নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই মানুষ।

মানুষ

খিদা লাগসে

মানুষ › বিস্তারিত পোস্টঃ

সামুব্লগের কবি ও কবিতা এবং আমার ভাবনা

১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১০

/:)

মন্তব্য ১২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (১২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দারুণ অর্থপূর্ণ ভাবনা। এক্কেবারে পরমাণুর সমান।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২২

মানুষ বলেছেন: কি করব? পদ্য পড়ার পর শুধু এই ইমোটাই মনে আসে।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তবে ঢালাও ভাবে সব কবিতার জন্য তো এই ইমো আসার কথা না।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩

মানুষ বলেছেন: জাতের কবিতা সম্প্রতি চোখে পড়েনি একটাও।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৩

কালীদাস বলেছেন: কবিতা তো খুব বুঝি না। তবে কবিতার পোর্শন বেশি প্রথম পাতায়। অন্যান্য টপিকের লেখা কবিতার মত অত চোখে পড়ে না। প্রথম পাতার ভেরিয়েশন কম; যদিও এটা শুনলে কবিকূল রেগে যেতে পারে :((




/:)

১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৫

মানুষ বলেছেন: প্রথম কবি কালীদাস যদি কবিতা না বুঝে তবে বুঝবেটা কে? তবে হ্যাঁ, আধুনিক কবিকুল খুব আবেগী হয়। রেগে গেলে কামড়ে দিতে পারে।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা লেখার দায়িত্বটা তাহলে আপনিই নিয়ে নিন।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৭

মানুষ বলেছেন: কি যে বলেন মোস্তফা সোহেল ভাই
আমার নুন আনতে পান্তা ফুরিয়ে যায়
কবিতা লেখার সময় কনে পাই?

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৮

সাহসী সন্তান বলেছেন: কবিতার ট্রাফিক জ্যাম সরাইয়া আপনার পোস্টে মন্তব্য করতে বড়ই বেগ পাইতে হইল। পোস্ট বড়ই সৌন্দর্য হইছে... ;)

ইহা একটি অতিশয় ধ্রুপদী পোস্ট! =p~

১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৯

মানুষ বলেছেন: সে আর বলতে। একেবারে কলেরার মতো মড়ক লাগা অবস্থা। /:)

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০১

কুঁড়ের_বাদশা বলেছেন: ওস্তাদ, আপনি ব্লগে কবিতা লিখিয়া কত টাহা ইনকাম করিয়াছেন? =p~ আনহের লগে একমত।।

আপনিও এখন থেকে কবিতা লেখেন আমারও ফ্রি পড়ি।


গুড বলদা!! থুক্কু!! শুভ ব্লগিং.... :P

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪১

চানাচুর বলেছেন: কবিকূল তোমাকে কাম্রে দেবে গাছ দাদা :|

১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩

মানুষ বলেছেন: আলোচিত পাতায় গেলে যদি কবিরা কামড়ে দেয়? :|

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১

চানাচুর বলেছেন: নির্বাচিত পাতায় নিতে কমেন্ট দিচ্ছি :|

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১

চানাচুর বলেছেন: নির্বাচিত না আলোচচিত পাতায় :|

১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২

চানাচুর বলেছেন: গেল না তো। :|

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫

চানাচুর বলেছেন: ব্যস এইটুকু! আর কোনও তথ্য নেই আপনার কাছে! আরেকটু তথ্যপূর্ণ হলে ভালো হতো! যাক তিন লাইনের জন্য অনেক ধন্যবাদ

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৬

চানাচুর বলেছেন: উহু, আমি ব্লগিং বলতে বুঝি শুধু লেখা লেখা আর লেখা। ভিডিও টিডিও অডিও টডিয়ো ইমো টিমোতে আমার কোনওরকম আগ্রহ নেই। ভেবেছিলাম হয়তো বিরাট তথ্যপূর্ণ কোনও পোস্ট!

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৯

চানাচুর বলেছেন: আপনার আগের পোস্টটাই তো কতো মজার একটা অভিজ্ঞতা নিয়ে রম্য পোস্ট ছিল! আপনি অহেতুক আক্রমণাত্মক হয়ে উঠছেন! হাতের পাঁচটা আঙুল সমান হয় না, আমার একেবারে ইমো দেখার অভ্যাস নেই ব্লগে। নির্ঘাত আরও অনেকেই আছে সম্পূর্ণ উল্টো রুচি রাখে। সে তো জানা কথা। যাক মোটেও গুরুত্বপূর্ণ কিছু নয়। আমি মনে রাখবো ব্যাপারটা। ইমো ব্লগ হলে মন্তব্য করা থেকে বিরত থাকবো। হয়ে গেল!

ধন্যবাদ ও শুভকামনা

১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০০

চানাচুর বলেছেন: :| :|

১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০১

চানাচুর বলেছেন: B-) B-) B-)

১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯

মানুষ বলেছেন: ইশ! এতো পিঠ চুলকানিতেও কাজ হলো না :'(

১৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৬

নূর-ই-হাফসা বলেছেন: আমি লাইক আর মন্তব্য দিয়ে সাহায্য করলাম।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৩

মানুষ বলেছেন: ধন্যবাদ!

১৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২২

নূর-ই-হাফসা বলেছেন: কবিতা আমি ও কম বুঝি । সহজ শব্দের কবিতা গুলো বেশি পড়ি । অনেকেই ভালো কবিতা লিখেন ।।
তবে একটা জিনিস খেয়াল করলাম কবিদের মন খারাপ একসাথে এক এ দিনে হয় । বিরহ কবিতা একদিন এ সবাই পোষ্ট করে আমাদের মন খারাপ করিয়ে দেয় । ব্লগে অনেক ভালো গল্প লেখক ও আছেন ।
আপনার এই ইমো সব কবিতায় প্রযোজ্য না ।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৭

মানুষ বলেছেন: সবাই বলছে ভালো ভালো কবি আছে কিন্তু কই, তাদের তো দেখতে পাই না। B:-)

১৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৪

কুঁড়ের_বাদশা বলেছেন: ওস্তাদ, আপনি মেয়ে মানুষ দেখিয়া, সুন্দর করে প্রতিউত্তর দিলেন লিখিয়া। আমাকে প্রতিউত্তর দিলেন না, কেনু ?? =p~

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৫

মানুষ বলেছেন: আপনার আগের মন্তব্যের আগা মাথা বুঝি নাই দেখে কিছু উত্তর দিই নি। আপনি সেন্টু খাবেন বুঝিনি :(

১৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৬

নূর-ই-হাফসা বলেছেন: আপনার ভালো না লাগলে ওনাদের কবিতা পড়বেন না । তাই বলে কেউ ভালো লিখে না এভাবে কি বলা উচিত ।
সবাই যদি প্রকৃত বড় কবি হয় তাহলে তো সবাই বই লেখা শুরু করবে । আমাদের আর কবিতা শুনা হবে না ।
লিখতে লিখতেই একদিন কেউ কেউ বড় কবি হবেন ।
আমি যেটা পারিনা অন্য কেউ যদি সেটা আমার চেয়ে ভালো পারে তাতে তো খারাপ না বলে উৎসাহ দেয়া উচিত তাইনা ।
এখোন সবাই যদি আপনার কবিতা দেখতে চায় তখোন কি করবেন ?

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৯

মানুষ বলেছেন: আপনার প্লিজ লাগে আমার একটা স্বরচিত কবিতা শুনে যান। কেউ শুনতে চায় না। :(

২০| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২০

চানাচুর বলেছেন: হাফসা, গাছ দাদা বৃদ্ধ লোক। তুমি ইনার কথায় সেন্টি খেও না! B-) ইনি এরকমই আদিকাল থেকে B-)

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৯

মানুষ বলেছেন: =p~

২১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

সাইন বোর্ড বলেছেন: প্রকৃত কবিতা তাহলে অাপনার হাত ধরেই অাসুক...

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১১

মানুষ বলেছেন: ওরে বাবা!

২২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

হাসান মাহবুব বলেছেন: নূর-ই-হাফসা বলেছেন: আপনার ভালো না লাগলে ওনাদের কবিতা পড়বেন না । তাই বলে কেউ ভালো লিখে না এভাবে কি বলা উচিত ।
সবাই যদি প্রকৃত বড় কবি হয় তাহলে তো সবাই বই লেখা শুরু করবে । আমাদের আর কবিতা শুনা হবে না ।
লিখতে লিখতেই একদিন কেউ কেউ বড় কবি হবেন ।
আমি যেটা পারিনা অন্য কেউ যদি সেটা আমার চেয়ে ভালো পারে তাতে তো খারাপ না বলে উৎসাহ দেয়া উচিত তাইনা ।
এখোন সবাই যদি আপনার কবিতা দেখতে চায় তখোন কি করবেন ?

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৩

মানুষ বলেছেন: হে হে! তখন লোকে বুঝবে কত ধানে কত চিটা, কত চলে কত ক্ষুদ, কত গমে কত পুকা। কবিতার বন্যায় ভেসে যাবে অন্যায়।

২৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: নির্বোধ।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৪

মানুষ বলেছেন: সুবোধ তুই পালিয়ে যা। এখন সময় পক্ষে না।

২৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৮

সুমন কর বলেছেন: কবিতার পোস্ট এড়িয়ে, আপনার পড়ার মতো পোস্ট পড়ুন.......

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৬

মানুষ বলেছেন: ভাইরে স্ক্রল করতে করতে ল্যাপীর টাচ প্যাডে আঙ্গুল ক্ষয় হয়ে দুই ইঞ্চি হয়ে গেছে। ব্লগ জুড়ে খালি কবিতা আর কবিতা :'(

২৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২২

চানাচুর বলেছেন: গাছ দাদার ডলা খাওয়া শুরু B-)

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৬

মানুষ বলেছেন: আমার এই ঘর বিপদের দিনে তুমি আলু পোড়া খাচ্ছ?

২৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৪

নূর-ই-হাফসা বলেছেন: চানাচুর আপু পুরাতন ব্লগার ভেবে ওনাকে দেখে যতটা না ভালো লেগেছিল আজকের ওনার এই পোষ্ট ধারণাই পাল্টে দিল ।
আপু আপনার কথা ভালো লাগছে । :)

২৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫১

চানাচুর বলেছেন: পৃথিবীতে কত লোকের কত শখ আছে। কারো গালি খাওয়ার শখ থাকতে পারে গাছ দাদার কয়েকটা পোস্ট পড়লেই বুঝবা! পুরানো কয়টা পোস্ট পড়ে দেখো। হাহাহা। মজা পাবা B-) @হাফসা

২৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৯

নূর-ই-হাফসা বলেছেন: আমি অলরেডি ঘুরে আসছি ওনার ব্লগ থেকে । ;) :D মজা পেয়েছি ।
এই পোষ্ট আলোচিত পাতায় যাবে মনে হচ্ছে ।

২৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০১

নূর-ই-হাফসা বলেছেন: মানুষ ভাই আপনি কোথায়? দয়া করে সবার মন্তব্য এর প্রতিউত্তর দিন ।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৮

মানুষ বলেছেন: হয়রান হয়ে গেলাম। |-)

৩০| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩২

শ্রোডিঙ্গার বলেছেন: হা: হা: হা:

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৯

মানুষ বলেছেন: বিড়াল কি জীবিত নাকি মৃত?

৩১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৮

চানাচুর বলেছেন: আলোচিত পাতায় গেলে খুব মজা হবে :D

৩২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪২

চানাচুর বলেছেন: আমি আরেকজনের রিয়্যাকশন দেখার অপেক্ষায় আছি :D

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৯

মানুষ বলেছেন: কার রিয়াকশন?

৩৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: এক প্যাকেট আবুল বিড়ির দাম কত? :P আগে দাম শুনি তারপরে না হয়!! আপনাকে ব্লগের সকল কবি মিলে বিড়ি কিনে দেওয়ার ব্যবস্থা করবো।বিড়ি খেয়ে কবিতা পড়লে সব কবিতা লাগে। ;)

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২০

মানুষ বলেছেন: সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

৩৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০২

মানুষ বলেছেন: হায় হায়! এ কি অবস্থা! :||

৩৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৪

শামচুল হক বলেছেন: চোখে না দেখলেও দারুণ কবিতা--- তা না হলে এত মন্তব্য হয়!!!

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২১

মানুষ বলেছেন: হু রাজার জামার মতো।

৩৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৫

মলাসইলমুইনা বলেছেন: আমি মাত্রই প্রথম পাতায় প্রথম কবিতা লিখলাম বিজয় দিবসে ! কোথায় জয়োধ্বনি করবে সবাই আর এ দেখি বেতমিজের মতো কবিতা বিরোধিতা ....| মোস্ট আনফর্চুনেট ঘটনা অফ দ্যা ব্লগ এরা !

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৩

মানুষ বলেছেন: যাক এতদিনে ব্লগে একটা ঘটনা ঘটাতে সক্ষম হলাম।

৩৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২১

নূর-ই-হাফসা বলেছেন: মানুষ ভাই আপনার পোষ্ট তো আলোচিত পাতায় এলো । সেই খুশি তে চা টা এর ব‍্যবস্থা করুন ।
চানাচুর আপু আপনি কি চাঁদাগাজি ভাইয়ের কথা বলছেন ?

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৩

মানুষ বলেছেন: চলে এসেছে নাকি! আহা কি আনন্দ আকাশে বাতাসে!

৩৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৫

চানাচুর বলেছেন: না হাফসা। ব্লগে আরো বিনোদন আছে। ;)

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৮

মানুষ বলেছেন: এইবার যাই। কবিদের ব্লগে ব্লগে আগুন লাগিয়ে দিয়ে আসি। :P

৩৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৩

নূর-ই-হাফসা বলেছেন: ভাই কিছু মনে না করলে বলবেন আপনি এতোদিন কোথায় ছিলেন২ বছর ? মানসিক কোন গন্ডগোল কি হয়েছিল ।
হঠাৎ করে এসেই কবিদের পিছনে পড়লেন । আগামীকাল কে গল্প লেখক দের নিয়ে পোষ্ট দিবেন ?

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৬

মানুষ বলেছেন: ছুটন্ত জীবনে সময় বাড়ন্ত। নইলে আমিও এদ্দিনে "ব্লগার' হতাম।

৪০| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৫

নূর-ই-হাফসা বলেছেন: আর কে আছে :) ।ওকে আপু দেখার অপেক্ষায় রইলাম ।

৪১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৮

নূর-ই-হাফসা বলেছেন: ১০ বছর ৬ মাস চলছে । এখনো ব্লগার হোন নি ?

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪০

মানুষ বলেছেন: নাহ। সে ধৈর্য আর অধ্যাবসায় আমার ভিতর নাই। :(

৪২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: সিদ্ধি না খেলে বুদ্ধি বাড়ে না। :) কি আর করা, একটা দিয়ে দেখতে পারেন, কিছু বুদ্ধি আসে কিনা। :) যদি কখনো খান তখন আমারে একটু নক দিয়েন, কেমন? :)

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

মানুষ বলেছেন: আমি ডিম সিদ্ধ করে খাই।

৪৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ১ নং মন্তব্যে কে লাইক দিছে ? :-B

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৫

মানুষ বলেছেন: জানি না। দ্বিতীয়টা আমি দিলাম :D

৪৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৪

মরুচারী বেদুঈন বলেছেন: যত গুরুত্ববহ পোষ্ট মনে করছিলাম তার চাইতেও বেশী ... :( :)

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৬

মানুষ বলেছেন: এমন রক্ত পোস্ট সময়ের দাবি। তাই পিছপা হলাম না।

৪৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আরেকটা লাইক পেলে, ৫ নং মন্তব্যকে হারিয়ে দিতাম! :P :P =p~

৪৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৪

মরুচারী বেদুঈন বলেছেন: আপনি ফেমাস হয়ে গেছেন

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৪

মানুষ বলেছেন: এখন এই ফেম বেচে দুইটা পয়সা ঘরে তুলতে চাই।

৪৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৯

নূর-ই-হাফসা বলেছেন: ছোট ভাই আপনার ইচ্ছে পূরণ করলাম ।

৪৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১১

ওমেরা বলেছেন: আচ্ছা এই পোষ্টে এত কমেন্ট কেন ??? ধুর আমার টাও তো কমেন্ট হয়ে গেল !!!!

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৫

মানুষ বলেছেন: ওয়ান মোড় পালক অন মাই টুপি।

৪৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নূরাফা, আমিও আপনার এক কমেন্টে বিকালে লাইক দিছিলাম।
কিন্তু ৫ নং মন্তব্যেও এখন ৩ টা লাইক। তার মানে সমান সমান হয়ে গেল। :(

৫০| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৬

নূর-ই-হাফসা বলেছেন: আপনি নিজেই একটা লাইক দিন তাহলে৪ টা হবে ।

৫১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২০

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: ব্লগার মানুষ বিকৃত মস্তিষ্কের লক্ষণ কি কি? আপনাকে অপমান করিতে নয়,বরং জানার জন্য প্রশ্ন করেছি।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৭

মানুষ বলেছেন: যে মস্তিষ্ক বিক্রি হয়ে গেছে।

৫২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বাচ্চাদের হাত তো ছোট হয় তাই মাউস নিয়ে বেশি দূর নড়াচড়া করতে পারেনা। =p~

৫৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২২

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: ব্লগার মানুষ, আচ্ছা বিকৃত মস্তিষ্কের লক্ষণ কি কি? আপনাকে অপমান করিতে নয়,বরং আপনার কাছে থেকে এ প্রশ্নের উত্তর জানার জন্য প্রশ্ন করেছি।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৮

মানুষ বলেছেন: একই প্রশ্ন করে দুই দুই বার অপমাং করলেন?

৫৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আজকে প্রথম পাতায় অনেক কবিতা। =p~ এই মাত্র দেখলাম।

৫৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ক :)

৫৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ঁ :P

৫৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫১

নূর-ই-হাফসা বলেছেন: মানুষ ভাই একটা কবিতা লিখেন না হয় ভৌতিক গল্প ।
আপনার এই পোষ্ট এ যেমন মন্তব্য আশা করেছিলাম তেমন মন্তব্য এলো না ।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৩

মানুষ বলেছেন: কবিকুল অভিমানে কমেন্ট কোরেনি :-(

৫৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৭

সচেতনহ্যাপী বলেছেন: সেই কবে সামুব্লগে ভুমিকম্প হয়েছিল, আজ তার কম্পন অনুভূত হলো!!!!!! =p~

১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৩

মানুষ বলেছেন: সে কী! কবে হলো ভূমিকম্প?

৫৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেহ দেহি কাইজ কারবার পোস্টটা স্টিকি হউন দরকার ছিল ।
কৈতিক পক্ষের এমন ভুল কোন ভাবেই মেনে নেওন যায়না।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৪

মানুষ বলেছেন: :|

৬০| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: পূর্বের জমানায়ও আবাল ছিলো। এখনো.... কবিতা নির্বাচনে মডু ব্যাপকভাবে ব্যর্থ তাই বলতে চান। ;) কবিগুরু রবীন্দ্রনাথ, দুখু মিঞা নজরুল, মাইকেল মধুসূদন .....তাদের দিয়ে কবিতা লেখাতে হবে মানুষ। :P

আপনি মানুষ হয়ে অমানুষের মতো কর্ম করিলেন। :(

কবিরা কি মানুষ নয়।
কমেন্ট না করিলেই ভালো হইতো ।

শুভসকাল মানুষ। :)

১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

মানুষ বলেছেন: কবিতা যদি কবিতার মতো হতো তবে কি আর ওম বলতাম? :|

৬১| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ব্লগে তো দেখি মেলা কবিতা বিরোধী! কিছু হলো!

১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫১

মানুষ বলেছেন: কবিতার বিরুদ্ধবাদ কে করছে? তবে সামুর প্রায় সমস্ত কবিতা দূষিত বায়ুর মতো। যে ছাড়ে সে শুঁকে সুখ পায়। অন্যদের জীবন ওষ্ঠাগত। :|

৬২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫১

নূর-ই-হাফসা বলেছেন: মানুষ ভাই আপনার কবিতা শুনতে চাই

১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৬

মানুষ বলেছেন: "আমি কি কবি নাকি!
কবিদের আছে খাতা পেন্সিল,
অনেক শব্দ, মৌন মুখরতা
দখিনা বাতাস আর নক্ষত্রের রাত
বেহিসেবি সময়
আর ভীষণ দুঃসময়।
আমার তো সেসব নাই।
আমি ভীষণ গদ্যময়।
আমি কোন কবি নই"

যান শুনিয়ে দিলাম B-)

৬৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০০

সেলিম আনোয়ার বলেছেন: আমিও লিখি......যদি কোন একদিন লিখে ফেলতে পারি....দারুন একটি কবিতা ..তবেই স্বার্থক ।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮

মানুষ বলেছেন: /:)

৬৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮

নূর-ই-হাফসা বলেছেন: আপনার কবিতার জন্য । /:)

১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১১

মানুষ বলেছেন: এই অপমান সহ্য নেহি হোতা :|

৬৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২১

সেলিম আনোয়ার বলেছেন: তারছেড়া ছেলেটার মনে ভীষণ জ্বালা
ছেড়া তার তার লাগবে কবে জুড়া।
তার কি যে অসুক হলো
ভালো কিছু লাগে না আর ভালো।
তারছেড়া ছেলেটার
মাথার তার লাগুক জুড়া
মনভরা ভাব তার
কাটুক এই বেলা । =p~ ;)

১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪০

মানুষ বলেছেন: :D

৬৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: সর্বনাশ!

৬৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৯

নূর-ই-হাফসা বলেছেন: ভাই আপনার আরেকটা কবিতা শুনতে চাই।

৬৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২১

বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।

৬৯| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৫

খায়রুল আহসান বলেছেন: এই কবি বৈরী মানুষটাও আমার "সে জানতো..." কবিতায় ছন্দে ছন্দে একটা মন্তব্য করেছিলেন, এখন ভেবে অবাক হচ্ছি! :)

সামুর কবিতা-
হয়তো সবই তা,
উর্বর বঙ্গদেশের জনসংখ্যার মত
অগণিত...
অসহায়...
আগাছার মত জন্মায়।

তবুও আশায় থাকি-
একদিন পাকাপাকি
আগাছার মধ্য থেকেই
সবার অলক্ষ্যেই-
একদিন উচ্চশির হবে,
কিছু মহীরুহ, সগৌরবে!!!


৭০| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩২

নূর-ই-হাফসা বলেছেন: মানুষ ভাই নতুন মজার পোষ্ট দিন । /:)

৭১| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ২:১৪

কাওসার চৌধুরী বলেছেন: সামু ব্লগ কবিতাময়। আমার কবিতা পড়তে ভালই লাগে। তবে কবিতার পাঠ উদ্ধার করতে হিমশিম খাই বলে উচ্চমার্গীয় কবিতাগুলো বুঝি না। এটা আমার ব্যর্থতা। সকল কবিদের প্রতি শুভ কামনা।

আপনাকেও।

৭২| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৩

বিজন রয় বলেছেন: এই মূহুর্তে আপনাকে ব্লগে দেখা যাচ্ছে।

ব্যাপার কি, ভুল করে নাকি?

তা কেমন আছেন?
ব্লগে একটু সময় দেওয়া যায় না? দয়াকরে।

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১০

মানুষ বলেছেন: দৌড়ের উপর জীবন :(

৭৩| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৮

ভ্রমরের ডানা বলেছেন: বিড়ি খাবেন?

৭৪| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৯

শাহারিয়ার ইমন বলেছেন: কবিতা কেউ পড়েনা !

৭৫| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ২:৫৪

চাঙ্কু বলেছেন: রমজান ভাই তালি পরে এখনও ব্লগে আছে? :|

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:১৩

মানুষ বলেছেন: মরি নাই! মরি নাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.