নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচিত, অর্ধ-পরিচিত কেউ আমাকে ঘৃণা করে না। কিন্তু আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি সেই মানুষটা আমাকে প্রচণ্ড ঘৃণা করে!

আকাশ দেখা ঘুড়ি

এভ্রি সিঙ্গেল পোস্ট ইজ এ সাইলেন্ট ম্যাসেজ টু সামওয়ান!

আকাশ দেখা ঘুড়ি › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক যন্ত্রণা!

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৫

মেজাজটা চরম খারাপ! এমনিতেই কিছু ভালো লাগে না। তারমধ্যে ফেসবুকও আমার সাথে মশকরা শুরু করেছে। এই ফেসবুকের জন্যই যে আমার কতকিছু ঘটেছে। আমাকে যে কতো যন্ত্রণা দিল ফেসবুক,আমার জীবনটাই পুরো উল্টে দিয়েছে।! প্রায় ১ সপ্তাহ হল ফেসবুক লগইন কোড পাঠাচ্ছে না ফোনে। ফেসবুক তো খোলে দিয়েছে মনে হয়, ওয়েট করছিলাম খোলে দিলে হয়তো পাঠাতে পারে কিন্তু হল না। ভোটার আইডি সাবমিট করতে বলেছে কিন্তু সেখানে আমার ডেট অফ বার্থ নিয়ে সমস্যা আছে। কালকে ঠিকঠাক করে দিবো, তাও ভয় লাগে। প্রিয় কিছু জিনিসের মধ্যে ফেসবুকের আইডি একটা! এই আইডিটা গেলে পিছনে ফেলে আসা আমার ৬ টা বছর চলে যাবে! :( আমার পুরনো অনেক কিছু হারিয়ে যাবে। প্রিয় মানুষটার সাথে কথা বলা,তার সাথে শেয়ার করা অনেক কথা যেগুলো সুযোগ পেলে এখনো পড়ে দেখি, সেই গুলো সহ অনেক অনেক কিছু হারিয়ে যাবে। কতো অপরিচিত মানুষের সাথে কতো কিছু নিয়ে কথা বলেছি সবকিছু হারাবে। আমার অনেক কষ্ট করে বড় করা পেইজগুলো শেষ হয়ে যাবে :( ১ টা বছর এতো এতো ঝামেলা নিয়ে কিভাবে আসে? ২০১৫ ভুল করেও আমি এই বছরটা ফেরত চাইবো না। ভুল করেও না। এখন মনে হচ্ছে নিজের আইডি নিজের কাউকে দিয়ে হ্যাক করাতে হবে :( তাও যদি ফিরে পাই!

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১২

শক্র হতে চাই বলেছেন: ফেসবুক কবে চালু হবে তা এখনও নিশ্চিত নয়

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২৯

কমরেড ফারুক ২ বলেছেন: পাবলিক ফেসবুক চালাচ্ছে।। জাতি না জানার কথা নয়।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৪৪

সুযোগ সন্ধানী বলেছেন: এ সমস্যা আমারও ছিল, কনফার্ম কোড টি সিম অপারেটর ফেসবুক সরকার চালু করলে তখন পাঠাবে,
আমার এ সমস্যা হয় পরে uc browser এ লগ_ইন করে পাসওয়ার্ড পরিবর্তন করি পরে ফেসবুক app লগ_ইন করি আপনিও দেখতে পারেন

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৮

আকাশ দেখা ঘুড়ি বলেছেন: ইউসি মিনি দিয়ে লগইন করার চেষ্টা করেছি হয়নি কোড সাবমিট করতে বলে। ল্যাপি থেকে কয়েকবার পাসওয়ার্ড পরিবর্তন করেছি তাও লগইন কোড চায়। ইউসি থেকে কি পাসওয়ার্ড পরিবর্তন করবো?

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৪

আবু দারদা সেলিম বলেছেন: uc mini তে এই সমস্যা হচ্ছেনা আপনি uc mini দিয়ে চেষ্টা করুন..

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৯

আকাশ দেখা ঘুড়ি বলেছেন: আমার সমস্যা হচ্ছে, আজকেও ট্রাই করেছি লগইন করতে পারিনি। কোড সাবমিট করতে বলে কিন্তু কোড টা তো আসেনা :(

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৪

সুলতানা রহমান বলেছেন: একজন আমাকে পরামর্শ দিল such নতুন করে ইনস্টল করতে। সেটি করতে গিয়ে এখন আর ঢুকতে পারছিনা। মোবাইল নাম্বার দিয়ে সিকিউরড করেছিলাম। এখন যতবার ট্রাই করি বলে, ব্লক করে দিবে।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

আকাশ দেখা ঘুড়ি বলেছেন: এইটা কেমন কথা? যতবার ট্রাই করেন ব্লক করে দিবে বলে কিন্তু ব্লক করে না?

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২২

অভ্রনীল হৃদয় বলেছেন: আমিও একই সমস্যায় ভুগছি। সরকার ফেবু ওপেন করা ছাড়া আর কোনো উপায় নেই। :(

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

আকাশ দেখা ঘুড়ি বলেছেন: আমিও সেটার অপেক্ষায় আছি :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.