নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুক্ত লেখক বিদ্রোহী যাযাবর মানব। মনে যা ভাবি লিখে প্রকাশ করিব।

বিদ্রোহী যাযাবর

আমি বিদ্রোহী যাযাবর মানব। অন্যায়কে প্রশ্রয় দেয়না। সৎ পথে চলি। মানব সেবা করি।

বিদ্রোহী যাযাবর › বিস্তারিত পোস্টঃ

কী নেই দুনিয়ায়?

০৩ রা মে, ২০১৬ বিকাল ৫:৩৮

হলিউড-ঢালিউড
আছে, মানবাধিকার
কর্মী আছে,
বেশি বোঝার ভাব
ধরেছে-এমনও বিধর্মী
আছে!
দুজন মেরে সাধ মেটে
না, তাইতো বোমা
‘অ্যাটম’ আছে,
মারি ইঁদুর না ছুঁই
লেজুড়-এজন্য ভাই
‘র্যাটম’ আছে!
পাঁড় প্রেমিকের আড়
চোখেতে আলুথালু
প্রেমও আছে,
মরতে দেখেও হাসি
আসে-সিনেমায় এ
ফ্রেমও আছে!
ব্যাক্টেরিয়ার
বদৌলতে দুনিয়ায়
‘আমাশা’ আছে,
সিরিয়ালের ঘষামাজায়
সমাজে তামাশা আছে!
গোল টেবিলের
আলোচনায় নানা মুনির
যুক্তি আছে,
ছিঁচকে চোর আজ
জেলপ্রবাসী, দাগী
খুনির মুক্তি আছে!
অজ্ঞান পার্টি করলে
ফলো আরামদায়ক ঘুমও
আছে,
ওলট-পালট বললে কথা
রাজকীয় ‘গুম’ও আছে!
আছে উপদেশ, আছে
মহাদেশ, আছে
প্যাঁচাল-তত্ত্ব,
এত্ত মানুষ; তবুও
শালার নেই যে
মনুষ্যত্ব!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:২২

আশরাফুল ইসলাম রাসেল বলেছেন: তুমি আছ আমি আছি জনও আছে
তোমার-আমার হৃদয় জুড়ে মিঠে-কড়া প্রেম আছে।

২| ০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

কল্লোল পথিক বলেছেন: বাহ!বেশ লিলেছেন।

৩| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:৪৯

বিদ্রোহী যাযাবর বলেছেন: ধন্যবাদ সংযুক্তি করার জন্য।

৪| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:৪৯

বিদ্রোহী যাযাবর বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.