নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"The whole world is great ashtray\"

রাকীব হাসান

***আশা আছে বিন্দু বিন্দু তাই যুদ্ধ বেঁচে থাকার ***

রাকীব হাসান › বিস্তারিত পোস্টঃ

আমার বিশ্বাস হচ্ছেনা তবে খুব ভাল সংবাদ "খালেদাকে সংলাপের আহ্বান হাসিনার"

০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “হরতাল প্রত্যাহার করেছেন, আসুন আমরা বসি। বসে আলাপ আলোচনা করি।”



আলোচনার জন্য সংসদকে সবচেয়ে ভাল স্থান মনে করলেও যে কোনো স্থানে বসতে রাজি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী।



“আসুন, যেখানে খুশি বসি। আমি মনে করি, পার্লামেন্ট সবচে ভাল জায়গা, নিরপেক্ষ জায়গা। আসুন বসি; আপনাদের দাবি দাওয়া শুনি।”



আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার পর থেকেই বিএনপি সমমনা দলগুলোকে নিয়ে আন্দোলন চালিয়ে আসছে।



এই পরিস্থিতিতে আগামী নির্বাচন নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের মতপার্থক্য অবসানে কূটনীতিক ও ব্যবসায়ীরাও দুই নেত্রীকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।



এ নিয়ে হাইকোর্টে রিট আবেদনও হয়েছে, যাতে দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেত্রীকে নিয়ে রাজনৈতিক সংলাপ শুরুর জন্য আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়।



এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংলাপে তার দলের অনাপত্তির কথা জানালেও তার প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা বলেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতির দাবি সরকার মেনে নিলে তবেই সংলাপ হতে পারে।



প্রধানমন্ত্রী এবার নিজেই সংলাপের কথা বললেও নির্দলীয় সরকারের প্রশ্নে আগের অবস্থানে থাকার কথাই বলেছেন তিনি।

গণভবনে ঝালকাঠী জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, “জনগণ যাকে ভোট দেবে সেই জয়ী হবে। নির্বাচন কমিশন এখন স্বাধীন। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবেই আমাদের এখানে নির্বাচন হবে।”



সাভারে ভবন ধসে হতাহতের ঘটনায় বিএনপি বৃহস্পতিবার হরতাল ডাকলেও প্রধানমন্ত্রীর আহ্ববানে তা প্রত্যাহার করায় খালেদা জিয়াকে আবারো ‘আন্তরিক’ ধন্যবাদ জানান শেখ হাসিনা।



বিএনপি চেয়ারপার্সনের উদ্দেশে তিনি বলেন, “পার্লামেন্টে আসুন, হরতাল পরিহার করুন। দেশের মানুষের সার্বিক কল্যাণে কাজ করুন; সেটাই আমরা চাই।”



দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার ওপরও জোর দেন প্রধানমন্ত্রী।



তিনি বলেন, “যেটুকু করার করব। আপনাদের আহ্বান জানাই। দেশের জন্য যেটা ভাল সেটা করব।”



দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী স্পিকার হওয়ার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আবারো বিরোধী দলীয় নেতাকে বলব, উনি যেন পার্লামেন্টে আসেন। আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করেছি। এখন স্পিকার একজন মহিলা। প্রধানমন্ত্রী মহিলা। বিরোধী দলীয় নেতা মহিলা। সংসদের উপনেতা মহিলা।”



বিরোধী দলীয় নেতাও একজন নারীকে উপনেতা নির্বাচিত করে ‘দৃষ্টান্ত স্থাপন করতে পারেন’ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।



“উনি পার্লামেন্টে আসুক। তিনজনের একসঙ্গে অন্তত একটা ছবি থাকুক। নারীর ক্ষমতায়নে আমরা যে অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছি তা সবাই দেখুক।”

সুত্র

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

রাকীব হাসান বলেছেন: “উনি পার্লামেন্টে আসুক। তিনজনের একসঙ্গে অন্তত একটা ছবি থাকুক। নারীর ক্ষমতায়নে আমরা যে অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছি তা সবাই দেখুক।”

২| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

একাকী বাংলাদেশি বলেছেন: এই মহিলা এরকম ডাক দিতে পারে বিশ্বাস হয় না।

৩| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:০০

আরিফ আহমেদ বলেছেন: সবাই এখন এরকম করছে আর্মির ভয়ে,পাছে না ক্ষমতা আর্মির হাতে যায়

৪| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

বাংলার হাসান বলেছেন: পাটা-পুতার ঘসা-ঘসি মরিচের রপা-দফা।

৫| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

শাহীন উল্লাহ বলেছেন: হা হা হা হা হা হা হাাহ াহ

সেই তো মল খসালি
তবে কেনো লোক হাসালি???

৥একাকী বাংলাদেশি : এই মহিলা শুধু ডাক ই দিবে না কয়েকদিন পর আব্বা ও বলবে, হাম্বা, কাউঠ্ঠা লীগ েএখন কঠিন সময় পার করছে !!! তারা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের নাড়া দিয়েছে৤ এখন টের পাবে ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.