নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরলতাই আমার পথেয় জটিলতার ধার ধারি না!!!

দিনে সূর্য রাতে চাদঁ, নতুন আলোয় করবো মাত !

rakibmbstu

আমি বিশেষ কেউ নই!!!

rakibmbstu › বিস্তারিত পোস্টঃ

সর্বশেষ: মিশরে গণঅভূথান।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:৩০

মুরসি সহ সকল ব্রাদার হুড নেতা অবরুদ্ধ।



কায়রো বিশ্ব: প্রধান ধর্মীয় নেতা ও সশস্ত্র বাহিনী প্রধানরা এই অভু্থানের পক্ষে বলেছেন।



পুরো মিশর দুই ভাগে বিভক্ত এক ভাগ নাসির সিটি (মুরসি সমর্থক) অন্য ভাগ তাহরির স্কয়ার (মুরসির বিপক্ষ) অবস্থান করছে



রক্তপাত বা গণহত্যা শুরু হতে পারে যে কোন মুহূর্তে

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:৩৪

কলাবাগান১ বলেছেন: State and religion should be separated. When it is mixed together, that's a recipe for disaster.

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ২:৪৬

rakibmbstu বলেছেন: ঠিক

২| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ২:২৫

কাকতড়ুয়া007 বলেছেন: এটা সেনা অভ্যুত্থান !
কোন ভাবেই গণঅভূথান নয় !

পুরো মিশর দুই ভাগে বিভক্ত এক ভাগ নাসির সিটি (মুরসি সমর্থক) অন্য ভাগ তাহরির স্কয়ার (মুরসির বিপক্ষ) অবস্থান করছে !

কিভাবে গণ গণঅভূথান হয়

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ২:৪৬

rakibmbstu বলেছেন: B:-) B:-) :-B :-B

৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ২:৫৮

মিজানুর রহমান মিলন বলেছেন: সংবিধান বাতিল করা হল। মিশরে সামরিক অভ্যুত্থান । মুরসি সরকারের পতন।

প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে চলমান সংকটের ভয়াবহ পরিণতির বিষয়ে সবাইকে সতর্ক করে দিয়ে বলেছেন, যারা জনগণের রক্ত ঝরাতে চায় এবং সহিংসতা ছড়িয়ে দিতে চায়, সর্বশক্তি দিয়ে তাদের মোকাবিলা করা হবে।
মুরসি আরো বলেছেন, নিজের জীবনের মতোই ২৫ জানুয়ারির বিপ্লব এবং এর লক্ষ্য-উদ্দেশ্য ও সাফল্য রক্ষা করবো। অবশ্য সরকার বিরোধীরা মুরসির এ বক্তব্যকে যুদ্ধ ঘোষণার শামিল বলে মনে করছে।

সংর্ঘষের আশঙ্কা ।মিশর এখন সরকার বিরোধী ও সরকার সমর্থকদের শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত হয়েছে। আসলে এই পরীক্ষায় দুই পক্ষের কারোরই জয় হবে না বরং এর মাধ্যমে দেশটিকে বিপদজ্জনক গন্তব্যের দিকে ঠেলে দেয়া হচ্ছে। যারা মিশরে শান্তি ও স্থিতিশীলতা চায় না, চলমান পরিস্থিতি তাদের স্বার্থই রক্ষা করবে। একইসঙ্গে সাধারণ মানুষের হতাশা আরো বাড়বে।এর আগে যেটা বলেছিলাম এখন সেটাই হলো-সামরিক অভ্যূত্থান ও অনিশ্চিত গন্তব্যের পথে মিশর ......


মিশর নিয়ে আমার ব্লগ.

Click This Link

৪| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:০১

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
দূর থেকে পশ্চিমা বিশ্বের মিডিয়া ফলো করা ছাড়া আর কিইবা করার আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.