নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচিত, অর্ধ-পরিচিত কেউ আমাকে ঘৃণা করে না। কিন্তু আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি সেই মানুষটা আমাকে প্রচণ্ড ঘৃণা করে!

আকাশ দেখা ঘুড়ি

এভ্রি সিঙ্গেল পোস্ট ইজ এ সাইলেন্ট ম্যাসেজ টু সামওয়ান!

আকাশ দেখা ঘুড়ি › বিস্তারিত পোস্টঃ

চ্যাম্পিয়ন!

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ২:১৩

যার মুখে সব সময় হাসি লেগে থাকে তাঁর চোখে জল দেখতে শুধু খারাপ না, একটু বেশিই খারাপ লাগে। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি সেরকমই একজন মানুষ। যার কাছে জয়-পরাজয় কোনও ব্যাপার না,নিজের মুখে হাসি আর মানুষকে আনন্দ দেয়াটাই গুরুত্বপূর্ণ।স্যামির কথাগুলো শুনে খুব খারাপই লাগলো,কথা বলার সময় মুখ দিয়ে শব্দ বের হচ্ছিলো না,হয়তো চাপা কষ্টের জন্য। তাঁর দল কতটা ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গেল! এমন কি ফাইনালের ভেনু কলকাতায় আসতেও সমস্যা হচ্ছিলো, তারপরও তাঁরাই চ্যাম্পিয়ন। ড্যারেন স্যামি, শুধু আজকের রাত না,তোমরা প্রতিটা রাত প্রতিটা দিন খুব ভালো ভাবে উপভোগ করো। বিকজ, এভ্রিবডি নোজ দ্যাট "ইউ আর দ্যা রিয়াল চ্যাম্পিয়ন।" :)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৩:১৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বড় ভালো লাগলো ওয়েস্ট ইন্ডিজের এই বিরত্বপূর্ণ বিজয় দেখে ! সেই সাথে ভালো লাগলো এই ভেবে যে হারাধনের দশটি ছেলের মতো আইছিছির তিন ছেলে বা তিন মোড়লই কুপোকাত ! জয় ক্রিকেটের জয় !

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৮

শোভন শেখ বলেছেন: বশ্যই খুব উপভোগ করেছি খেলাটি.............। দারুণ খেলেছে ক্যারিবীয়রা..........।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৯:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আইছিঃছিঃর তিন মোড়লের অহংকার ধুলায় লুটিয়ে গেছে।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: ওয়েস্ট ইন্ডিজের জয়ে খুব খুশি হয়েছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.