নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

যৌতুক ও অপচয় মুক্ত সমাজ গড়ার একমাত্র সহজ পন্থা

০২ রা জুলাই, ২০১৮ রাত ১২:২৫


বর্তমান অভিভাবক, সমাজ ও রাষ্টের চলমান পেক্ষাপটে পালিয়ে বিয়ে করাটা মোটেও খারাপ কিছু নয়। একমাত্র এই পন্থাই বিয়ের বেলা আমাদের সমাজ ও রাষ্টকে খুব সহজেই করতে পারে যৌতুক ও অপচয় মুক্ত। এটি আধুনিক যুগের আধুনিক বিবাহের পন্থা বা মাধ্যম। এটি কনে ও বড় পক্ষের অভিভাবদের জন্য বিশাল উপকারীয় বৈবাহিক পন্থা। এ পন্থা ধারা নিজের প্রিয় মানুষকে খুব সহজে পাওয়া যায়। এ পন্থা আর্থিক ও সময়ের অপচয় বেপক ভাবে হ্রাস করে। আমাদের আর্থিক দুর্বল সমাজ ও রাষ্টের জন্যও এই পন্থা বেপক উপকারী। তাই দিন দিন এই পন্থার জনপ্রিয়তা পাচ্ছে কনে ও বর পক্ষের কাছে সমান হারে। যদিও এ পন্থা প্রেমিক যুগলের কাছে বেশী জনপ্রিয়। পালিয়ে বিয়ে করা জুটির ছেলের পক্ষ পালানোর বিয়ে মেনে নেয় খুব সহজে। খুব সহজে মেনে নেওয়ার প্রধান কারন আইনের ভয়। কিন্তু মেয়ে পক্ষ ইচ্ছে থাকা সত্যেও ততোটা সহজে মেনে নেয়না সমাজ ও লোক নিন্দার ভয়ে। তবে বছর গড়ানোর পর কিংবা পলাতক জুটির ঘরে নতুন অতিথির আগমনে কনে পক্ষও পালানো বিয়েটি মেনে নেয় সমাজ ও লোক নিন্দার ভয় ভুলে। তারপর শুরু হয় পলাতক জুটির পরিপূর্ণ সংসার। এতে অধিকাংশ জুটি সুখি হয়। তবে অল্প কিছু জুটি অসুখেই ভুগেন। তাই প্রেমিক যুগল এই পন্থাকেই উৎকৃষ্ট পন্থা হিসেবে দেখছেন এখন।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১২:৫৩

চাঁদগাজী বলেছেন:


যারা পালিয়ে বিয়ে করে, তাদের শতকরা ৯০ ভাগের বিয়ে ভেংগে যায়। আপনি অনেক ব্যাপারে লিখতে চান, প্রায়ই সময়ই ভুল ধারণার উপর ভিত্তি করে লেখেন।

০২ রা জুলাই, ২০১৮ রাত ১:০৭

নুর ইসলাম রফিক বলেছেন: জনাব আপনি বুঝাতে চেয়েছেন ৯০ভাগ বিবাহ বিচ্ছেদ ঘটে। যা মোটেও সত্য নয় ১০ ভাগ বিচ্ছেদ ঘটে কিনা তাও সন্ধিহান।
জনাব আমার ধারণা ভুল তার প্রমাণ আপনি উপস্থাপন করেননি।

২| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১২:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ যেন শিয়ালের লেজ কাটার পর অন্য শিয়ালেরও লেজ কাটার আহবান...

০২ রা জুলাই, ২০১৮ রাত ১:১১

নুর ইসলাম রফিক বলেছেন: আপনি ঠিক ধারণা করেছেন। বর্তমান লেজ কাটা সমাজের তো আর নতুন করে লেজ গজানো সম্ভব হচ্ছেনা। তাই যে লেজগুলি রয়েছে সে গুলিও কেটে ফেলার পায়তারা করছি।

৩| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১:০১

কাওসার চৌধুরী বলেছেন:



আইডিয়াটা চমৎকার; কিন্তু বাস্তবতা আরো জটিল।

০২ রা জুলাই, ২০১৮ রাত ১:১৫

নুর ইসলাম রফিক বলেছেন: ক্ষমা করবেন আমি আপনার সাথে একমত হতে পারলাম না। এটা মোটেও চমৎকার আইডিয়া না। এটা সম্পূর্ণ নেগেটিভ আইডিয়া।
এখন আর প্রজেটিভ দিয়ে নেগেটিভকে আগাত করে লাভ হয়না বলেই নেগেটিভ দিয়ে নেগেটিভকে আগাত করলাম। দেখা যাক মাইনাসে মাইনাসে প্লাস হয় কিনা।

৪| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১:৫৩

রাকু হাসান বলেছেন: এটা হয়তো বা একটি ভাল দিক ,এর নেতিবাচক দিক আছে । সমাজ ,আমাদের সংস্কৃতি কে অমান্য করা হবে । পারিবারিক অশান্তি বাড়বে । দোয়া বলে একটা জিনিস আছে ,সেটা খুব দরকার দাম্পত্র জীবনে । ,মান সম্মান,আত্মমর্যাদা আমাদের অমূল্য সম্পদ । তাই ব্যক্তিগত ভাবে মনে করি পালিয়ে বিয়ে করা কে নিরুৎসাহিত করা উচিত। আপনার মতামত কে শ্রদ্ধা করছি সেই সাথে ।

০২ রা জুলাই, ২০১৮ রাত ২:০৩

নুর ইসলাম রফিক বলেছেন: জনাব আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

৫| ০২ রা জুলাই, ২০১৮ ভোর ৬:০৮

Md Sohel Rana বলেছেন: আমার মনে হয় আমরা সাধারণ নাগরিকরা
যদি পাবলিক সচেতনতা বৃদ্ধি করি
তবে জটিলতা খুব সহজে এড়ানো সম্ভব৷

০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৪

নুর ইসলাম রফিক বলেছেন: জনাব আপনি ঠিক বলেছেন।
খানিক্ষন আগে একটা দীর্ঘ প্রতি উত্তর লিখেছিলাম এখানে। কিন্তু ইন্টারনেট কানেকশন চলে যাওয়ায় মন্তব্য প্রকাশ করতে পারিনি।
তাই আমি লজ্জিত ও দুঃখিত।

৬| ০২ রা জুলাই, ২০১৮ ভোর ৬:৩৫

সিগন্যাস বলেছেন: চাঁদগাজীর সাথে সহমত।আমি নিজেও দেখেছি পালিয়ে করা অনেক বিয়ে ভেঙে গেছে।

০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:০২

নুর ইসলাম রফিক বলেছেন: হে আমিও দেখেছি। তবে ভাঙ্গার চেয়ে গড়ার পরিমান খুব বেশী।
বিবাহ বিচ্ছেদে পলাতক জুটি নয়, শিক্ষিত জুটি এগিয়ে।

৭| ০২ রা জুলাই, ২০১৮ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: 菩提禪修八天半健身班-新北禪堂

০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:০৪

নুর ইসলাম রফিক বলেছেন: ভাই বাংলা সর্বাধিক বুঝতে পারি। বাংলিশ তার চেয়ে কিছু কম বুঝি। ইংলিশ তার চেয়েও কম বুঝি। চাইনিস তবে কন কেমনে বুঝি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.