নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

তুমি অমূল্য কবিতা

২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

কবিতা তুমি সস্তা কলমের কয়েক ফোটা কালিতে
সস্তা দামের সাদা কাগজে অপেশাদার পদবিহীন কবির সৃষ্টি।
তাই বলে তুমি সস্তা নও কবিতা তোমার সৃষ্টিকর্তার কাছে।
তাই বলে যে তুমি খুব দামি তোমার সৃষ্টিকর্তার কাছে, তাও নও কবিতা।
তুমি তোমার সৃষ্টিকর্তার কাছে এক অমূল্য সম্পদ।
তোমার সৃষ্টিকর্তা অপেশাদার পদবিহীন কবি বলে।
তোমার সৃষ্টিকর্তা যদি পেশাদার পদওয়ালা কবি হতো
তবে তোমায় কবেই বেচে দিত কোন একটা মূল্য আদায় করে।
তুমি গর্বিত কবিতা কোন এক অপেশাদার পদবিহীন কবির সৃষ্টি বলে।
সে সৃষ্টি বিক্রি করে আহার কিংবা বিলাসীতা করেনা বলে।
তুমি অমূল্য কবিতা কোন অপেশাদার পদবিহীন কবির সৃষ্টি বলে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

চাঁদগাজী বলেছেন:


কবিতা লিখতে পারা কোন ধরণের পেশা নয়, ইহা আত্মার বাণীকে প্রকাশ করার এক প্রবল বাসনা।

২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

নুর ইসলাম রফিক বলেছেন: জি এটা নিশ্চয়ই সঠিক।
কিন্তু কবিতা দিয়েই অনেকে আহার কিংবা বিলাসিতা করে থাকেন।
উচ্চমানের কবিতা লিখতে পারেন বলে।

২| ২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ জনাব সেলিম ভাই। আপনারটা নামটা চোখে পরলেই প্রিয় হুমায়ুন ফরিদির ছবিটি চোখের সামনে ভেবে উঠে প্রোফাইল পিকটা না দেখলেও।

৩| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: কবিতা তো আসলে আবেগ।
আবেগ সবাই প্রকাশ করতে পারে না।
যারা পারে তারা ভাগ্যবান। তারা কবি।

২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

নুর ইসলাম রফিক বলেছেন: আমি সেই ভাগ্যবান হতে পারলামনা জনাম রাজীব নূর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.