নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

কলঙ্কিনী তুমি রাঁধে আমি কৃষ্ণ কালা

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৬

পূর্ণিমার চাঁদের মতো কলঙ্কিনী তুমি রাঁধে আমি কৃষ্ণ কালা
তোমার আমার মিলন হলে রাঁধে মিটতো মনের জ্বালা
ও রাঁধে একলা কি আর কাটতো আমার এমনি এ বেলা...

রাঁধে গো আকাশ কালো হলে পরে বৃষ্টি অঝর ঝড়ে
কালো মেঘ না জমিলে, বৃষ্টি কি আর ঝড়ে?
বলো রাঁধে বৃষ্টি কি আর ঝড়ে

আমি কালো বলে যদি করতে না আর হেলা
ও রাঁধে একলা কি আর কাটতো আমার এমনি এ বেলা...

বাঁধে গো লাল গোলাপ সাদা গোলাপ পেতে পারো সব বাগিচায় ধরে
কালো গোলাপ পাবে কি আর সেতো সব বাগিচায় নাহি ধরে?
বলো রাঁধে সব বাগিচায় কি আর ধরে?

আমি কালো বলে যদি হতনা তোমার মনো জ্বালা
ও রাঁধে একলা কি আর কাটতো আমার এমনি এ বেলা...

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

কাওসার চৌধুরী বলেছেন:


এটা কী রাধা রমন দত্তের গান?

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

নুর ইসলাম রফিক বলেছেন: এমনটা মনে হচ্ছে নাকি জনাব কাওসার চৌধুরী?
জিনা জনাব এটা খানিকক্ষণ আগেই আমার লেখা।

২| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

কাওসার চৌধুরী বলেছেন:


আপনি কী রাগ করলেন? আমি আপনার কৃতিত্বকে ছোট করতে বলিনি। রাধা রমনের এমন অনেক গান আছে। হয়তো উনার সম্বন্ধে আপনার তেমন জানা নেই। কথাটি সহজভাবে নিলে খুশি হতাম। ধন্যবাদ।

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০১

নুর ইসলাম রফিক বলেছেন: আপনার প্রশ্নে আমি রাগ বা বিরক্ত হয়ে উল্টো প্রশ্ন করিনি জনাব কাওসার চৌধূরী।
বরং আমি জানার আগ্রহ নিয়ে প্রশ্ন করেছি।

আমি বিন্দুমাত্র আপনার প্রশ্নকে কঠিন ভাবে গ্রহন করিনি।
আমার প্রতি উত্তরে যদি আপনি ব্যতিত হয়ে থাকেন তবে ক্ষমা করবেন দয়া করে।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৯

আখেনাটেন বলেছেন: ভাইজান মনে কয় ভীষনরকম রাঁধে ভক্ত। ;)

যত মজা করিয়া কাব্য রচিয়াছেন পড়িয়া বিমলানন্দ পেলুম। =p~

২৫ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

নুর ইসলাম রফিক বলেছেন: আপনার বিমলানন্দ আমার পথ চলার পেরনা হোক দোয়া করবেন।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর লিকেহছেন।

২৫ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই

৫| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৬

টারজান০০০০৭ বলেছেন: আপনি কি কালো ? কালো প্রেমিকরাই নিজেকে কৃষ্ণ বলিয়া কল্পনা করিতে পছন্দ করে কিনা !!! (আমিও অবশ্য পাতিলের তলার মতনই কালো ! অন্ধকারে আলাদা করিতে পারিবেন না !) :D :P

১৯ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৭

নুর ইসলাম রফিক বলেছেন: কালো নাকি কাল ঠিক বুঝে উঠতে পারছিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.