নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

নিশ্চয়ই সবার ছাত্রলীগকে অভিনন্দন জানানো উচিত

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২২

প্রধানমন্ত্রী আন্দোলন, অন্দোলনকারী এবং আন্দোলনে সমর্থনকারীদের উপর ক্ষেপে গিয়ে সংসদ ভবনে বক্তব্য দেন কোটার কোন দরকার নাই। কোটা পদ্ধতি বাতিল।

আর তাতেই ক্যাম্পাসে আনন্দ মিছিল করে কোটা সংস্কারের দাবীতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর হামলাকারী প্রাচীন ছাত্র সংগঠন ছাত্রলীগ। বাহ বাহ সাবাস বাংলাদেশ ছাত্রলীগ। অভিনন্দন নিজেদেরকে নির্লজ প্রমাণ করার জন্য।

ছাত্রলীগ আনন্দ মিছিল করে প্রধানমন্ত্রীর কোটা বাতিলের বক্তব্য শুনে। আর আন্দোলনকারী ছাত্রছাত্রীরা চিন্তিত হয়ে পরে প্রধানমন্ত্রীর কোটা বাতিল বক্তব্যের জন্য। কারণ আন্দোলনকারীরা মানবিক। তারা কোটা বাতিল চায়নি, চেয়েছে সংস্কার। এখানে ছাত্রলীগ তারা কতোটা অমানবিক তার প্রমাণ দিয়েছে। নিশ্চয়ই সবার ছাত্রলীগকে অভিনন্দন জানানো উচিত তাদের অমানবিক পরিচয় সবার সামনে তুলে ধরার জন্য।

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: একট ট্রাক ফুল চাই, এক ড্রাম রং চাই!!!!

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ২:৩৩

নুর ইসলাম রফিক বলেছেন: পরিমাণটা কম হয়ে গেলনা?

২| ১২ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৩৩

বিদেশে কামলা খাটি বলেছেন: নষ্ট ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হোক।

১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৫

নুর ইসলাম রফিক বলেছেন: দেশের সব রাজনীতি নষ্ট রাজনীতি। নিষিদ্ধ করা করা ধরলে মনে হয়না দেশের একটা রাজনৈতিক দল বা অঙ্গ সঙ্গগটন ঠিকবে বলে।

৩| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:১২

ঢাবিয়ান বলেছেন: ৮ই এপ্রিল রাতের বেলায় রামদা, চাপাতি হাতে ছাত্রলীগের ক্যম্পাসে আন্দোলনকারীদের ওপড় হামলার দৃষ্যের ছবি ভিডিও সব আছে। প্রধানমন্ত্রী একবারের জন্য বলেনি যে এদের বিচার করা হবে। শুধু ভিসির বাসায় হামলাকারিদের বিচার হবে। ছাত্রলীগ আনন্দ মিছিলতো করবেই।

১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০২

নুর ইসলাম রফিক বলেছেন: এ দেশে গত ৯ বছরে যতো আন্দোলন হয়েছে সব গুলিতে মূল উস্কানি দাতা হচ্ছে পুলিশ ও ছাত্রলীগ। চলমান আন্দোলনে ও তার ব্যতিক্রম নয়। চলমান আন্দোলনে ইমরান এইচ সরকার সহ যে ২০জনকে ইস্কানিদাতা হিসেবে সিলেক্ট করা হয়েছে তাদের সাথে পুলিশ এবং ছাত্রলীগ কেন সিলেক্ট করা হয়নি? ইমরান এইচ সরকার সহ সিলেক্টেড ২০ জন যদি এই আন্দোলনে ১০ ভাগ উস্কানি দিয়ে থাকে তমে ৯০ উস্কানি দিয়েছে পুলিশ ও ছাত্রলীগ আন্দোলঙ্কারীদের উপর টিয়ার গ্যাস রাবার বুলেট ও হামলা করে।

১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৫

নুর ইসলাম রফিক বলেছেন: নতুন নকিব নামের ব্লগার নিচের দিকে মন্তব্য করে আপনার কাছে একটি প্রশ্ন করেছেন।

৪| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:২৪

Sujon Mahmud বলেছেন: পাশে।থাকলেও সমস্যা না থাকলেও সমস্যা

১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৫

নুর ইসলাম রফিক বলেছেন: এটা সুবিদা ভুগি ও বিবেকহীনদের বাণী। কারণ তারা নিজেদের নানা বিধি সুবিদা আদায়ের লক্ষ্যে নিজেদের বিবেক বুদ্ধিকে ব্যবহার না করে পাল্লার ওজন দেখে পক্ষবাদিত্ত করে।

৫| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:০০

তার ছিড়া আমি বলেছেন: সত্য কথা তুলে ধরার জন্য ধন্যবাদ।

কে যেন মন্তব্য করেছে- মীর জাফর দেখিনি, ছাত্রলীগ দেখেছি।

১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১১

নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ আপনাকেও। এদেশে কিংবা পুরো পৃথিবীতে মীর জাফর নামের কোন মানুষ খুজে পাওয়া যাবে বলে মনে হয়না।
তবে মীর জাফর যে খুজে পাওয়া যাবেনা তা কিন্তু নয়। বঙ্গবন্ধুর আওয়ামীলীগে বঙ্গবন্ধুর সহচত একজন ৭৫ এ মীর জাফর হয়েছিলেন। তিনি আর কেউ নন খন্দকার মোশতাক আহমেদ।

৬| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১১

নতুন নকিব বলেছেন:



এই না হলে ছাত্রলীগ! হায়া শরম কি দুনিয়া থেকে একেবারেই উঠে গেল!

@ঢাবিয়ান, আপনি কার বিচারের কথা বলছেন? ছাত্রলীগের? কে করবে?

১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৬

নুর ইসলাম রফিক বলেছেন: ছাত্রলীগের হায়া শরম উঠে গেছে নাকী ছাত্রলীগ হায়া শরম উঠিয়ে দিয়েছে?

৭| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: ছাত্রলীগ গত বিশ বছরে অভিনন্দন পাওয়ার মতো কোনো কাজ করেনি।

১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২২

নুর ইসলাম রফিক বলেছেন: আপনি মনে হয় ভেবে বলেননি প্রিয় রাজীব নূর।
গত ৯ বছরে ছতারলীগ বহু অভিন্দন পাওয়ার মতো কাজ করেছে।
যদিও সে কাজ গুলির জন্য অভিনন্দন জানানোর যোগ্যতা তাদের রাজনৈতিক দল বা অঙ্গ সংঘটন ছাড়া আর কেউ রাখেনা।
কারন দেশের অধিকাংশ মানুষ নির্লজ্জ বেহায়া নয়।

৮| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০০

কামরুননাহার কলি বলেছেন: ছাত্রলীগদের কি কেউ কখনো মানুষ বলেছে আমারতো মনে হয়না।

১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৪

নুর ইসলাম রফিক বলেছেন: যাদের মান+হুম নেই তাদেরকে মানুষ বলবে একমাত্র যাদের মান+হুস নেই তারাই।

৯| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০২

পদ্মপুকুর বলেছেন: বাংলায় একটা কথা আছে- হওয়া ডাইলে বাগাড় দিতে আসছে...

১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৬

নুর ইসলাম রফিক বলেছেন: ধারুন একটা প্রবাদবাক্য বলেছেন।
ধন্যবাদ আপনাকে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.