নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"The whole world is great ashtray\"

রাকীব হাসান

***আশা আছে বিন্দু বিন্দু তাই যুদ্ধ বেঁচে থাকার ***

রাকীব হাসান › বিস্তারিত পোস্টঃ

আমরা যারা ২০০০ সালের আগে জন্মেছি তারা বিশেষ ভাগ্যবান আজকের পৃথিবীতে..

১২ ই জুন, ২০১৫ রাত ৯:৪৫

আমরা যারা ২০০০ সালের আগে জন্মেছি তারা বিশেষ ভাগ্যবান আজকের পৃথিবীতে..

কেন??
.....আমরা সমস্ত প্রযুক্তির ব্যবহার জানি এবং উপভোগ করি ......!!!
কিন্তু .....
আমরা কখনো জানোয়ারের মত বইয়ের পাহাড় মাথায় করে বিদ্যালয় যাই নি।
আমাদের মা বাবাকে কখনো আমাদের পড়াশোনার চিন্তায় নিজেদের জীবন ব্যতিব্যস্ত করতে হয় নি...!
স্কুলের পরেও সূর্যাস্ত পর্যন্ত বন্ধুদের সাথে চুটিয়ে খেলতাম প্রান খুলে.....
আমরা প্রাকৃতিক বন্ধুদের সাথে জীবন কাটাতাম, net friends দের সাথে নয়......।
যখনই তৃষ্ণার্ত থাকতাম মন খুলে কল থেকে জল খেতাম, জীবানুর ভয়ে pure it থেকে নয়.. তাও অসুস্থ হয়ে পড়ি নি।
আমরা ১ টাকার আইসক্রিম ৪ জন ভাগ করে খেয়েও পেট খারাপ করে বসি নি!
আমরা প্রতিদিন পেট ভরে ভাত আর প্রান খুলে মিষ্টি খেয়েও মোটা হয়ে পড়ি নি।
খালি পায়ে জমিতে ফুটবল খেলা সত্বেও পা ভেঙে ফেলিনি।
সুস্থ থাকার জন্য কখনো revital দরকার হয় নি।
খেলনা আমরা নিজেরাই বানিয়ে খেলতাম ।
মা বাবার কাছে থেকেই মানুষ হয়েছি, mentor দরকার হয় নি ।
আমরা সব ভাই বোনেরা একরকম জামা কাপড় পরে মজা পেতাম ..common বলে নয়....
একরকম হওয়ার আনন্দে..
শরীর খারাপ হলে ডাক্তার আমাদের কাছে আসতো, আমরা ওই অবস্থায় যেতাম না।
আমাদের কাছে মোবাইল, DVD's, Play station, Xboxes, PC, Internet, chatting ছিল না
কারন আমাদের কাছে সত্যিকারের বন্ধু আছে ।
বন্ধুকে না জানিয়ে তার ঘরে গিয়ে একসাথে খাওয়া দাওয়া করে মজা পেতাম । কখনো ফোন করে appointment নিতে হয় নি ।
‪সংগৃহীত‬

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৫ রাত ১০:২১

হানিফঢাকা বলেছেন: 100% true. Miss those days

২| ১২ ই জুন, ২০১৫ রাত ১০:৩৭

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: চমত্‍কার ! পুরনো দিনের কথা মনে পরে গেল রে ভাই

৩| ১৩ ই জুন, ২০১৫ রাত ৮:৩৫

মশিকুর বলেছেন:
আসলেই আমরা ভাগ্যবান :)

৪| ১৩ ই জুন, ২০১৫ রাত ১১:৩৭

ওয়াছেকুজ্জামান চৌধুরী বলেছেন: আসলেই ঐ দিনগুলো ছিল বড় মধুময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.