নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

গেল বছরের সর্বশেষ সূর্যাস্ত

০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৫


ছবিঃ সুরমা নদীর তীর

মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০০

বিজন রয় বলেছেন: আজকে তো ২ তারিখ?

তাহলে?

০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৯

নুর ইসলাম রফিক বলেছেন: ২ তারিখ বলেই তো শিরোনাম "গেল বছরের সর্বশেষ সূর্যাস্ত"।

২| ০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১২

বিজন রয় বলেছেন: তাহলে গেল বছরের হয় কিভাবে?
আজকেরও তো হতে পারে!!!!!

০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২১

নুর ইসলাম রফিক বলেছেন: ও দাদা ভাই পোষ্টা না আজকের। কিন্তু ছবি ও সূর্যটা তো গেল বছরের।
বিশ্বাস করেন দাদা। বিশ্বাস না করলে কিন্তু ডকুমেন্ট উপস্থাপন করতে আমি বাধ্য হমু।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১২

সাদা মনের মানুষ বলেছেন: গত বছর শেষ সুর্যোদয় বা ১৭ প্রথম সুর্যোদয় কোনটাই উঠাতে মনে নেই।

০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৭

নুর ইসলাম রফিক বলেছেন: "গত বছর শেষ সুর্যোদয় বা ১৭ প্রথম সুর্যোদয়"
ভাই মাথাডা গুলায়া গেন কিন্তু মাথায় কিচ্ছু ঢুকলোনা।
কিন্তু কেন এমন হলো ভাইজান?

হাহাহাহাহাহাহা

৪| ০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৩

সাদা মনের মানুষ বলেছেন: ছবি সুন্দর হয়েছে, ভালোলাগা জানিয়ে গেলাম।

০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩০

নুর ইসলাম রফিক বলেছেন: না মিয়া ভাই ছবি সুন্দর হয় নাই।
আমার তুলা ছবি যে সুন্দর হয়না হেইডা আমার সারে তিন মাস বয়সি ভাগনিও জানে।
তাই তো তার লগে সেলফি তুলতে গেলে চিল্লায়া উডে।
ওর মায় আর আমার মায় আমারে বকবো বইল্লা আমি দৌড়াইয়া পালাই।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৪

বিজন রয় বলেছেন: প্রমাণ দেন, প্রমাণ চাই যে ওটা গেল বছরের!!!

না হলে কিন্তু সিলেটে চলে আসবো, ঠিক সুরমার তীরে একদিন।

তখন কিন্তু , তখন কিন্তু.....

০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৭

নুর ইসলাম রফিক বলেছেন: আসেন, না করছি নাকী।
আফনের হুংকারে মনে অয় ডয়ারাইছি।

চিকনা চাকনা মানুষ দেইককা ভাবলেন হুংকার হুইন্না ডরায়া যামু।
এইতা আমার কাছে পাত্তা নাই মিয়া ভাই।
কানে কানে একটা কথা কই। কেউ যেন না হুনে।
আওনের সময় লগে কিন্তু বন্ধুক টন্ধুক নিয়া আইবেন না।
এইতা আমি বড়ই ডরাই।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৫

মাকার মাহিতা বলেছেন: ক্যাপশন দিয়ে দিলামঃ-

# ২০১৬ সনের সর্বশেষ সূর্যাস্ত
# ৩১/১২/২০১৬ খ্রিষ্ট্রাব্দ
# সময়ঃ বিকাল-৪.১০ মি
# স্থানঃ সুরমা নদীর পাড়, সিলেট।

ভূল হলে মাফ ও চাই দোয়াও চাই।
আর কি কমু...?

০২ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০০

নুর ইসলাম রফিক বলেছেন: আল্লাহ পুরাই মিল্লা গেছে। আল্লাহ জানে হেতে মানুষ ভুত।
মানুষ হবোনা মনে অয়, ভুত অই তো পারে।
মানুষ ঐলে তো হেই দিন হেতেরে আমার লগে দেখতাম।
দেহিনাই যহন ভুতই অইবো।

৭| ০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৩

বিজন রয় বলেছেন: আমার বন্দুক নাই, তবে কলম আছে।
শুনেছি বন্দুকের চেয়ে কলম বেশি শক্তিশালী, হ্যাঁ,
সেটা বলেই রাখলুম।

মাকার মাহিতা তো বলেই দিল!!

০২ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

নুর ইসলাম রফিক বলেছেন: আমি কলম ডরাই না।
আমি বলি- কলমে নাহি ভয়, হয় সাহসের সঞ্চয়।

মাকার মাহিতা মনে অয় ভুত হইতে পারে।
সাবধান থাইকেন।
আল্লায় জানে হেয় পুলা না মাইয়া।
মাইয়া অইলে তো ভুত না পেতনি অইবো।

৮| ০২ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

ধ্রুবক আলো বলেছেন: নতুন বছর শুভ হোক!! ছবি খানা খুব সুন্দর হইছে

০২ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ-
আপনার বেলাতেও তাই হোক।
সর্বদা ভাল থাকা হোক। শুভ কামনা।

৯| ০২ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

কামরুন নাহার বীথি বলেছেন: অসাধারণ হয়েছে আপনার ছবিটা।
এই রোগ আমারও আছে, কারণ ওই সময়ে আমি ছাদ বাগানে থাকি।



০২ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

নুর ইসলাম রফিক বলেছেন: এইডা একডা ডাহা মিছা কথা। কম দামি ফোনে কেমনে অসাধারণ ছবি হয়।
তয় একডা কথা কই মিছা না হাচা কিন্তু। আপনের ছবি গুলি অসাধারণ।
দোয়া করি বেরামটা ছাইরা যাক আফনেরে।
আইচ্ছা আফা বেরামডা কি খুব জ্বালায়?
এমন বেরাম আগে কেউর হইতে হুনি নাই তো তাই গিয়াইলাম।

১০| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:০০

কামরুন নাহার বীথি বলেছেন: না না আমার এই রোগটা যেন না সেরে যায়, এই দোয়া করুন দাদুভাই!!! :)

০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:১০

নুর ইসলাম রফিক বলেছেন: আফনে কেমুন মানুষ আফা?
বেরাম ছাড়নের দোয়া করলাম আর আফনে কইন বেরাম যেন না ছাড়ে হেই দোয়া করতে।
তওবা তওবা এমুন দোয়া আমি করতে পারমুনা।
আল্লাহ যেন আপনেরে ভালা কইরা দেন।

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

মাকার মাহিতা বলেছেন: মাকার মাহিতা ভুত না এলিয়েন সেটা সে নিজেও জানে না।
তবে মাকার মাহিতা নাম টা তার নিজের দেওয়া।

তবে মাকার মাহিতা এই জগতের কেউ তো একজন হবেই।
তা না হলে "বিজয়" কি বোর্ড দিয়ে বাংলা টাইপ করে কেমনে?
সামু আর বিজয় যদি না থাকত তবে মাকার মাহিতাকে কেউ জানত না।
সেজন্য, মোস্তফা জব্বার আর সামুর মডুদের আন্তরিক ধন্যবাদ!
কারণ আমি সেই ১৯৯৭ সন থেকে বিজয়ের ভক্ত।
আর ২০০৭ থেকে সামুর ভক্ত।
এই আমার সংক্ষিপ্ত পরিচয়।

তবে আপনার ছবি টা দারুন।
ধন্যবাদ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৪

নুর ইসলাম রফিক বলেছেন: মাকার মাহিতা ভুত না এটা আমি জানি।
কারণ মেয়েরা ভূত হয়না, পেতনি হয়।
মাকার মাহিতা এলিয়েন ও নয়।
কারণ এলিয়েনরা সামুর ডোমেইন এখনো জানেনা।
যেহেতু মাকার মাহিতা সামুর সদস্য সেহেতু সে এলিয়েন হতেই পারেনা।
এতএব সে পেতনি হওয়ার সম্ভাবনা খুব বেশী।

মাকার মাহিতা নিজের দেওয়া নাম। বাহ বাহ দারুন নাম।
আকিকা নিশ্চয়ই হয়নি, হবেওনা মনে হয়।
তবে মিশটি রসগোল্লা খাওয়াতে তো আপত্তি থাকার কথা নয়।

ভাই বলতে লজ্জা হলেও বলছি আমি বিজয় ব্যবহার জানিনা।
অভ্র আমার একমাত্র ভরসা। ইশ আপনি যদি শিখিয়ে দিতেন তবে আপনাকে উস্তাদ ডাকতাম।
হবেন কি আমার উস্তাদ?

না আমি মোটেও রসিক নই। জানিনা এখানে কি ভাবে এতো রসিকতা আমার মধ্যে চলে আসবো।
বেয়াদবি হলে ক্ষমা করবেন।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩২

নুর ইসলাম রফিক বলেছেন: মাকার মাহিতা ভুত না এটা আমি জানি।
কারণ মেয়েরা ভূত হয়না, পেতনি হয়।
মাকার মাহিতা এলিয়েন ও নয়।
কারণ এলিয়েনরা সামুর ডোমেইন এখনো জানেনা।
যেহেতু মাকার মাহিতা সামুর সদস্য সেহেতু সে এলিয়েন হতেই পারেনা।
এতএব সে পেতনি হওয়ার সম্ভাবনা খুব বেশী।

মাকার মাহিতা নিজের দেওয়া নাম। বাহ বাহ দারুন নাম।
আকিকা নিশ্চয়ই হয়নি, হবেওনা মনে হয়।
তবে মিশটি রসগোল্লা খাওয়াতে তো আপত্তি থাকার কথা নয়।

ভাই বলতে লজ্জা হলেও বলছি আমি বিজয় ব্যবহার জানিনা।
অভ্র আমার একমাত্র ভরসা। ইশ আপনি যদি শিখিয়ে দিতেন তবে আপনাকে উস্তাদ ডাকতাম।
হবেন কি আমার উস্তাদ?

না আমি মোটেও রসিক নই। জানিনা এখানে কি ভাবে এতো রসিকতা আমার মধ্যে চলে আসবো।
বেয়াদবি হলে ক্ষমা করবেন।

১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

মাকার মাহিতা বলেছেন: নূর ইসলাম রফিক, অভ্র কেমনে ইউজ করে?

০৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

নুর ইসলাম রফিক বলেছেন: amar sOnar bangla ami tOmay valobasi লিখলেই আমার
সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হয়ে যায়।
খুব সহজ তো তাই আমার চার মাস বয়সি ভাগ্নিটাও বাংলা লিখতে পারে।
যদিও সে এখনো কথা বলতে শিখেনি। তাই ভাষা কি জিনিস বুঝেনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.