নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

কোন দিকে যাবিরে তুই ও আমার প্রেমিক মাতাল মন

২৫ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৫

উত্তরে ঢোল তবলা আর বাঁশীর সুরে লালন ও হাসন
দক্ষিনেতে ভক্তগনের রাধাকৃষ্ণের গুণ কীর্তন
পশ্চিমেতে জিকির মাহফিল আর তবারকের আয়োজন
প্রেমিক মাতাল বুঝিতে পায়না কোন দিকে তার মন
পুবেতে ধোয়া ধোয়া কুয়াশা মাখা নিরব অচেতন
কোন দিকে যাবিরে তুই ও আমার প্রেমিক মাতাল মন?

দক্ষিনেতে যাসনেরে তুই তোর ধর্মের যে বারণ
উত্তরেতে যাওয়া তোর সমাজের বিভাজন
পশ্চিমেতে স্বর্গ পাবি বলে পশ্চিমের জন
পুবেতে গেলে পাবি ছন্য ছাড়া সন্নাসি জীবন
কোন দিকে যাবিরে তুই ও আমার প্রেমিক মাতাল মন?

নিচেতে মাটি তোর আর উপরে তোর গগন
মাটিতে কবর হয়রে, গগনে হয় নারে গমন
সত্য পথের দিশা খুজে নেরে তুই তোর মতন
পরের কথায় মরা বাঁচা বোকার প্রবোচন
কোন দিকে যাবিরে তুই ও আমার প্রেমিক মাতাল মন?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:



নিজস্হানে থাকাই উত্তম।

এটি কি গান?

২৫ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০১

নুর ইসলাম রফিক বলেছেন: গিতি কাব্য

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

তারেক ফাহিম বলেছেন: ভাল লাগছে অনেক

২৫ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

নুর ইসলাম রফিক বলেছেন: অনেক ধন্যবাদ পাঠ এবং মন্তব্যের জন্য।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৩

আহমেদ জী এস বলেছেন: নুর ইসলাম রফিক ,




সহব্লগার চাঁদগাজীর সাথে একমত --- নিজস্হানে থাকাই উত্তম ।

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩১

নুর ইসলাম রফিক বলেছেন: বলুন তবে যে পথশিশুটা জানেনা কে তার বাবা মা?
কে কি তার ধর্ম?
সে কোন দিকে যাবে?
কোনটাই বা তার নিজস্থান?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.