নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"The whole world is great ashtray\"

রাকীব হাসান

***আশা আছে বিন্দু বিন্দু তাই যুদ্ধ বেঁচে থাকার ***

রাকীব হাসান › বিস্তারিত পোস্টঃ

দয়া করে কেউ টয়লেটে ডলার ব্যবহার করবেননা, টয়লেট টিস্যু ব্যবহার করুন !!!

২০ শে জুন, ২০১৩ রাত ৯:৪৩

ক্রিকেট খেলার সুবাদে জিম্বাবুয়ে দেশটির নাম কমবেশি আমরা সবাই জানি।

আজ এই দেশটির মুদ্রার কথা বলব। জিম্বাবুয়ের মুদ্রার নামও ডলার। কিন্তু সেটা যে কি ঢংয়ের ডলার, এখনি বুঝতে পারবেন।



২০০৭ সালে জিম্বাবুয়ের মুদ্রাস্ফীতি চরমে উঠে যায়। ফলে,



২২ শে ডিসেম্বর ২০০৭-

5,00,000 ডলারের একটি নতুন নোট বাজারে ছাড়া হল !!!



তারপর কিছুদিন পর

এলো 7,50,000 ডলারের নোট !!!



জানুয়ারী ২০০৮-

বাজারে এলো নতুন নোট, ১০ মিলিয়ন ডলার !!!



এরপর ৫০ মিলিয়ন ডলারের নোট চালু করা হল !!!



তাতেও পোষাচ্ছে না, এবার

এল ২৫০ মিলিয়ন ডলারের নোট !!!



মে ২০০৮ এ ৫০০ মিলিয়ন

ডলারের নোট বাইর হইল !!!



জুন ২০০৮, ২৫ এবং ৫০

বিলিয়ন ডলারের নোট বাহির

হইল !!!



শালার মূল্যস্ফীতি এমন বাড়াই বাড়ল যে, সারা বিশ্ব দেখলো পৃথিবীর সবচেয়ে বড় নোটটি.....

১০০ বিলিয়ন ডলারের নোট !!!



আচ্ছা ভাবুন তো, এই ১০০ বিলিয়ন ডলার দিয়ে আপনি কি কি কিনতে পারবেন ?



!!! মাত্র ৩ টি মুরগির ডিম !!





সেখান কার টাকার মান এতই নিচে, যে পাবলিট টয়লেট পেপারগুলোতে লেখা থাকে-

দয়া করে কেউ টয়লেটে ডলার ব্যবহার করবেননা, টয়লেট টিস্যু ব্যবহার করুন !!!

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.