নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

৭০ বছরে পা দেওয়া বাংলাদেশ ছাত্রলীগকে অভিনন্দন ও শুভেচ্ছা

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৬


৭০ বছরে পা দেওয়া বাংলাদেশ ছাত্রলীগকে অভিনন্দন ও শুভেচ্ছা।
এ সংগঠনটি যেভাবে আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছিল,
ঠিক সে ভাবে যেন স্বাধীনতা ধরে রাখতে পারে- আজকের দিনে এই প্রত্যাশা
বাংলাদেশের প্রাচীন তম এই সংগঠনের প্রতি।

"শিক্ষার সংগ্রামে আমরা সংহত
শান্তির সংগ্রামে আমরা ক্লান্তিহীন
প্রগতির সংগ্রামে আমরা প্রাগ্রসর"

শুধু বিলবোর্ড, সাইনবোর্ড, পোস্টার, ফেস্টুন, ব্যানারে নয়,
বাস্তবে যেন তা প্রমাণিত করতে পারে দেশের বৃহৎতম এই সংঘঠনটি।

অনেক অনেক শুভ কামনা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৮

মোটা ফ্রেমের চশমা বলেছেন: বত্রিশ নাম্বারের দিকে বেরিয়েছিলাম একটা কাজে। ট্রাকের উপর বসে থাকা লীগের ছেলেদের যে ব্যবহার দেখলাম রাস্তার মেয়েদের প্রতি, মনটাই ভরে গেলো। আহা!!! মধু! মধু! দেশের ভবিষ্যৎ উজ্জ্বল ফিলিপস বাত্তির মত।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৯

নুর ইসলাম রফিক বলেছেন: যদি আজ দেখা হয়নি। তবে পূর্বের এমন অভিজ্ঞতা অনেক আছে আমার। শুধু আমার তা কিন্তু নয়।
দেশের অর্ধাংশ নাগরিকের এমন অভিজ্ঞতা আছে আমার বিশ্বাস। যদিও আমার বিশ্বাস বড়ই দুর্বল।

তাই তো লেখতে এমনটা উল্লেখ করেছি-
"শিক্ষার সংগ্রামে আমরা সংহত
শান্তির সংগ্রামে আমরা ক্লান্তিহীন
প্রগতির সংগ্রামে আমরা প্রাগ্রসর"

শুধু বিলবোর্ড, সাইনবোর্ড, পোস্টার, ফেস্টুন, ব্যানারে নয়,
বাস্তবে যেন তা প্রমাণিত করতে পারে দেশের বৃহৎতম এই সংঘঠনটি।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০১

মাকছুদুর রহমান বলেছেন: আমি খুবই ছোট মানুষ,তাই অতিত নিয়ে কোনো এক্সপেরিয়েন্স নাই ছাত্রলীগ সম্পর্কে
তবে গত ৮/৭ বছরে তাদের ফার্পারমেন্স দেখে আমি সত্যই তাজ্জব!!!
সংখ্যালঘু বিশ্বজিৎ থেকে শুরু নিজেদের মধ্যেকার পর্যন্ত যা দেখালো! :(

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৯

নুর ইসলাম রফিক বলেছেন: আপনি বলছেন- তবে গত ৮/৭ বছরে তাদের ফার্পারমেন্স দেখে আমি সত্যই তাজ্জব!!!
আপনি একা নন দেশের ৯০ ভাগ মানুষ তাজ্জব।
বাকী ১০ ভাগ যারা তাজ্জব নয়, তারা সেই ছাত্রলীগ, এবং আমাদের অবুঝ শিশুরা।

আজকের এই দিনে গোটা ছাত্রলীগের কাছে কামনা, তারা যে আর আমাদেরকে এমন তাজ্জব না করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.