নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচিত, অর্ধ-পরিচিত কেউ আমাকে ঘৃণা করে না। কিন্তু আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি সেই মানুষটা আমাকে প্রচণ্ড ঘৃণা করে!

আকাশ দেখা ঘুড়ি

এভ্রি সিঙ্গেল পোস্ট ইজ এ সাইলেন্ট ম্যাসেজ টু সামওয়ান!

আকাশ দেখা ঘুড়ি › বিস্তারিত পোস্টঃ

হ্যালো ১০৯২১? আমাকে বাঁচাও!’ প্রয়োজনীয় পোস্ট সবার জন্য!

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১০

হ্যালো ১০৯২১? আমাকে বাঁচাও!’

ওপরের ফোন নম্বরটি সবাই নিজেদের মোবাইলে সেভ করে রাখুন। ১০৯২১। মনে রাখার জন্য বলা যায়, দশ নয় দুই এক। কোনো নারী নির্যাতনের শিকার হলে, বখাটেদের আক্রমণের মুখে পড়লে অথবা অপমানিত হওয়ার আশঙ্কা করলে সঙ্গে সঙ্গে এই নম্বরে ফোন করে সাহায্য চাইবেন। এর জন্য কোনো চার্জ দিতে হবে না। টোল ফ্রি। সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা খোলা। যেকোনো মোবাইল অপারেটরের সিম ও টিঅ্যান্ডটি নম্বর থেকে ফোন করা যাবে।

কোনো নারী বিপদে পড়লে বা বখাটেদের আক্রমণের শিকার হলে সঙ্গে সঙ্গে ডায়াল করুন ১০৯২১ নম্বরে।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩১

চাঁদগাজী বলেছেন:


এই নম্বর কিভাবে ম্যানেজ করা হবে, সাহায্য করবে কারা, কিভাবে লিগ্যাল; সব জানাতে হবে; শধু নম্বর দিলে তো হবে না।

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ২:২০

আকাশ দেখা ঘুড়ি বলেছেন: নাম্বার তো জানিয়ে দিলাম, ম্যানেজ করতে হবে না! ১০৯২১ একটি হান্টিং নম্বর। একসঙ্গে ৩০টি ফোন রিসিভ করা যায়। যদি কোনো বিপন্ন নারী এই নম্বরে ফোন করে জরুরি সাহায্য চান, তাহলে তৎক্ষণাৎ ঘটনাস্থলের জরুরি খবর স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট এনজিও সংগঠন—এই চার জায়গায় একই সঙ্গে পাঠানো হয়। ফলে প্রতিকারের একটি নিশ্চয়তা অবশ্যই রয়েছে। এখন প্রতিদিন গড়ে ১৮০ থেকে ২০০টি কল আসে সাহায্য চেয়ে।

২| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০০

মোঃ ইয়াসির রহমান বলেছেন: ভাই কোথাও কোন পুরুষ কোনও নারী দ্বারা আক্রান্ত হলে কোন নাম্বারে ফোন দিবে? যা দিনকাল পরছে...

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ২:২৪

আকাশ দেখা ঘুড়ি বলেছেন: হুম ঠিকই বলেছেন, দিন কাল ভালো না। কিন্তু আমরা এখনো মনে হয় না এতোটা এগিয়েছি, যে পুরুষদের জন্য এই সেবা চালু করতে হবে।

৩| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ২:২৭

চাঁদগাজী বলেছেন:

আপনার উত্তরে গোজামিলের সুর

১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫০

আকাশ দেখা ঘুড়ি বলেছেন: যেমন?

৪| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৫৯

নতুন বলেছেন: ভাল উদ্দোগ...শুরু যখন হয়েছে চলতে থাকলে সেটা একটা ভাল পযায়ে যাবে। সবার সহায়তা করতে হবে।

বিদেশে ৯১১ ....১১৯ এই রকমের অনেক নম্বর থাকে যা জরুরি সব কাজেই মানুষ সাহাজ্যের জন্য কল করে এবং এই নম্বর থেকে পুলিশ/হাসপাতাল/ফায়ারসাভি`স সব রকমের সংস্হায় জানিয়ে দিয়ে সাহাজ্য পাঠায়।

আমাদেরও তেমন সিসটেম বানানো দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.