নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

একটা কমন প্রশ্ন ছিল- বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে?

৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৯


আমাদের শৈশব-কৈশোরের সময় আমাদের পরীক্ষা আর ইন্টারভিউতে একটা কমন প্রশ্ন ছিল-বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে? তখন কিন্তু আমরা একেক সরকারের আমলে একেক রকম উত্তর করতাম।
যেমন বিএনপি সরকারের আমলে আমরা উত্তর করতাম মেজর জিয়াউর রহমান ঠিক তেমন আওয়ামী লীগ সরকার আমলে উত্তর করতাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তখনকার সময় কিন্তু সঠিক উত্তরটাই এমন ছিল। বিএনপি সরকার আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর উত্তর দিলে ভুল উত্তর হতো। আর আওয়ামী লীগ সরকার আমলে মেজর জিয়াউর রহমান উত্তর দিলে সেটাও ভুল উত্তর হতো।

বর্তমান বাংলাদেশে এখন আওয়ামী লীগ সরকার। তাই এখন বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব স্বাভাবিক বেপারি। কিন্তু অস্বাভাবিক ব্যাপার হচ্ছে- মেজর জিয়াউর রহমান নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক বলে হাইকোর্ট রায় দিয়েছে কয়েক বছর আগে। এখন আর কোন ক্রমেই কেউ স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর বলতে বা লিখতে পারবেন না। এখন বিনা তর্কে বিনা বিতর্কে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

কিন্তু কথা হচ্ছে এ রায় কি পৃথিবীর ধংস অবধি অটুট থাকবে? নাকি সরকার বদলের সাথে সাথে আবার স্বাধীনতার ঘোষকের নামের পরিবর্তন ঘটবে? মহামান্য সুপ্রিম কোর্ট কিংবা হাই কোর্ট আবার কি রায় দেবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নন, মেজর জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক?

যদি এমনটা ভবিষ্যতে হয়, তবে কি আর কোন দিন আমরা নিজেদেরকে সুশিক্ষিত, সুসভ্য জাতি হিসেবে উপনীত করতে পারবো পৃথিবীর বুকে?

ছবি সংগ্রহ- গুগল সার্চ ইঞ্জিন

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৬

জিপ্রাইম বলেছেন: আমরাই একমাত্র দেশ, যারা নাম নিয়ে ফালাফালি করি। দাঁড়িয়ে স্যালুট আমাদের

৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩২

নুর ইসলাম রফিক বলেছেন: ঠিক বুঝে উঠতে পারলাম না। একটু সহজ ভাবে উপস্থাপনের অনুরোধ করছি।

২| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:


চট্টগ্রাম রেডিও স্টেশনের কর্মীরা স্বাধীনতার ঘোষক।

৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৪

নুর ইসলাম রফিক বলেছেন: তবে কি রেডিও ষ্টেশন, রেডিও রেকর্ডার, রেডিও স্পীকার ইত্যাদি ইত্যাদি ও স্বাধীনতার ঘোষক আপনার মতে?

৩| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: যে বা যারা স্বাধীণতার ঘোষনা দিয়েছে সে বা তারাই স্বাধীণতার ঘোষক। এবার কেউ পারলে আমার কথা ভুল প্রমাণ করুক।

৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৫

নুর ইসলাম রফিক বলেছেন: এই উত্তটা কি ছেলে মানুষী নয় জনাব ফরিদ আহমেদ চৌধুরী।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: স্বাধীণতার ঘোষক একাধীক হলে ক্ষতি কি? অন্তত দু’জনের ঘোষণাতো আমাদেরকে শুনানো হয়। তা’ছাড়া নিজ কানে তো তখন শুনিনি। আর শুনার কথাও নয়। তা’ছাড়া দু’জনই দেশকে ভালো বেসেছেন। দু’জনেরই জন প্রিয়তা রয়েছে। আর ঘোষণাতেই কি দেশ স্বাধীন হয়েছে, যুদ্ধ কি করা লাগেনি? অনেকেই তো জীবন দিলেন, কিছু না পেয়ে। এখন বিজ্ঞ জনেরা যদি ছেলে মানুষি করেন তবে আমরাতো তাদের কাছ থেকেই ছেলে মানুষি শিখছি।

০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৭

নুর ইসলাম রফিক বলেছেন: আপনি যে ক্ষোভ আক্ষেপ প্রকাশ করছেন, আমার মনে হয় পুরা জাতীর একি ক্ষোভ আক্ষেপ প্রকাশ করেন।
শুধু মাত্র রাজনৈতিক দলিয় নেতা কর্মী ও তেলবাজ ছাড়া।

৫| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:০৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কঙ্গ বন্ধুর অবদানের কথা স্মরণ করে কি আর জনগন আবারো জীবন দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় পাঠিয়েছে? তাই যদি হয় তবে তাদেরকে ক্ষমতার জন্য একুশ বছর অপেক্ষা করতে হবে কেন? আবার জীয়ার জন্য জীবন দিয়ে জনগনকি তার দলকে এখন ক্ষমতায় পাঠানোর জন্য লড়াই করছে? সুতরাং আমরা আর একটু উদার হলে ক্ষতি কি?

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০০

নুর ইসলাম রফিক বলেছেন: স্বাধীনতার ঘোষক উদারতার বিষয় নয়। বিষয় সত্যের। সত্য চিরকাল সত্য। সত্য প্রকাশ হোক। সত্য মুক্তি পাক।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বি এন পি আসলে আবার উত্তর বদলে যাবে সেটা ঠিক। তবে ৭ই মার্চের ভাষনে স্পষ্ট করেই স্বাধীনতার ঘোষণা দেয়া হয়েছে। যদিও তিনি আলোচনা চালিয়ে গিয়েছেন দেশদ্রোহীতার মামলা হবে এই আশঙ্কায়। আবার ২৫শে মার্চ রাতে তাজউদ্দিনরা অনেকক্ষণ অপেক্ষা করেও স্বাধীনতার ড্রাফটে মুজিবের স্বাক্ষর নিতে পারেননি। এদিকে গ্রেফতারের আগে নাকি ওয়ারলেসে শেখ মুজিব ঘোষণা দিয়ে যান। ওদিকে জিয়া ২৬ মার্চ (২৫ শে মার্চ রাত ১২ টার পর) 'উই রিভোল্ট' বললেও স্বাধীনতা ঘোষণা দেয়ার আইডিয়া আসে চট্টগ্রামের নেতাদের বেতার ভাষনের পর। ২৭ তারিখ। আবেগে নিজেকে দেশের প্রেসিডেন্টও বলে বসেন।
যেহেতু বিএনপি'র জন্ম না হলে এসব বিতর্ক শুরুই হতো না। কারণ শেখ মুজিব তখনকার একমাত্র নেতা ছিলেন এটা অস্বীকার করার উপায় নেই। জিয়া নিজেও মুজিবের পক্ষেই ঘোষণা দিয়েছিলেন। তাই শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক বলা যেতেই পারে...

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৫

নুর ইসলাম রফিক বলেছেন: আমার মনে হয় (ক্ষমা করবেন এটা আমার ব্যক্তিগত ধারনা) একজন নয় যৌথজন স্বাধীনতার ঘোষক।

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ২:২৭

চাঁদগাজী বলেছেন:
"লেখক বলেছেন: তবে কি রেডিও ষ্টেশন, রেডিও রেকর্ডার, রেডিও স্পীকার ইত্যাদি ইত্যাদি ও স্বাধীনতার ঘোষক আপনার মতে? "
আমি তো কমেন্টে বলেছি, "কর্মীরা"; কর্মীরা বলতে কি রেডিও ষ্টেশন, রেডিও রেকর্ডার, রেডিও স্পীকার বুঝায়?

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৭

নুর ইসলাম রফিক বলেছেন: দুঃখিত আপনি বরাবর অন্য রকম (বিশেষ রকম) মন্তব্য করেন। আমি এবারও তেমনটা ভেবেছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.