নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

আজ যারা মুজিব আদর্শকে বিতর্কিত ও কলঙ্কিত করছেন

২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৪


এখন দেশে নেতার অভাব নেই। পথে ঘাটে যথাযথা ছড়িয়ে ছিটিয়ে আছেন অহতর নেতা। সব নেতাদের একটাই দাবী তারা নিজেরা মুজিব আদর্শের লড়াকু সৈনিক। কিন্তু আজ পর্যন্ত অন্তত একজন নেতাকে "মুজিব আদর্শ কি" সেটা নিয়ে কোন আলোচনা করতে দেখা যায়নি। সম্ভব উনারা নিজেরাই জানেন না মুজিব আদর্শ আসলে কি?
না আমি এর উত্তর দিচ্ছিনা। যারা নিজেদেরকে মুজিব আদর্শের লড়াকু সৈনিক দাবী করেন তারাই যখন এর উত্তর আজ পর্যন্ত দিতে পারেননি আমার মতো অজ্ঞ মূর্খের পক্ষে এমন প্রশ্নের উত্তর দেওয়া কল্পনাহীন।

তবে প্রায় যখন রাস্থা ঘাট, শিক্ষা প্রতিষ্টান বা অন্যান্য জায়গায় দেখি মুজিব আদর্শের লড়াকু সৈনিকরা লাটিলোটা হকি স্টিক চাপাতি রাম দা নিয়ে নিজেরা নিজেরা লড়াইয়ে মেতে উঠেন, তখন মনে হয় এটাই মনে হয় প্রকৃত মুজিব আদর্শ। এরাই তবে মনে হয় সত্যিকার অর্থের মুজিব আদর্শের লড়াকু সৈনিক।

পুলিশ কোন কারণ বসত যখন রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্দ করে দেয়। সেই ধারাবাহিকতায় পুলিশ যখন কোন মুজিব আদর্শের লড়াকু সৈনিককে ঐ রাস্থা দিয়ে গাড়ি নিয়ে যেতে বাঁধা প্রদান করেন, তখন মুজিব আদর্শের লড়াকু সৈনিকেরা পুলিশের উপর দল বল নিয়ে ঝাপিয়ে পরেন। আর তা দেখেই আমার সেদিন মনে হয়েছিল এটাই বুঝি প্রকৃত মুজিব আদর্শ।

যখন পত্র পত্রিকায় প্রধান শিরোনাম দেখি জেলখানায় কোন মুজিব আদর্শের লড়াকু সৈনিকের জেল মুক্তির দিন জেল কর্মীর উপর মুজিব আদর্শের সৈনিকদের হামলা। তখন মনে হয়েছিল এটাই তবে মনে প্রকৃত মুজিব আদর্শ।

আবার যখন শুনি কোন ছাত্র বা বহিরাগত কলেজ বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে (হল) রুম পেয়েছেন মুজিব আদর্শের লড়াকু সৈনিক কোন নেতার নিয়ন্ত্রিত কলেজ বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে। তখন মনে হয় এটাই বুঝি প্রকৃত মুজিব আদর্শ।

আবার যখন শুনি দেশের বিখ্যাত কোন শিক্ষা প্রতিষ্টানে পুলিশ অভিযান চালিয়ে মুজিব আদর্শের লড়াকু সৈনিক কোন নেতার নিয়ন্ত্রিত আবাসিক হল থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে, তখন আবার মনে হয় এটাই বুঝি প্রকৃত মুজিব আদর্শ।

আবার যখন শুনি মুজিব আদর্শের লড়াকু সৈনিকরা দেশের নামীদামী কোন বিশ্ববিদ্যালয়ে নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি করায় ঐ বিশ্ববিদ্যালয় ভিসি আইনি কোন ব্যবস্থা না নিয়ে বরং তাদের ভয়ে বিশ্বাবিদ্যালয় অনির্ধারিত বন্ধ ঘোষণা করে দেন। তখন মনে হয় এই ভয় দেওয়াটাই বুঝি প্রকৃত মুজিব আদর্শ।

ঐসব মুজিব আদর্শের সৈনিক নেতাদের রয়েছেন অসংখ্য অনুসারী বা ভক্ত। অনুসারী বা ভক্তদের নেতাদের প্রতি তাদের ভক্তি আমাকে মুগ্ধ করে। সেই মুগ্ধতা থেকেই সেদিন দু লাইনের একটা কবিতা লিখে ফেলেছিলাম।

"নেতার প্রতি ভক্তি দেখে অভাক হইরে ভাই প্রচুর
এ যেন মানুষ নয়রে ভাই, প্রভু ভক্ত কুকুর"।

যার নাম শুনলে শ্রদ্ধায় মাথা নত করি। গর্বে আবার মাথা উচু করে দাড়াই। যার হাত ধরে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল তিনি সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি হাজার বছররের শ্রেষ্ট বাঙ্গালিদের অন্যতম একজন। তার আদর্শ হয়তো আমরা কোথাও শুনে কিংবা পড়ে জানতে পারিনিনা। কিন্তু অন্তর দিয়ে বুঝতে পারি। অনুভব করতে পারি।

আজ যারা নিজেদেরকে মুজিব আদর্শের লড়াকু সৈমিক দাবি করে মুজিব আদর্শকে বিতর্কিত ও কলঙ্কিত করছেন। কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছেনা? তবে কি বর্তমান আওয়ামীলীগ আজ আর বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী নয়? নাকী আদর্শ বিক্রী করে মেন পাওয়ার বৃদ্ধিতে বর্তমান আওয়ামীলীগ মগ্ন?

বর্তমান আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের ছোট, বড়, ভাল, মন্দ, তেলবাজ, আমলা, হাইব্রিড সহ সকল নেতারা আলোচনা, সমালোচনায়, নানা টিভি শো, স্টেজে নিজেদেরকে মুজিব আদর্শের নেতা বলে দাবী করেন। কিন্তু কেন তারা আজ পর্যন্ত মুজিব আদর্শ কি তা আলোচনা করতে পারলেন না? তবে কি তারা নামদারী মুজিব আদর্শের নেতা? সত্যিকার অর্থে মুজিব আদর্শের অনুসারী নন।


ছবি সংগ্রহ- সিলেট মিডিয়া

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবের সঠিক কোন আদর্ষহ ছিলো না; উনি বাংলার মানুষের জাতীয়তাবাদকে পুঁজি করে নেতা হয়েছিলেন; আদর্শ থাকলে এসব ঘটতো না, আওয়ামী লীগকে উনি আদর্শহীনভাবে রেখে গেছে, তাই তারা জাতির উপর ব্যবসা করছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৯

নুর ইসলাম রফিক বলেছেন: কিছু দিন আগে একজন তার লিখনিতে লিখেছিলেন আপনি আওয়ামীলীগ নিয়ে লেখেন। উনার লেখাটা পড়ে আমি মুচকি হেসে ছিলাম সেদিন। যদিও আমি হাসতে জানী না।

কারো কারো দাবী শেখ মুজিব ছিলেন মাওলানা আব্দুল হামিদ ভাষানির আদর্শের সৈনিক।

আওয়ামী লীগকে উনি আদর্শহীন ভাবে রেখে গেছেন কিনা জানীনা, আমার জানার কথা ও না তবে বর্তমান আওয়ামীলীগ যে আদর্শহীন তার কোন প্রমান বা নমুনা দিতে হয়না। চোখ বুঝলেই ভেসে উঠে চোখে আদর্শহীন আওয়ামীলীগের কর্মকাণ্ড।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন:
"কিছু দিন আগে একজন তার লিখনিতে লিখেছিলেন আপনি আওয়ামীলীগ নিয়ে লেখেন। উনার লেখাটা পড়ে আমি মুচকি হেসে ছিলাম সেদিন। যদিও আমি হাসতে জানী না। "

-অনেক ব্লগার লিখতে পারেন, পড়লে তেমন বুঝেন না; আমি কোন লীগ পীগ নিয়ে লিখি না, আমি মানুষ নিয়ে লিখি।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৪

নুর ইসলাম রফিক বলেছেন: সকল মানুষ, মানুষের তরে
মানুষ বাচাতে, মানুষই মরে।
অতিতি

এখন
নিজ বাচলে বাপের নাম
পরে খাইয়া, নিজের কাম।

চালিয়ে যান আপনার মানুষ নিয়ে লেখা।
অনেক অনেক শুভ কামনা।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এখন দেশে নেতার অভাব নেই। পথে ঘাটে যথাযথা ছড়িয়ে ছিটিয়ে আছেন অহতর নেতা। সব নেতাদের একটাই দাবী তারা নিজেরা মুজিব আদর্শের লড়াকু সৈনিক। ---- নেতা নয় পাতি নেতা।

এরা মুজিব কোট পরিহিত কোন নেতার সাথে চলে, মাঝে মাঝে সেল্ফি তুলে ফেবুতে আপ্লুড দেয়। তাতে পরিচিতি বাড়ে। আর আশায় থাকে কখন নেতা আদেশ করবে, 'ধর মাড়, খা'। মাঝে মাঝে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর'রা এদের নিয়ে কলাম লিখেন। এবার বুঝুন অবস্হা।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

নুর ইসলাম রফিক বলেছেন: বিশ্ববিদ্যালয়ের শিকক্ষরা কম জরান না তাদের সাথে। বিভিন্ন সুবিদা আদায় করতে তাদের সাথে আতাত করেন উনারা।
পদ উন্নতির লোভ অনেক শিক্ষককে পেয়ে বসে। আর তা থেকে উনারাও হয়ে উঠেন তেলবাজ।
আর সেই তেল মাখতে অনেক পছন্দ করেন অনেক তেলবাজ নেতারা।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

ফ্রিটক বলেছেন: মুজিবকে নিয়ে কথা বলতে ভয় লাগে। কারন দেশে বর্তমানে আইনের তেনা পেচানো অনেক ধারা। শেষ মেষ না জেলে যেতে হয়। তাই কিছু বললাম না। সব বুজি তয় কমু না।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৩

নুর ইসলাম রফিক বলেছেন: কহন যে কইবে পুলিশ, কই যাস ঐ খারা
পাগলের মতো বকছিস, জানিস না আছে আইনে ৫৭ দ্বারা।
হাত পাত, হাতে পরাই হাত কড়া
জন্মের মতো এই জন্মে তুই, পাইবিনা আর ছাড়া।

বেডা বজ্জাত, অনলাইনে কি লিখিস আমার ইয়ের মাথা
আজ ভুলামু তোরে তোর বাপের নামটা।

জাস্ট ফান- আশা রাখি আপনার অভিমান জন্মাবেনা।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: সত্য লিখেছেন।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২২

নুর ইসলাম রফিক বলেছেন: উৎসাহ প্রদান মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.