নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচিত, অর্ধ-পরিচিত কেউ আমাকে ঘৃণা করে না। কিন্তু আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি সেই মানুষটা আমাকে প্রচণ্ড ঘৃণা করে!

আকাশ দেখা ঘুড়ি

এভ্রি সিঙ্গেল পোস্ট ইজ এ সাইলেন্ট ম্যাসেজ টু সামওয়ান!

আকাশ দেখা ঘুড়ি › বিস্তারিত পোস্টঃ

পোশাক ধর্ষণের জন্য দায়ী?

২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫২

ধর্ষণের কারণ হিসেবে যারা মেয়েদের পোশাককে দায়ী করেন,
আপনারা কি একটু বলবেন তনুর পোশাকে কি কি সমস্যা ছিল?
তনু আর কি কি গায়ে দিলে নিজেকে রক্ষা করতে পারতো?
তনুকে নিয়ে কতজন কথা বলেছেন? কারো কোনও মাথা ব্যাথা নেই!
অনেকেই জানেন না এই ঘটনা, মিডিয়াও নীরব! দেশে কি একটা বিচারও হবে না?

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

নুর ইসলাম রফিক বলেছেন: ধর্ষণের জন্য মেয়েদের পোশাক নয়, পুরুষের মানষিকতাই বেশী দ্বায়ী।
তবে সর্বদাই আমি নারী পুরুষের শালীন পোশাককে সমর্থন করি, করবো।

তনু কি কুমিল্লার ভিক্টরিয়ার সেই মেয়েটি যাকে নিয়ে আজ সকালে ফেইসবুকে
একটা ছোট্ট পোষ্ট দেখলাম?

আমার মতে বর্তমান ধর্ষণের জন্য বেশী দ্বায়ী আমাদের আইন শৃঙ্খলা।
কারন ধর্ষকদের যদি উপযুক্ত বিচার হতো তবে ধর্ষকরা ভিতু হতো।

২| ২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

হাসান মাহবুব বলেছেন: সকল আর্মিই ধর্ষক না, কিন্তু কোন আর্মি ধর্ষণ করলে তারা সকলে এক হয়ে যায়। সুতরাং সকল আর্মিই ধর্ষক।
তনু ধর্ষণ এবং হত্যার বিচার চাই। ক্যান্টনমেন্টের ঈশ্বরদের দুনিয়ার নিয়মকানুনগুলো দেখিয়ে দিতে চাই। প্রতিবাদে কেন উত্তাল হয়ে উঠছি না আমরা? ও, এখন তো বিশ্বকাপ ক্রিকেট চলে। আইচ্ছা, আগামী মাসে কইরেন তাইলে। এক সুন্দর বিকেলে, কফির মগে চুমুক দিতে দিতে।

৩| ২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

শাহ আজিজ বলেছেন: একক ভাবে পোশাক দায়ী নয় কারন রাখ ঢাক করা পোশাকের মেয়েরাও ধর্ষিত হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে। তবে দেহের অংশবিশেষ খোলা পোশাকের সুন্দরীদের সবাই একনজর দেখে নেয় , আমিও দেখি। এসবক্ষেত্রে ওইসব পুরুষ যৌন ইচ্ছার শিকার হয় এবং শাস্তির কথা জেনেও অন্য শিকারকে ধর্ষণ করে । বাকিরা সবাই পরকালের অপেক্ষা করে বা সস্তা পতিতার দিকে ঝোঁকে । শালীনতা রক্ষাই উত্তম । বাজে পুরুসের সঙ্খ্যা প্রচুর এবং তারা নীতিজ্ঞান নিয়ে চলেনা । এদের রক্ষার জন্য সঙ্ঘবদ্ধ দলও আছে। তবে ধর্ষণের পর হত্যা একটি অমার্জনীয় অপরাধ । সাক্ষির অভাবে অপরাধী ধরা পড়েনা । বিচারালয় কলুষিত ।

৪| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৬

মোঃ আলামিন বলেছেন: ধর্ষণের জন্য মেয়েদের পোশাক নয়, পুরুষের মানষিকতাই বেশী দ্বায়ী।
তবে সর্বদাই আমি নারী পুরুষের শালীন পোশাককে সমর্থন করি, করবো

৫| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৭

কালনী নদী বলেছেন: ক্ষমা করে দিস বোন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.