নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের বিপরীতে না, সময়ের সাথে...

মোহাম্মেদ মুহসীন

বানিয়ে বানিয়ে আমি গল্প লিখতে পারিনা, আমি গল্পকার নই!!!

মোহাম্মেদ মুহসীন › বিস্তারিত পোস্টঃ

জীবন থেকে নেয়া, পার্ট -২

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৪


আমার জীবন থেকে অভিজ্ঞতালব্ধ কিছু কথাঃ

৮। কেউ ফেলে গেছে আপনাকে, তার স্মৃতি ভুলতে চাচ্ছেন? কি দরকার ভুলে যাবার! কেউ কিছু দিয়ে গেলে সেটা মনে রাখতে হয়। আর মানুষের মনে কেউ দাগ কাটলে সবটা মুছে না কখনোই, তাই সেসব মনে রেখে এগিয়ে যান।

৯। আজকে হয়তো কারো কথা ভেবে গলার মধ্যে কি যেন দলা পাকাচ্ছে, খেতে পারছেন না, সব বিস্বাদ লাগছে, দম বন্ধ হয়ে আসছে, তাকে ভেবে কবিতা লিখছেন আর সদ্য শেখা সিগারেটে ছোট ছোট টান দিচ্ছেন। বিশ্বাস করুন, আজ থেকে এক বছর পরে এসব মনে করে আপনি হাসবেন, আর নিজেই বলবেন “কতো বোকা ছিলাম।”

১০। আমাদের দৈনন্দিন জীবনের সব কিছুতে লিখিত নিয়ম খুঁজতে যাবেন না। কিছু কিছু ব্যপার সাধারণ বুদ্ধি দিয়ে চিন্তা করলেই সঠিক পথ পেয়ে যাবেন। যেটা আপনার কাছে প্রথমে সঠিক মনে হবে, দেখবেন পরে সেটাই সঠিক হিসেবে গণ্য হবে। সহজ ভাবে চিন্তা করুন, জীবন অনেক সহজ হবে।

১১। আপনি যেমন, উপরওয়ালা আপনাকে তেমনই রাখবেন। এবার আপনি মাসে হাজার টাকা কামাই করেন অথবা লাখ।

১২। অন্যের কি আছে বা নেই, সেদিকে কখনো নজর দিবেন না। সবসময় দেখুন আপনার কি আছে বা নেই, আপনার কি লাগবে। কারো তুলনা করে কিছু চাইবেন না, শুধু নিজেরটা বলেন। আপনি অন্যের কথা তুলনা দিলে হয়তো দুজনেই হারাতে পারেন।

১৩। সবসময় মনে রাখবেন আপনি কোন কথা যতই বিশ্বস্ত কারো কাছে বলুন না কেন, সেটা ফাঁস হয়ে যেতেই পারে। তাই বলার আগে চিন্তা করে বলুন কারো ক্ষতি করছেন না তো?

১৪। আপনার বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট করবেন না, কিছুটা ছাড় দিয়ে হলেও অটুট রাখুন, কেননা সে আপনার দুর্বলতা জানে।

পুনশ্চঃ লেখাগুলা সম্পূর্ণ আমার জীবনের অভিজ্ঞতার আলোকে নিজের অনুর্ভর মস্তিষ্কের প্রশব করা, কারো ব্যক্তিগত জীবনের সাথে মিলেগেলে আমাকে দায়ী করবেণ না।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২১

মোস্তফা সোহেল বলেছেন: সব গুলোই অনেক সুন্দর হয়েছে।
পোষ্টে +++

২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

মোহাম্মেদ মুহসীন বলেছেন: ধন্যবাদ।

২| ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


আপনার কথাগুলো আমার কথার সাথে মিলেনি; তবে, অন্যদের সাথে মিলেছে, এ ধরণের কথা আগেও শুনেছি

২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

মোহাম্মেদ মুহসীন বলেছেন: একেবারেই স্বাভাবিক ব্যপার, সবার সাথে মিলবে না, আবার অনেকে ভাল লাগবে না।

৩| ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৭

শামচুল হক বলেছেন: দারুণ

২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

মোহাম্মেদ মুহসীন বলেছেন: ধ্যনবাদ।

৪| ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৩

আখেনাটেন বলেছেন: ভালো কথা। ত

তবে মানুষ কাজের সময় এগুলো ভাবার সময় পায় না। তাই ভুল-ভ্রান্তি নিয়েই মানুষ।

২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

মোহাম্মেদ মুহসীন বলেছেন: আপনার সাথে সহমত, আমিও ভুল গুলো করেছি বলেই এগুল বলতে পারছি আজকে।

৫| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ইতোমধ্যেই যেসব ভুল করে ফেলেছি তার কী হবে?

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১১

মোহাম্মেদ মুহসীন বলেছেন: আমার প্রথম উক্তিতে আপনার প্রশ্নের উত্তর নিহিত রয়েছে।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৬

অপর্ণা মম্ময় বলেছেন: কিতাবি কথার মত লেগেছে আপনার অভিজ্ঞতাগুলো। কোথাও যেন পড়েছি পড়েছি এমন লাগে।
যাই হোক এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনি বেনিফিটেড হয়েছেন তো?

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৬

মোহাম্মেদ মুহসীন বলেছেন: সহজ ভাষায় লিখেছি তাই হয়তো আপন লেগেছে, আর ভুল থেকে শিখেই অভিজ্ঞতা অর্জন করেছি, তাই ভুলের পুনরাবৃত্তি করিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.