নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫০


এই তো কিছুক্ষন আগে কুকিল ডেকেছে। মনে করিয়ে দিয়েছে বসন্ত দোয়ারে দাঁড়িয়ে। শুধু একটি নতুন সূর্যের অপেক্ষায় প্রতিটি বাঙ্গালির প্রাণ মন অন্তর।

শীতের এই বিদায় বেলা কিছুটা ব্যদনা মনে জমা হলেও তা কেটে যায় বসন্তের আগমনে। বাংলার ছয় ঋতুর রাজা ঋতুরাজ বসন্ত। এই বসন্ত নিয়ে কতো শত কবি রচনা করেছেন কতো শত কাব্যমালা। এই বসন্ত এলে এখনো কতো শত কবিতার জন্ম হয়।

আজ পহেলা বসন্তে ইংরেজী বতসরের প্রথম বৃষ্টির অপেক্ষায় হাজার হাজার বৃষ্টি প্রেমিদের দল। আমিও তাদের মধ্যে একজন। আজ বৃষ্টি আসুক। বিজিয়ে দিক ধোলা জমা প্রকৃতিকে। ধোয়ে নিক প্রতিটি মনের সকল জীর্ণতা। ফুটিয়ে তুলুক কাননে রঙের বাহার। হোক গাদা ফুলের রঙ্গে হলুদ পুরো বাংলা।

বসন্ত প্রতিটি বাঙ্গালিকে কবি করে তুলে। এ যেন কবি জন্মের এক গুরুত্বপূর্ণ ক্ষণ। এক্ষণেই যেন কবি হয়ে উঠা যায় খুব সহজে আকস্মিত ভাবে। আজ না হয় আমি ও কবি হয়ে জন্ম নেই। দেই বসন্ত কাব্যের জন্ম।

কুকিল ডেকেছে আজ এই আধারে।
তবে কি বসন্ত দাঁড়িয়ে দোয়ারে?
আমি কি পাবো তার দেখা
নাকি এই আধারটাই আমার শেষ দেখা?
যদি নাই পাই আগত বসন্তের প্রথম প্রহর
তবে ফের ফিরবো মনে রেখ কোন এক বসন্তে
হয়তো বসন্তের কুকিলের বেসে।
হয়তো সেদিন তোমরা আমাকে চিনবেনা
বসন্ত প্রকৃতি ঠিকি চিনে নেবে আমায়।
স্বাগত জানাবে ফুলের সৌরভ আর রঙের ধারায়।
আমি না হয় থাকবো আজকের পর থেকে
সেই দিনটির অপেক্ষায়।
দিকনা এ বসন্ত তার সৌরভ সব বিলিয়ে সুরঞ্জনায়।
আমি না হয় থাকাবো সে দিনটির অপেক্ষায়।


সবাইকে ঋতুরাজ বসন্তের শুভেচ্ছা।
আসুন এক সাথে গাই " বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে"।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৫৪

উম্মে সায়মা বলেছেন: কবিতাটি সুন্দর হয়েছে....

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৪

নুর ইসলাম রফিক বলেছেন: মন্তব্য ও প্রশংসার জন্য অনেক অনেক ধন্যবাদ সায়মাপু।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতায় +
শুভকামনা রইলো।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২০

নুর ইসলাম রফিক বলেছেন: অনেক কৃতজ্ঞতা জনাব শাহরিয়ার কবীর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.