নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

আমার বাবা নেই তাই আমার বাবা দিবসও নেই

১৯ শে জুন, ২০১৬ দুপুর ১:০৮

আমার বাবা নেই তাই আমার বাবা দিবসও নেই।
আমি জানীনা আমার বাবাকে কি বলে ডাকতাম।
আব্বা আব্বু বাবা পাপ্পা নাকী অন্য কিছু কিচ্ছু জানীনা।
অথবা ডাকতে শিখেছিলাম কিনা তাও জানী।
আমি শুধু জানী রাতে আমার বাবা আমার জন্য নতুন এক জোরা জুতা কিনে নিয়ে এসেছেন।
আমি সেটা নিয়েই সকাল বেলা ঘরের বারান্দায় খেলছিলাম। অনেকে মিলে আমার বাবাকে বাসার উঠানে গোসল করাচ্ছিলেন। মা ঘরের ভিতরে কাদছিলেন। তারপর পাড়াপড়শি মিলে চার পায়ের একটা দোলনা এনে বাবাকে দোলনায় চড়িয়ে কোথায় নিয়ে গেলেন।
তারপর আর তারা আমার বাবাকে ফেরত আনেননি। বাবা নিজেও আর ফেরত আসেননি।
বড় হয়ে আমি বুঝতে পারলাম উনারা সেদিন আমার বাবাকে কোথায় নিয়ে গিয়েছিলেন?
কেন উনারা বাবাকে ফেরত আনেননি কেনই বা আর ফেরত আসেননি?
বাবাকে নিয়ে আমার আর কোন গল্প নেই। বাবার শেষ দিনটাই আমার কাছে বাবার জীবনের প্রথম এবং শেষ গল্প।
সবাই আমার সেই বাবাটার জন্য দো"আ করবেন যেই বাবাটাকে আমি কি বলে ডাকতাম জানীনা। বাবাটা যেন ভাল থাকে অনেক অনেক ভাল থাকে সেই দোয়াই সবাই করবেন প্রাণ খুলে। সব বাবাদের জন্য ভালবাসা রইলো রইলো সালাম ও সম্মান।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৬ দুপুর ১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাাহ আপনার বাবাকে বেহেশত নসীব করুন

২০ শে জুন, ২০১৬ দুপুর ২:৪৭

নুর ইসলাম রফিক বলেছেন: আমিন--- ধন্যবাদ ফাতেমাপু।

২| ১৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:০০

শার্লক_ বলেছেন: আল্লাহ আপনার বাবাকে বেহেশত নসীব করুন।

২০ শে জুন, ২০১৬ দুপুর ২:৪৯

নুর ইসলাম রফিক বলেছেন: আমিন---- জনাব ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.