নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরলতাই আমার পথেয় জটিলতার ধার ধারি না!!!

দিনে সূর্য রাতে চাদঁ, নতুন আলোয় করবো মাত !

rakibmbstu

আমি বিশেষ কেউ নই!!!

rakibmbstu › বিস্তারিত পোস্টঃ

''Hand of God'' কি ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় নয়?

০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:০৯

Hand of God মূলত ১৯৮৬ সালের ২২ জুন অনুষ্ঠিত হওয়া ইতিহাসের এক কলঙ্ক জনক অধ্যায় যেখানে এক নামী খেলোয়ার অখেলোয়ার সুলভ আচরন করে পার পেয়ে যায় ঐ ম্যাচের রেফারীর অদক্ষতা বা নেপোটিজম এর কারণে...... যেখানে এই খেলোয়ারটি হলুদ বা লাল কার্ড পেতো পারতো সেখানে উল্টো তার হাত দিয়ে করা ন্যাক্কারজনক গোলটি রেফারির ভুলে স্বীকৃতি পেয়ে যায়........ এর পরিক্রমায় তারা কোয়ার্টার ফাইনাল হতে ফাইনালে উঠে এবং পরবর্তীতে উক্ত বিশ্বকাপটি নিজেদের করে নেয় ঐ দলটি....... তবে সবাই তার মত ভাগ্যবান নয় উরুগুয়ের এক খেলোয়ার গেলো বিশ্বকাপেই একই কাজ করে প্রতিপক্ষের হতে যাওয়া নিশ্চিত গোল বাচিয়ে নিজের দেশের হিরো হয়েছিলেন যিনি নিজেই আজ বিতর্কিত....... আমি তার সাথে বিশ্বকাপ জয়ী দলের ঐ সদস্যের কোন পার্থক্য দেখিনা, শুধু একজন কোনভাবেই হোক পরবর্তী খেলায় জয়লাভ করে ..... শুধু পার্থক্য এই যে হয়তো তখনকার ফিফার অবস্থা ও কার্যাবলী হয়তো তার বিরুদ্ধে কোন কঠোর অ্যাকশন নিতে সচেষ্ট করেনি........ তখন হাত দিয়ে গোল করে পার পাওয়া যেত এখন হাত দিয়ে গোল না করেও শাস্তির সম্মুখিন হতে হয় এই বাস্তবতা...... ইতিহাস সবসময় বিজয়ীর পক্ষে কথা বলে, তাই হয়ত এই প্রতারণার পরেও পার পেয়ে যায় এই খেলোয়ারটি। যারা Hand of God বলে মিষ্টি হাসি দিয়ে মনে করে এইটা তাদের ক্রেডিট তাদের বলব তারা মিথ্যা, শঠতা কে প্রশ্রয় দিয়ে নিজের দলের নীচতাকেই প্রমাণ করসেন যা আদৌ ভালো কিছু নয়.........



[পুনশ্চঃ আমি নিরপেক্ষ ভাবেই এই টুকু লিখার চেষ্টা করেছি, অনেককেই দেখি Hand of God নিয়ে তৃপ্তির হাসি হাসতে এবং এ নিয়ে বড়াই করতে, তা দেখে অনেক দিন হতেই এই বিষয়ে লিখার ইচ্ছা ছিল আজ একটু সময় পেয়ে লিখে দিলাম ]

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:২৪

মদন বলেছেন: নিজের অপরাধ ইশ্বরের নামে চালানোর বড় মজা হইলো ইশ্বর প্রতিবাদ করে না।

০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:৩০

rakibmbstu বলেছেন: হা হা হা

২| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:৫২

কেএসরথি বলেছেন: খেয়াল করে দেখবেন নিরপেক্ষ ভাবে লেখতে পারেন নি। এর কারন, একটাই আপনি আর্জেন্টিনার সাপোর্ট করেন না। এটাতে কোন সমস্যা নেই। ম্যারাডোনার গোলটি সম্পূর্ন বাতিল ছিল, রেফারী কল্যানে সেটা গনায় ধরা হয়েছে। এটা নিয়ে কারো তৃপ্তি নিয়ে হাসি হাসার কিছু নাই।

সে হাত দিয়ে গোল করছে, সারা দুনিয়া সেটা দেখছে - এখানে লুকানোর কিছু নাই যে সে হাত দিয়ে বলটা জালে ঢুকিয়েছে।

এখন চাইলেই ব্রাজিল বা জার্মানির হাজারো পেনাল্টি খুজে বের করা যাবে, যেগুলো আসলে পেনাল্টি হয় নি - কিন্তু রেফারির ভূলে পেনাল্টি দেয়া হয়েছে, এবং তারা জিতে গেছে। এখন এই সব নিয়ে দুইদিন পর পর ঘষা মাজার করার কি কারন, আমি জানি না।

আসল কথাটা বললেই তো হয়, "আর্জেন্টিনারে দেখতে নারি" - কাহিনী খতম। আজ থেকে ৩০ বছর আগের ঘটনা (তাও আবার খেলার ঘটনা) নিয়ে এত ভাবনা-চিন্তাটার খুব একটা প্রয়োজন আছে কি?

০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:৪৪

rakibmbstu বলেছেন: খেয়াল করে দেখবেন নিরপেক্ষ ভাবে লেখতে পারেন নি

হয়তো

এর কারন, একটাই আপনি আর্জেন্টিনার সাপোর্ট করেন না

তাহলে কি আর্জেন্টিনার সাপোর্ট করে তারাই মাত্র নিরপেক্ষ ভাবে লিখতে পারবে? B:-) B:-)

সে হাত দিয়ে গোল করছে, সারা দুনিয়া সেটা দেখছে - এখানে লুকানোর কিছু নাই যে সে হাত দিয়ে বলটা জালে ঢুকিয়েছে।

আমি তো বলিনাই যে সে লুকিয়েছে বলেছি রেফারির কথা সে দেখেনাই বা নেপোটিজম করেছে

এখন চাইলেই ব্রাজিল বা জার্মানির হাজারো পেনাল্টি খুজে বের করা যাবে, যেগুলো আসলে পেনাল্টি হয় নি - কিন্তু রেফারির ভূলে পেনাল্টি দেয়া হয়েছে, এবং তারা জিতে গেছে।


এটা আমি অস্বীকার করি না।

এখন এই সব নিয়ে দুইদিন পর পর ঘষা মাজার করার কি কারন, আমি জানি না।

তার মানে আরো অনেকে এই নিয়ে কথা বলে?

আসল কথাটা বললেই তো হয়, "আর্জেন্টিনারে দেখতে নারি" - কাহিনী খতম।


দেখতে পারি না এইটাই তো লিখতে চাইছিলেন নাকি? তাকে দেখার না দেখার আমি কে? তাদের সাথে তো আমার কোন শত্রুতা নেই। যে এই কথা বলতে যাব। আপনি বোধ হয় রেগে গেছেন প্রিয় দলের কিছু নেগেটিভ পয়েন্ট পেয়ে। বি কুল ম্যান। বি স্পোর্টিভ :D :D

আজ থেকে ৩০ বছর আগের ঘটনা (তাও আবার খেলার ঘটনা) নিয়ে এত ভাবনা-চিন্তাটার খুব একটা প্রয়োজন আছে কি?

আসলেই প্রয়োজন নেই। কিন্তু কেন লিখলাম তা কি লেখা পড়ে বুঝেননি? তা হয়তো আমারই ব্যর্থতা। আমি বলেছি :


অনেককেই দেখি Hand of God নিয়ে তৃপ্তির হাসি হাসতে তা দেখে অনেক দিন হতেই এই বিষয়ে লিখার ইচ্ছা ছিল আজ একটু সময় পেয়ে লিখে দিলাম

যাই হোক পয়েন্ট ধরে ধরে মন্তব্য করাটা আমার ঠিক হলো কিনা বুঝতে পারছি না। ভুল ত্রুটি মার্জনা প্রার্থী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.