নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচিত, অর্ধ-পরিচিত কেউ আমাকে ঘৃণা করে না। কিন্তু আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি সেই মানুষটা আমাকে প্রচণ্ড ঘৃণা করে!

আকাশ দেখা ঘুড়ি

এভ্রি সিঙ্গেল পোস্ট ইজ এ সাইলেন্ট ম্যাসেজ টু সামওয়ান!

আকাশ দেখা ঘুড়ি › বিস্তারিত পোস্টঃ

আমার ব্যর্থার গল্প অনেক বলেছি, এবার একটা ছোট সফলতার গল্প বলি!

২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৭

আমার তো অনেক ব্যর্থার গল্প বললাম আপনাদেরকে! এবার ছোট একটি সাফল্যের গল্প বলি! ১ মাস আগে বা তার থেকে একটু বেশি সময় হবে, ক্লাস রুমে অনেক ছাত্রছাত্রী। আমার একটি ডিজাইন প্রোজেক্টরে শো করা হল। স্যার সেই ডিজাইন টা দেখে সবার সামনেই বললেন, তোমার ডিজাইনের তো ভয়ঙ্কর রকমের খারাপ অবস্তা, এইটা আশা করিনি! বাকী যারা আছে সবাই তোমার থেকে ভালো ডিজাইন করেছে।

এইদিনের পর থেকে আমি আর স্যারের ক্লাস করিনি, রাগ থেকে না। কেন জানি ভালো লাগেনি আর। ১২ টা ক্লাস ( প্রায় ১ মাস ) পর গতকালকে আমি আবার ওনার ক্লাসে গেলাম। আবারো আমার একটি ডিজাইন প্রোজেক্টরে শো করা হল! যে স্যার বলেছিলেন আমার ডিজাইনের ভয়ঙ্কর রকমের খারাপ অবস্তা, গতকালকে সেই স্যারই নিজের মুখে বললেন, ডিজাইনটা "ক্রিয়েটিভ" , "ইউনিক" , "খুব সুন্দর" :)

কালকে এতোটা ভাবিনি। আজকে বিষয়টা বার বার মনে হচ্ছে, যে ১ মাস আগে আমার ডিজাইনকে ভয়ঙ্কর রকমের খারাপ অবস্তা বলেছিল, সে ই ১ মাস পর আমার ডিজাইনকে "ক্রিয়েটিভ" " ইউনিক" বলছে! ভাবতেই কেমন আনন্দ লাগছে। মনে হচ্ছে এইটা আমার ছোট একটি সাফল্য! শুধু ভালো বা সুন্দর হয়েছে বললে এতোটা খুশি হতাম না! কিন্তু ক্রিয়েটিভ, ইউনিক শব্দদুটি কথাটার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে! ডিজাইনের ক্ষেত্রে ক্রিয়েটিভ, ইউনিক হওয়াটা গুরুত্বপূর্ণ!

ভালো লেগেছে এই ভেবে যে , যার মুখ থেকে নিজের খারাপটা শুনলাম, তার মুখ থেকেই নিজের ভালোটা বের করে নিয়ে আসতে পারলাম :) স্যার খারাপ বলেছিলেন, স্যারই আবার ভালো বললেন :) যে খারাপ বলল তার কাছে থেকেই ভালো শুনতে পাওয়াটা তো ছোটোখাটো একটা সাফল্যই অবশ্যই :)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৪৬

গরল বলেছেন: ছোট ছোট সাফল্যই একসময় বড় হয়ে দেখা দিবে, আপনার জন্য এর পরের সাফল্যটা হল নিজের কাজের মান নিজেই বুঝতে পারা।

২| ২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:০৬

সামিউল ইসলাম বাবু বলেছেন:

শুভকামনা রইলো। এগিয়ে যান

২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৯

আকাশ দেখা ঘুড়ি বলেছেন: ধন্যবাদ

৩| ২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:১০

রক্তিম দিগন্ত বলেছেন:
যেটাকে খারাপ বলেছিল - সেটাকেই কি ভাল বলেছে পরে? নাকি দুইটা দুই ডিজাইন ছিল?

ভিন্ন ভিন্ন ডিজাইন হলে - প্রথমটার সমালোচনায় আপনি মোটিভেট হয়ে পরেরটি করেছেন। সেটার কারণেই সাফল্য।
একই ডিজাইন হলে - আপনার স্যারেরই বড়সর সমস্যা আছে। তার নিজেরই বুঝার সামর্থ্য কম।

২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩২

আকাশ দেখা ঘুড়ি বলেছেন: ভাবলেন কি করে একই ডিজাইনকে দুইবার দুই কথা বলা হবে? দুইটাই ভিন্ন ভিন্ন ডিজাইন!

৪| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৪

সাকিব সুলতাব বলেছেন: এটা ১ বার পড়ে দেখুন দয়া করে
http://vabnarakash.blogspot.com/?m=1

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.