নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

ভারতে প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এর ‘দেবী’ উপন্যাস নকল করে ছবি নির্মাণ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২১

‘দেবী’ উপন্যাস নকল করে ছবি নির্মাণের প্রতিবাদ জানাচ্ছি----
চোর তো চোরই, সে হোক লেখা চোর, কথা চোর কিংবা মসজিদ মন্দিরের জুতা চোর।
চোর তো চোরই।
যদিও সরকারী চোরদের চোর বলা হয়না বলা হয় "দুর্নীতিবাজ"।
কারন উনাদের ইজ্জতটা তো একটু বেশী। তাই উনাদেরকে ইজ্জত দিয়েই চোর না বলে দুর্নীতিবাজ বলা হয়ে থাকে সম্ভবত।

কিন্তু গল্প চোর, কথা চোর, সাহিত্য চোরদেরকে তো আর দুর্নীতিবাজ বলা যায়না।
চোরই বলতে হয়।
আমার দৃষ্টিতে সকল চোরদের শ্রেষ্ট চোর গল্প চোর, কথা চোর, সাহিত্য চোরেরা।
তাই এদের শাস্তিটাও শ্রেষ্টের মর্যাদার সাথে মিল রেখেই দেওয়া উচিত।

প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এর ‘দেবী’ উপন্যাস নকল করে ছবি নির্মাণের প্রতিবাদ ধিক্কার ঘৃনা জানাচ্ছি----

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮

হাতুড়ে লেখক বলেছেন: চুর নাহয়ে "চোর" হওয়া উচিত। দেখতে দৃষ্টিকটু লাগে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাকে শোধরানোর সুযোগ করে দেবার জন্য।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

নোমান প্রধান বলেছেন: নাম কি ভাই মুভি আর পরিচালকের ?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

নুর ইসলাম রফিক বলেছেন: নন্দিত কথা সাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’র কাহিনি হুবহু নকল করে ‘ইএসপি, একটি রহস্য গল্প’ শীর্ষক একটি চলচ্চিত্র তৈরি হয়েছে ভারতে। ছবিটি পরিচালনা করেছেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নির্মাতা শেখর দাস। গত ২১ আগস্ট ভারতীয় চ্যানেল ‘জি বাংলা সিনেমায়’ ছবিটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয়। ছবিটির প্রতিটি ডায়লগ ও সিকোয়েন্স ‘দেবী’ উপন্যাস থেকে চুরি করা। ছবিটির ক্রেডিট লাইনে হ‌ুমায়ূন আহমেদের নাম তো নেই-ই উল্টো গল্পকার হিসেবে নাম দেয়া হয়েছে কলকাতার ‘শিবাশিস রায়ের’। এ বিষয়ে হ‌ুমায়ূনপত্নী-নির্মাতা মেহের আফরোজ শাওন বলেছেন, ‘এর জন্য ওদের প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। এবং ছবিটি নিষিদ্ধ করতে হবে।’

আমরা সকল হ‌ুমায়ূন ভক্তরা এই দাবির সঙ্গে একমত পোষন করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.