নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

আদিপত্য ভোগ ও বিলাসিতার মধ্যে সুখ নেই, প্রকৃত সুখ মনের সুখ

৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২০


সকলের দৃষ্টি আকর্ষণ করছি- শীত এসে গেছে
আসুন প্রতি শীতের মতো এবার শীতেও গরিব, অসহায়, বস্ত্রহীন,পথশিশুদের পাশে দাড়াই।
গরিব, অসহায়, বস্ত্রহীন,পথশিশুদের শীত নিবারণে সঙ্গী হই।
জাগিয়ে তুলি বিবেক ও মানবতাকে।

আমাদের গত বছর বা তার আগের শীতের কাপড় গুলি
যত্রতত্র ফেলে না দিয়ে আমাদের সংগ্রহে রাখী।
যদি সামর্থ থাকে তবে এর সাথে আরো কিছু নতুন বা পুরাতন
শীতের কাপড় সংগ্রহ করে গরিব, অসহায়, বস্ত্রহীন, পথশিশুদের মাঝে উদার মনে বিলিয়ে দিন।

আদিপত্য ভোগ ও বিলাসিতার মধ্যে সুখ নেই, প্রকৃত সুখ মনের সুখ।
আসুন আমরা সবাই মিতে আমাদের মনকে সুখি করে তুলি এবং এই সুখ বিলিয়ে দেই সবার মাঝে। একদিন আমরাও হবো পৃথিবীর সর্ব সুখী জাতি।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩১

বিজন রয় বলেছেন: প্রকৃত সুখ মনের সুখ...... আসলেই তাই।

আমরা ডিসেম্বরের মাঝামঝি শীতবস্ত্র বিতরণ করবো।

শুভকামনা রইল।

৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫১

নুর ইসলাম রফিক বলেছেন: বিয়য় দা'র জন্য শীত বিজয়ের শুভেচ্ছে।
তবে খেয়াল রাখবেন শীত যেন আবার চলে না যায়, অথবা আপনাদের দেরীতে যেন অন্য কোন সংগঠন আপনাদের আগে শীত বস্ত্র বিলিয়ে না দেন। তবে আপনারা পুনরায় একি এলাকারলোক গুলি শীত বস্ত্র বিতরন করলে। আপনাদেরটা অপচয়ের লিস্টে বা লোক দেখানো কর্মকাণ্ডে লিষ্টেচলে যাবে।

২| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রকৃত সুখ মনের সুখ।
আসুন আমরা সবাই মিতে আমাদের মনকে সুখি করে তুলি এবং এই সুখ বিলিয়ে দেই সবার মাঝে। একদিন আমরাও হবো পৃথিবীর সর্ব সুখী জাতি।

সুন্দর বলেছেন। সহমত।

++++

৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫২

নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ। আসুন নিজে এগিয়ে আসি, অন্যকে উৎসাহিত করি।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৩

বিজন রয় বলেছেন: হা হা হা ....

না না........ আমরা প্রতিবছর করে থাকি।
এবং সেটা উপযুক্তভাবেই করি।

ধন্যবাদ আপনাকে।

৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১২

নুর ইসলাম রফিক বলেছেন: শীতার্তদের পক্ষ থেকে কৃতজ্ঞতা।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:


"আদিপত্য ভোগ ও বিলাসিতার মধ্যে সুখ নেই, প্রকৃত সুখ মনের সুখ। "

-এটা পুটিন, শেখ হাসিনাকে বুঝানোর চেস্টা করেন।

৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২০

নুর ইসলাম রফিক বলেছেন: বাংলাদেশ যতো ডিজিটাল হচ্ছে বাংলাদেশের মানুষের মায়া মহাব্বত বিবেক আবেগ মানবতা ততই হ্রাস পাচ্ছে।
আমাদের আধুনিক হওয়াটা যতটা জরুরি তার চেয়ে বেশী জরুরি আমাদের বিবেক আবেগ মায়া মহাব্বত মানবতাকে জাগানো।
এক সময় আমরা অভাব অনটনে ছিলাম ঠিকি কিন্তু অসুখি জাতী ছিলামনা।

৫| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৮

ধ্রুবক আলো বলেছেন: আদিপত্য ভোগ ও বিলাসিতার মধ্যে সুখ নেই, প্রকৃত সুখ মনের সুখ। +++
এই উদ্যোগ টা খুবই ভালো একটা উদ্যোগ। ইনশাআল্লাহ যতটুকু পারি ততটুকু অংশগ্রহন করবো।
অনেক অভিনন্দন রইলো.,,,

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২৬

নুর ইসলাম রফিক বলেছেন: আপনার অংশগ্রহন সফল ও সার্থক হোক।
রইলো শুভ কামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.