নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

কেন আমি মানুষ হতে পারিনি?

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৯

সারাদিনের ইনকাম পঞ্চাশ টাকা নিয়ে কর্মস্থল থেকে পায়ে হেটে ফিরছিলাম। পথিমধ্যে ১০টাকার সিগারেট কিনে নিলাম। এক সময় খুব বেশী সিগারেট খেতাম। তাও আবার নামিদামি ব্রান্ডের। এখন আর আগের মতো নামিদামি ও অসংখ্য সিগারেট খাওয়া হয়না অভাবের তারনায়। বলা যায় অভাবটা এই দিক দিয়ে প্রজেটিভ। তো যাই হোক এক কিলোমিটার পায়ে হাটার পরে ফুটপাতে একটা বাচ্চা মেয়ের কান্না শুনে থমকে দাড়ালাম। পাচ কদম পিছনে ফিরে মেয়েটির মাথায় হাত বুলিয়ে মেয়েটির মধ্য বয়সিনী মাকে জিজ্ঞেস করলাম মেয়েটি কাঁদছে কেন?
তিনি কাঁদো কাদো কন্ঠে জানালেন সারা দিন কিছু খায়নি।
আমি আমার পকেটে হাত ঢুকিয়ে চল্লিশ টাকা থেকে বিশ টাকা মেয়েটির মায়ের হাতে দিয়ে বললাম আসে পাশের দোকান থেকে কিছু কিনে খেয়ে নিতে। আমি আবার হাটতে লাগলাম আগামি দিনের কর্মস্থলে যাওয়ার বিশ টাকা গাড়ি ভাড়া নিয়ে। একবারও আর পিছু ফিরে তাকাইনি পকেটের বিশ টাকা বাচানোর লোভে। যদি আবার কোন শিশুর কান্না শুনে আমাকে আবার থমকে দাড়াতে হয়। যদি আমার শেষ সম্বল বিশ টাকা বিলিয়ে দিতে হয়। এই বিশ টাকা বাচানোর লোভ আমাকে মানুষ হতে দিলনা আমার বিবেক আমাকে জানিয়ে দিল, যখন আমার অজান্তে আমার দুচোখের কোণে দুফোটা অশ্রু ঝরে গেল। তখন চিৎকার করে কেঁদে কেঁদে বলতে ইচ্ছে করলো কেন আমি মানুষ হতে পারিনি?
কিন্তু তাও করতে পারলামনা চক্ষু লজ্জায় ভয়ে।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:


কোন সময়ের কথা বলছেন? আজকের দিনে তো কেহ দিনে কোন কাজে ৫০ টাকা আয় করার কথা নয়, যেই কাজে যেতে লাগে ২০ টাকা; আপনি ওকে?

১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

নুর ইসলাম রফিক বলেছেন: জি আমি ঠিক আছি।
আমি গত কালকের কথাই বলেছি দুর্ভিক্ষের ১৯৭১ সালের কথা নয়।

২| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৯

বিজন রয় বলেছেন: যতক্ষণ আছে ততক্ষণ দেয়া যায়।

মন খুলে দিলে তা আবার পূরণ হয়ে যায়।

১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

নুর ইসলাম রফিক বলেছেন: আমি তো মন খোলে দিতে পারলামনা ২০টাকা গাড়ি ভাড়া বাবদ বাচোনোর লোভে।

৩| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২০

মোস্তফা সোহেল বলেছেন: দেওয়ার মন থাকলে হবে ।

১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

নুর ইসলাম রফিক বলেছেন: আমি বুঝে গেছি আমার সে মন নেই।

৪| ১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

অতঃপর হৃদয় বলেছেন: মানুষ হতে না পারলেও মহামানুষ হয়েছেন যা সবাই পারে না।

১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

নুর ইসলাম রফিক বলেছেন: না ভাই ২০টাকা বাচানোর লোভ আমাকে মানুষ হতে দেয়নি মহামানব তো বহু দূরের।

৫| ১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আরো বেশী বেশী আয় করুন। আপনার আয় বৃদ্ধি করা দরকার।

১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০০

নুর ইসলাম রফিক বলেছেন: আমার আপত্তি এখানেই।
খুব ভয় যদি আয়ের উন্নতির সাথে সাথে মানষিকতা অনুন্নত হয় যায়।

৬| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: আরে আপনার দেখি আমার মতো অবস্থা।

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩১

নুর ইসলাম রফিক বলেছেন: বলেছেন: কি রকম ঠিক বুঝে উঠতে পারিনি।
একটু বুঝিয়ে বলুন জনাব রাজীব নুর।

৭| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩০

নুর ইসলাম রফিক বলেছেন: কি রকম ঠিক বুঝে উঠতে পারিনি।
একটু বুঝিয়ে বলুন জনাব রাজীব নুর।

৮| ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সারাদিনের ইনকাম পঞ্চাশ টাকা? আজকাল কুলি মজুররাও তো সারাদিনে তিন চারশো টাকা ইনকাম করে।

১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০০

নুর ইসলাম রফিক বলেছেন: আমার কর্মক্ষেত্রটাই এমন। মাঝে মাঝে ৪০০-৮০০ টাকা হয়।
আবার মাঝে মাঝে ২০-১০০ দেড়শ টাকাও হয়।
সেই টাকা দুই ভাগ করে একভাগ দিতে হয় মালিক পক্ষকে।
এক ভাগ আমার।
যে দিন বিশ পঞ্চাশ টাকা আয় হয় সেদিন আর মালিক পক্ষকে দেইনা।
গতদিন তেমনটাই হয়েছিল।

৯| ১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৪

করুণাধারা বলেছেন:

আমার প্রশ্নটা করতে গিয়ে দেখি আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম করে ফেলেছেন!।

আশাকরি উত্তর পাব।

১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০০

নুর ইসলাম রফিক বলেছেন: আমার কর্মক্ষেত্রটাই এমন। মাঝে মাঝে ৪০০-৮০০ টাকা হয়।
আবার মাঝে মাঝে ২০-১০০ দেড়শ টাকাও হয়।
সেই টাকা দুই ভাগ করে একভাগ দিতে হয় মালিক পক্ষকে।
এক ভাগ আমার।
যে দিন বিশ পঞ্চাশ টাকা আয় হয় সেদিন আর মালিক পক্ষকে দেইনা।
গতদিন তেমনটাই হয়েছিল।

১০| ১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩২

কানিজ রিনা বলেছেন: একটি ফুলের দোকানে একজন কাজ করত
দোকানেই তিন বেলা খেয়ে ৫০ টাকা পেত,
সেই টাকা বিধবা বোনের হাতে এনে দিত
বিধবা বোন মানুষে বাসায় কাজ করে তিনটি
সন্তানের মুখে আহার যোগার করে। তাই
দুঃখিরাই আর এক দুঃখিকে খাওয়ায়।
এটাই সাভাবিক। ধন্যবাদ

১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৪

নুর ইসলাম রফিক বলেছেন: আর যারা তাদের সমালোচনা করে তারা কারা একটু বলবেন কি?

না আমার পরিবারের এতো করুন অসস্থা নয়।
আমাদের পরিবার আর্থিক দিক দিয়ে পুরোপুরি সচ্চল।
বলতে পারেন একটি সুখ পরিবারের গল্প আমাদের পরিবারটি।
কিন্তু একক ভাবে আমার জীবনের গল্পটা করুন খুবই করুন।
তবুও পরিবারে করে থাকি সুখি মানুষের অভিনয়।

১১| ১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৫

ধ্রুবক আলো বলেছেন: এমন এক সময় আসে যখন মানুষ পেছনে ফিরে তাকাতে পারে না, বাধ্য হয় পেছনে না তাকানোর জন্য।

১২ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

নুর ইসলাম রফিক বলেছেন: আমাকেও ২০টাকা বাধ্য করেছিল সেদিন পিছনে না তাকাতে।
যদিও আমি এখনো জীবনের পিছনে তাকিয়ে আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.