakibmbstu

আমি বিশেষ কেউ নই!!!

rakibmbstu › বিস্তারিত পোস্টঃ

জরুরী সাহায্য চাই!!! কিছুক্ষণ আগে আমার মোবাইল চুরি হলো

২৯ শে জুন, ২০১৩ ভোর ৪:৫১

কি করা যায়? কেউ কি সাহায্য করতে পারবেন প্লিজ!! :-& :-& /:) /:) /:) X( X( X( X( X( X( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৩ ভোর ৪:৫২

টেস্টিং সল্ট বলেছেন: |-) |-) |-)

২৯ শে জুন, ২০১৩ ভোর ৫:৩৭

rakibmbstu বলেছেন: ঘুমান ক্যান কিছু কন!!

২| ২৯ শে জুন, ২০১৩ ভোর ৫:১০

আব্দুল্লাহ আল নোমান বলেছেন: "বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়।
দু:খতাপে ব্যথিতচিত্তে নাইবা দিলে সান্ত্বনা, দু:খ যেনো...

২৯ শে জুন, ২০১৩ ভোর ৫:৩৭

rakibmbstu বলেছেন: ধন্যবাদ। কোন কিছু করা যায় কি?

৩| ২৯ শে জুন, ২০১৩ ভোর ৫:৩৬

উড়ালিয়া বলেছেন: এত রাইতে ক্যামনে কি ভাই?

২৯ শে জুন, ২০১৩ ভোর ৫:৩৮

rakibmbstu বলেছেন: জানালা দিয়া নিলো!

৪| ২৯ শে জুন, ২০১৩ সকাল ৭:৩৮

লাইট ভাই বলেছেন: মোবাইল নাম্বার আর সেট এর মডেল টা বলেন।

২৯ শে জুন, ২০১৩ রাত ৮:৫৫

rakibmbstu বলেছেন: symphony t50. kisu ki somvob vai?

৫| ২৯ শে জুন, ২০১৩ সকাল ৮:১৭

নীল-দর্পণ বলেছেন: গতবছর এরকম এক রাতে আমার ফোনটাও বালিশের নিচ থেকে জানালা দিয়ে..... :(

মনে হয় কিছু করার নেই

৩০ শে জুন, ২০১৩ রাত ১২:০১

rakibmbstu বলেছেন: হুম বুঝতাছি কেমন লাগছিল আপনার

৬| ২৯ শে জুন, ২০১৩ সকাল ৮:১৯

নীল-দর্পণ বলেছেন: সাহায্য একটা করতে পারি সেটা হলো একটা পরামর্শ দিয়ে।
সেটা হল
কিছুদিন মোবাইলের শোক করুন তার পর
কাস্টমার কেয়ারে গিয়ে সিমটা তুলেনিন আর মার্কেটে গিয়ে একটা মোবাইল কিনুন। ব্যাস সব ঠিক-ঠাক (কিচুদিন একটু সমস্যা হবে কারো নাম্বার থাকবেনা, ব্যাপারস্‌না)

৩০ শে জুন, ২০১৩ রাত ১২:০১

rakibmbstu বলেছেন: :(( :(( :(( :((

৭| ২৯ শে জুন, ২০১৩ সকাল ১০:২২

রাতুল রেজা বলেছেন: খুব ই সহজ সমাধান, এখন ই গিয়ে সিমটা তুলে নিন, এর পর সরাসরি মার্কেটে গিয়ে নতুন একটা সেট কিনে নিন । ব্যাস হয়ে গেল

৩০ শে জুন, ২০১৩ রাত ১২:০২

rakibmbstu বলেছেন: :( :( :( :(

৮| ২৯ শে জুন, ২০১৩ সকাল ১০:২৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: নতুন মোবাইল কিনেন......আর সিম তুলেন।


এছাড়া আর কিছু নাই করার মতো।

৩০ শে জুন, ২০১৩ রাত ১২:০৩

rakibmbstu বলেছেন: :( :( :( :(

৯| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪৬

দেশটাকে আবার স্বাধীন করবো বলেছেন: দুখখের কথা মনে করাইয়া দিলেন। গত বছর একটা সেট চুরি হইছে ঘরের ভিতর থেকে, তার আগের বছর নিছে জানালা দিয়া। দুইটাই ঘমের মধ্যে চুরি হইসে :(( :(( :((

৩০ শে জুন, ২০১৩ রাত ১২:০৪

rakibmbstu বলেছেন: হুম ভুক্তভোগীরাই এর মর্মসার বুঝে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.