নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"The whole world is great ashtray\"

রাকীব হাসান

***আশা আছে বিন্দু বিন্দু তাই যুদ্ধ বেঁচে থাকার ***

রাকীব হাসান › বিস্তারিত পোস্টঃ

কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো ...........

০২ রা জুন, ২০১৩ রাত ১০:৩২



অভিযোগ ১: ২০০৪ সালের ইন্ডিয়ার সাথে ম্যাচ এর আগের দিন জাবেদ নামের বাজিকর এর সাথে কথা হয় আশরাফুল এর এবং কথা অনুযায়ী ১৫ ওভার এর মধ্যে ৬০ রান থাকতে হবে

কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো আশরাফুল ৪ নাম্বার এ ব্যাটিং করছে তাহলে বাকি ৩ ব্যাটসম্যান কি করছে?রফিক ভাই ২ বল খেলে আউট হয়ছে ফিক্সিং এ জড়িত থাকলে ২০ বল খেলত?



অভিযোগ ২ : ২০১০ সালের ইন্ডিয়া এর সাথে টেস্ট ম্যাচ এ ৩ ওভার এ ৬ রান করতে হবে কিন্ত আশরাফুল পারে নাই ৩ ওভার ও খেলতে ২ ইনিংস এ।আশরাফুল যদি টাকা খাইত তাহলে কি ৩ ওভার খেলতে পারত নাহ কুত্তা কামর দিলেও আমি বিশ্বাস করব নাহ এই কথা।



অভিযোগ ৩: এস এল পি এল এ ৭-৮-৯ এই তিন ওভার এ নাকি ১৪ রান করতে হবে কিন্ত আশরাফুল ৬ ওভার এর সময় আউট হয়ে গেছে টাকা খাইলে কি আউট হয়তো আর এই ৩ ওভার কি শুধু আশরাফুলই ব্যাটিং করত বাকিরা কি বাল ছিঁড়ত এই টাইম এ

কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো ?কাজ না হবার পর ও নাকি টাকা দিয়ে দিছে আশরাফুল কে ওরে আল্লাহ কত ভালোবাসা দেখছনি......।



অভিযোগ ৪ : নিউজিল্যান্ড এর সাথে ৫ এবং ৬ ওভার এর সময় ১০ রান এর কম করতে হবে এই ১২ বল কি আশরাফুল একা খেলছে কি কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো ?



অভিযোগ ৫ : বাজিকর সুনিল বলছে বাংলাদেশ এর ক্রিকেটার জড়িত কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো সুনিল যদি বলে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতছে ফিক্সিং করে তাহলে কি ওয়ার্ল্ড কাপ শ্রীলঙ্কা কে ফিরিয়ে দিবে?



এই সব কিছু নাকি আশরাফুল স্বীকার করছে আই সি সি র কাছে কথা হল আই সি সি কি Prothom Alo কে কি এই রিপোর্ট দিছে হার্ড কপি অথবা ইমেইল এর মাধ্যমে দিলে দেখতে চাই?



আই সি সি কি তদন্ত চলাকালিন কোন রিপোর্ট কোন সংবাদ মাধ্যম কে দেয় নাহ তাহলে Prothom Alo কি ভাবে পাইল?



যদি আই সি সি Prothom Alo কে কোন রিপোর্ট না দিয়ে থাকে তাহলে Prothom Alo কিসের ভিত্থিতে এই রিপোর্ট দিল কার উদ্দেশ্য হাসিল এর জন্য দিল??

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৩ রাত ১০:৪৮

মাহমুদুর রাহমান বলেছেন: X( X((

২| ০২ রা জুন, ২০১৩ রাত ১১:০৫

বিবর্ণ সময় বলেছেন: সহমত ভাই। যদি কিছু সত্যও হয় তাহলে আইসিসির রিপোর্ট পাবলিশ হওয়ার পর চিন্তা করা যাবে। কিন্তু মাগার যদি নিউজ গুলা মিথ্যা হয় প্রথম আলোরে খাইছি।

০২ রা জুন, ২০১৩ রাত ১১:০৬

রাকীব হাসান বলেছেন: কিন্তু মাগার যদি নিউজ গুলা মিথ্যা হয় প্রথম আলোরে খাইছি।

৩| ০২ রা জুন, ২০১৩ রাত ১১:৩১

বাংলার হাসান বলেছেন: তেলাপোকাও পাখি, প্রথম আলুও পত্রিকা।

৪| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:১১

শ্রাদ্ধশান্তি বলেছেন: ভাই FB তে share করলাম। আপত্তি নাই তো ?

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:২৪

রাকীব হাসান বলেছেন: নো প্রোবলেম

৫| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৩২

কেএসরথি বলেছেন: দালাল পেপার দালালী তো করবেই।

৬| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:৩৭

rakibmbstu বলেছেন: ++++++++++++++++++

তাও যদি লাফালাফি করা কিছু বলদের আপনার কথাটুকু বুঝে আরকি।

কুকুর কুকুরের মাংস খায়না কিন্তু বাঙ্গালী বাঙ্গালীর কি .............. ?

৭| ০৩ রা জুন, ২০১৩ সকাল ৭:০৯

চলতি নিয়ম বলেছেন: তলোদেশ পত্রিকায়ও একই নিউজ করেছে।
ফিক্সিং কেলেঙ্কারি : আজীবন নিষিদ্ধ হতে পারেন আশরাফুল
ম্যাচ গড়াপেটায় ধরা পড়ার জন্য আজীবন নির্বাসিত হতে পারেন আশরাফুল। কারণ আইসিসির দুর্নীতি দমন শাখার জেরার মুখে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন তিনি। মেনে নিয়েছেন, ইচ্ছাকৃতভাবে ম্যাচ হারার জন্য তিনি টাকা নিয়েছিলেন। কমপক্ষে তিন বছরের জন্য নির্বাসন তার বাঁধা।

দোষী হলে অবশ্যই তার সাজা হওয়া উচিত। যাতে ভবিষ্যতে আর কেউ এমন কুকাম করার সাহস না পায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.