নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

মহামানব হতে হলে অবশ্যই সবার আগে মানুষ হতে হবে

০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৬

কিছু মানুষ অহরত হাজার লক্ষ টাকা অনায়াসে দান করে দেন প্রচার ও প্রসার মূলক কর্মকাণ্ডে। কিন্তু না খেয়ে থাকা নিকটাত্মীয় ভাই বোন পাড়া প্রতিবেশীদেরকে এক বেলা খাবারের ব্যবস্থা করে দেননা। তবুও সমাজ ঐ মানুষের মুল্যায়ন করে দাতা, সমাজ সেবক, ভাল মানুষ, মহামানব হিসেবে। সংবর্ধনা দেওয়া হয় মহা আয়োজনে মহামানবদের, মহামানবদের টাকায়। সেখান থেকে মোটা অংকের একটা অংশ ঢুকে যায় আয়োজকদের পকেটে। সেটা কিন্তু ঐ সব মহামানবদের অজানা নয়। তবুও প্রচার ও প্রসারের লক্ষে মহামানবরা আয়োজক কমিটি নামক চোরদের চুরি মেনে নেন। কিন্তু মেনে নিতে পারেননা নিজের নিকটাত্মীয় ভাই বোন পাড়া প্রতিবেশীদের খেতে না পেয়ে অন্যের ধারে ধারে ঘুরা। কিংবা কারো বাড়িতে ঝিয়ের কাজ করা। এতে মহামানবরা চরম অপমানিত হয়ে নিকটাত্মীয় ভাই বোন পাড়া প্রতিবেশীদের বকা ঝকা, লাথি উস্টা দেন। কারণ তারা সমাজ স্বীকৃত দাতা, সমাজ সেবক, ভাল মানুষ, মহামানুষ হয়েছেন ঠিকি কিন্তু প্রকৃত মানুষ হতে পারেননি। যারা প্রকৃত মানুষ নয় তারা কখনো দাতা, সমাজ সেবক, ভাল মানুষ, মহামানব হতে পারেনা। মহামানব হতে হলে অবশ্যই সবার আগে মানুষ হতে হবে। যে মানুষ হতে পারেনা বা পারেনি সে কখনো মহামানব হতে পারেনা। তাই আসুন আমরা আগে প্রকৃত মানুষ হই। এবং মানুষে মানুষে ভরে দেই মানুষের এই পৃথিবীকে।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:


কতটুকু মানবগুণ থাকলে একটা 'হোমো সেপিয়েন্স'কে আপনি 'মানুষ' বলবেন? একজন 'হোমো সেপিয়েন্স' মানুষ হওয়ার পর, উনি কোন লেভেলে প্রবেশ করেন? কয়টি লেভেলে আপনি ভাগ করতে চান? কোন লেভেলে কোন গুণাবলীর দরকার?

আপনি কি কোন লেভেলে আছেন?

০৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

নুর ইসলাম রফিক বলেছেন: আসলে আমি এতো গভীর ভাবে কখনো ভাবিনি।
আপনার প্রশ্ন গুলি আমার মধ্যে নতুন ভাবনা জাগিয়ে দিয়েছে।

নিশ্চয়ই ভাবতে হবে আপনার প্রশ্নের উত্তর তৈরির করার জন্য।
তার জন্য অনেক সময়ে প্রয়োজন।

আর যদি আপনার জানা বা তৈরি করার উত্তর থেকে থাকে তবে আমাকে জানাবেন প্লিজ।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: B:-) পৃথিবীতে দুই ধরণের মানুষ আছে- হ্যা মানুষ এবং না মানুষ। না মানুষ সংখ্যাধিক্য থাকলেও হ্যা মানুষের সংখ্যা কম।
আবার কিছু কিছু না মানুষ তার বিশেষ কায্য করণের কারণে হ্যা মানুষের লেভেল পৌছিয়ে যায়। মৌলভীদের ভাষায় এটাকে বাকি বিল্লাহ- ফানা ফিল্লাহ বলে। এই স্ত রে পৌছাতে হ লে তার সামাজিক পারি পাশ্বিকতা নিজের আয়ত্বে আনতে হয়। যেমনটা আপনি বলতে চেয়েছেন।

এটা আমার লজিক।

অনেকের কাছে সাইন্টিক ব্যাখ্যা থাকতে পারে।


০৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

নুর ইসলাম রফিক বলেছেন: এটা কি আপনি আমার মন্তব্যের প্রতি উত্তর করেছেন নাকী পোষ্টের মন্তব্য করেছেন ঠিক বুঝে উঠতে পারছিনা।
হয়তো এটা জানলে আপনার মন্তব্যটা বুঝতে আমার সহজ হতো।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি আপনার পোস্ট টি পড়েছি এবং আপনি কি বুঝাতে চেয়েছেন তা কিছু একটা বুঝেছি। আপনার লেখাতে "কারণ তারা স্বীকৃত দাতা, সমাজ সেবক, ভাল মানুষ, মহামানুষ হয়েছেন ঠিকি কিন্তু প্রকৃত মানুষ হতে পারেননি।
যে দুঃখবোধ জেগে উঠেছে, সেটি কিছুটা হলেও ব্যাখা করার চেষ্টা করেছি।

ইহা যদি আপনার মন্তব্যের প্রতি উত্তর ভাবেন সেটা আপনার ব্যক্তিগত চিন্তাধারা।

০৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

নুর ইসলাম রফিক বলেছেন: আমি দুঃখিত ও লজ্জিত।

এমন বক্তব্য ওয়াজ মাহফিলে অহরত শুনে আমরা অভ্যস্থ।
তবে আমার জানা নেই কে প্রথম এই বক্তব্যটা দিয়ে ছিলেন?
পৃথিবীতে দুই ধরণের মানুষ আছে- হ্যা মানুষ এবং না মানুষ। না মানুষ সংখ্যাধিক্য থাকলেও হ্যা মানুষের সংখ্যা কম।
আবার কিছু কিছু না মানুষ তার বিশেষ কায্য করণের কারণে হ্যা মানুষের লেভেল পৌছিয়ে যায়। মৌলভীদের ভাষায় এটাকে বাকি বিল্লাহ- ফানা ফিল্লাহ বলে। এই স্ত রে পৌছাতে হ লে তার সামাজিক পারি পাশ্বিকতা নিজের আয়ত্বে আনতে হয়।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পৃথিবীতে দুই ধরণের মানুষ আছে- হ্যা মানুষ এবং না মানুষ।

আমি ওয়াজ মাহফিলে শুনি নাই, আপনি শুনলেও শুনতে পারেন।

আর আমি আপনার, " আমি দুঃখিত ও লজ্জিত " যথাযথ কোন কারণ দেখি না।
আমি আপনাকে সহ ব্লগার হিসেবে জানি এবং আপনার প্রতি আমার শ্রদ্ধাবোধ আছে।

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫১

নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ আপনাকে উক্ত মন্তব্যের জন্য।
আর আমি আপনার, " আমি দুঃখিত ও লজ্জিত " যথাযথ কোন কারণ দেখি না।
আমি আপনাকে সহ ব্লগার হিসেবে জানি এবং আপনার প্রতি আমার শ্রদ্ধাবোধ আছে।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মৌলভীদের ভাষায় এটাকে বাকি বিল্লাহ- ফানা ফিল্লাহ বলে।


বলতে এখানে ভিন্ন অ+র+থে আরবী ভাষা কে বুঝানে হয়েছে। যেটা আপনি বুঝেন নি।

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫২

নুর ইসলাম রফিক বলেছেন: জি এখন বুঝেছে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে সহজ ভাবে বুঝনোর জন্য।

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৩

রাতুল_শাহ বলেছেন: আমার এলাকায় অনেক মহামানব আছে।

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৯

নুর ইসলাম রফিক বলেছেন: এমন মহামানব নেই, কোন এলাকা বাংলাদেশ আছে বলে আমার মনে হয়না।
আপনার কি এমন ধারনা হয়?

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩০

রাজীব নুর বলেছেন: কথা তো সত্য বলেছেন।

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৮

নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকা হোক।

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশের ধনী ব্যক্তিরা যদি তাদের লাভের অংশ গরীব আত্মীয়দের তালিকা করে বাটোয়ারা করতেন তাহলে গরীব কমে যেত। তবে আমাদের আবার চরিত্র খারাপ। তখন হয়তো কোন কাজ করা ছাড়াই ঐ গরীব আত্মীয়রা ভীড় করবে টাকার জন্য...

০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫১

নুর ইসলাম রফিক বলেছেন: সুন্দর একটা আলোচনা করেছেন।
তবে বেহিসেবে বাটোয়ারা না করে যাকাত প্রদান করা উত্তম।
এতে সমাজ রাষ্ট এবং ব্যক্তি নিজেই উভয়েই উপকারী হবেন।

তবে আমাদের আবার চরিত্র খারাপ। তখন হয়তো কোন কাজ করা ছাড়াই ঐ গরীব আত্মীয়রা ভীড় করবে টাকার জন্য...
টাকা বা সম্পদ না দিয়ে কর্মসংস্থান মূলক দান কি উত্তম নয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.